COMPLETE CARE OF PLANTS

WELCOME TO OUR BLOG
  • GO THOUGH OR WHATSAPP CATALOG

    You can get here PLANT AND OTHER PRODUCT PRICE ...

  • GO THOUGH OR FACEBOOK GROUP

    You can get here latest update of product with price...

  • GO THOUGH OR YOUTUBE CHANEL

    You can get here plant caring videos...

August 24, 2022

Anthurium Plant Care এ্যানথুরিয়াম গাছের পরিচর্যা

Anthurium Plant Care এ্যানথুরিয়াম গাছের পরিচর্যা

এ্যানথুরিয়াম খুব সুন্দর বায়ু পরিশোধক একটি ইনডোর গাছ , যেখানে উজ্জ্বল অপ্রত্যক্ষ সূর্যের আলো আসে। এ্যানথুরিয়াম এ্যারেসী পরিবারভুক্ত বহুবর্ষজীবী কান্ডহীন হারবেসিয়াস জাতীয় বাহারী পাতা ও ফুলের গাছ। এ গাছের সবচেয়ে আকর্ষণীয় অংশ হল স্প্যাথ। স্প্যাথ আসলে পাতার পরিবর্তিত রূপ।
ছোট সাকার/চারা লাগালে ফুল আসতে ৯-১০ মাস সময় নেয়। ফুলের সজীবতা ২০ দিন পর্যন্ত থাকে। বছরে একটি ঝাড় থেকে ৫-৬টি ফুল পাওয়া যায় 
**এ্যানথুরিয়াম উষ্ণ ও আদ্র আবহাওয়া উপযোগী।

এ্যানথুরিয়াম গাছ এর মাটি : সইল মিডিয়া (১): ১/২ ভাগ স্ফ্যাগনাম মস + ১/৪ ভাগ কোকোপিট + ১/৪ ভাগ সাধারণ বেলে দোআঁশ মাটি + ১ চা চামচ হার গুঁড়ো ( স্টিম ) 
সইল মিডিয়া (২) :
কোকোপিট ২০% + সাধারণ বেলে দোআঁশ মাটি ২০% + ছোটো নারকেল ছোবড়া ২০% + ভার্মি কম্পোস্ট ৪০% + ১ চা চামচ হার গুঁড়ো ( স্টিম ) 
সইল মিডিয়া (৩) : সাধারণ বেলে দোআঁশ মাটি ৩০% + চারকোল ২০% + ছোটো নারকেল ছোবড়া ২০% + ভার্মি কম্পোস্ট ২০% + ১০% perlite + ১ চা চামচ হার গুঁড়ো ( স্টিম ) 

এই গাছের এরিয়াল রুট দেখা যায় এবং এই এরিয়াল রুটগুলি যাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে না যায় এই জন্য মালচিং করতে হবে কোকোপিট দিয়ে।

এ্যানথুরিয়াম গাছে জলের ব্যবস্থাপনা : আঙ্গুল প্রবেশ করিয়ে দেখতে হবে মাটি ভিজে ভিজে আছে কিনা। ভিজে থাকলে কখনোই জল দেওয়া যাবে না। ভিজে থাকলে আবার ১-২ দিন পর একই ভাবে দেখতে হবে যে ময়শ্চার কতটা, যদি শুকনো হয়,তখনই একমাত্র জল দিতে হবে। 
মাঝে মাঝে জল স্প্রে করতে হবে এবং কোনো ভিজে সুতির কাপড় বা তুলো ভিজিয়ে পাতা পরিষ্কার করে দিতে হবে।
শুষ্ক আবহাওয়া প্রধানত শীতকালে ১ দিন অন্তর জল স্প্রে ( কুয়াশার মতো ) করতে হবে আর্দ্রতা বজায় রাখতে।

এ্যানথুরিয়াম গাছে আলোর ব্যবস্থাপনা : ইনডোর হোক বা আউটডোর, এই গাছ সবচেয়ে ভালো গ্রো করে উজ্জ্বল অপ্রত্যক্ষ সূর্যালোকে । প্রত্যক্ষ সূর্যালোকে এই গাছ এর পাতা পুড়ে যায়।

এ্যানথুরিয়াম গাছের সার : প্রতি ৩ মাস অন্তর ১ মুঠো ভার্মি কম্পোস্ট + ১-২ চা চামচ স্টিম হার গুঁড়ো 
শীতকালে সার দিতে হবেনা। 

এ্যানথুরিয়াম গাছের রোগ পোকা : এই গাছে সাধারণত অল্প পরিমাণে অ্যাফিডস , মাইটস, থ্রিপস হতে পারে, এর জন্যে সপ্তাহে একবার নিয়ম তেল স্প্রে করতে হবে। 
ফাঙ্গাস এর প্রবলেম , যেমন গোড়ার দিকে পচন ধরলে সিস্টেমিক ফানগিসাইড ব্যবহার করতে হবে ( অলরেডী ফাঙ্গাস অ্যাটাক করলে ) । এছাড়া প্রতি ১০-১৫ দিনে ১ বার ব্লু কপার অক্সিক্লোরাইড ( blue copper oxychloride) বা সাফ বা ব্যাভিস্টিন ১-১.৫ গ্রাম ১ লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে। 
এছাড়া গাছের মাটিতে পিপড়ে বা নিমাটোড জাতীয় কেচো এর হাত থেকে বাঁচতে মাস এ একবার ফুরাদন দিতে হবে ১ চা চামচ মাটিতে ছড়িয়ে। 

বংশ বিস্তার : সাধারণত মাতৃ গাছ থেকে সাকার পৃথক করে এ্যানথুরিয়ামের বংশবৃদ্ধির জন্য ব্যবহার করা হয়।

*****TO BUY THIS PLANT, THESE FERTILIZERS & INSECTICIDES OR FUNGICIDES, CONATC US @ SIMPLE PLANT SOLUTION 8296590663  *****
TO SEE OUR CATALOG CLICK BELOW :