COMPLETE CARE OF PLANTS

WELCOME TO OUR BLOG
  • GO THOUGH OR WHATSAPP CATALOG

    You can get here PLANT AND OTHER PRODUCT PRICE ...

  • GO THOUGH OR FACEBOOK GROUP

    You can get here latest update of product with price...

  • GO THOUGH OR YOUTUBE CHANEL

    You can get here plant caring videos...

June 9, 2023

Rose Care মাস অনুযায়ী গোলাপের পরিচর্যা

Rose Care মাস অনুযায়ী গোলাপের পরিচর্যা

🌹গোলাপ গাছ অতি সৌখিন একটি গাছ যাকে প্রতি মাসে আলাদা ভাবে কেয়ার না করলে গাছে অনেক সমস্যার সৃষ্টি হয় এবং গাছের চেহারা স্বাস্থ্য ভালো হয় না এবং শীতকালে ফুল বেশি পরিমাণে পাওয়া যায় না বা ফুলের চেহারা ভালো হয় না। তাই, বছরে প্রতিমাসে কিভাবে এই গাছের পরিচর্যা করতে হয় তা এই অংশের মূল আলোচনার বিষয়বস্তু।

জানুয়ারি মাসের পরিচর্যা : জানুয়ারি মাসে গোলাপ গাছে খাবার দিতে হবে একবার : ১০০ গ্রাম কাঁচা গোবর ১ লিটার জলে মিশিয়ে ১৫ দিন পাত্রের মুখ ঢেকে রাখতে হবে। ১৬তম দিনে পুরোটা ছেঁকে নিয়ে তার সাথে জল মেশাতে হবে যতক্ষণ না লিকার-চা এর রং আসছে সেই পরিমাণ।
এর থেকে ৩ কাপ জল দিতে হবে প্রতি গাছের গোড়ায়। এই খাবার দেওয়ার আগের দিন গাছের মাটি ভিজিয়ে দিতে হবে ভালো করে জল দিয়ে। 
এই মাসে কিছু জিনিস স্প্রে করতে হবে তা হলো : (১) পেস্টিসাইড : টাফগর বা রগড় ১ লিটার জলে ৩০ ফোঁটা দিয়ে স্প্রে
টাফগর কিনতে এই লিংকে ক্লিক করুন : টাফগর কিনুন

এর ঠিক ৩ দিন পর
(২) যেকোনো গ্রোথ রেগুলেটর স্প্রে ( কিনতে এই লিংকে ক্লিক করুন : গ্রোথ রেগুলেটর কিনুন )
এর ঠিক ৩ দিন পর 
(৩) যেকোনো ফাঙ্গীসাইড স্প্রে
এবং এর তিন দিন পর
(৪) যেকোনো মাইক্রোনিউট্রিএন্টস স্প্রে ( মাইক্রোনিউট্রিএন্টস  কিনতে এই লিংকে ক্লিক করুন : মাইক্রোনিউট্রিএন্টস কিনুন )
এর পর আবার এর ৩ দিন পর এই রুটিন পুনরায় রিপিট করতে হবে। 
প্রতিবার পেস্টিসাইড ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে। (ক) টাফগর বা রগড়
(খ) কনফিডর ( কিনতে এই লিংকে ক্লিক করুন : কনফিডর কিনুন )
(গ) কাকা ( কিনতে এই লিংকে ক্লিক করুন : কাকা কিনুন )
(ঘ) থিটা ( থিটা কিনুন )
(ঙ) সুপার সোনাটা ( সুপার সোনাটা কিনুন )
এই পাঁচটি পেস্টিসাইড প্রতিবার এক একটা করে দিতে হবে অর্থাৎ প্রথমবার টাফগর দিলে পরের বার কনফিডর এভাবে।
প্রতি মাসে একবার  ফুরাডন ১ চা চামচ টবের মাটিতে ছড়িয়ে দিতে হবে। ( ফুরাডন কিনুন )
প্রতিদিন ( ওষুধ জাতীয় স্প্রে এর দিনগুলি বাদ দিয়ে ) সকালবেলা সূর্যের আলোর তেজ প্রখর হওয়ার আগে এবং সন্ধ্যা নামার মুখে জল দিয়ে সম্পূর্ণ গাছ স্প্রে করতে হবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যেনো জল বা ওষুধ কোনোটিই ফুলের গায়ে ন লাগে।
এইভাবে জানুয়ারি মাসে গাছের পরিচর্যা করতে হবে।

ফেব্রুয়ারি মাসের পরিচর্যা : এই মাসে জানুয়ারি মাসে খাবার দেওয়ার ঠিক ৩০ দিন পরে খাবার দিতে হবে : ডি এ পি ১/২ চা চামচ + সিঙ্গেল সুপার ফসফেট ১/২ চা চামচ + এস ও পি ১/২ চা চামচ ভালো করে মিশিয়ে প্রতি ১২ ইঞ্চি টবের ক্ষেত্রে এর থেকে ২ চা চামচ এবং ৮-১০ ইঞ্চির ক্ষেত্রে ১.৫ চা চামচ মাটিতে ছড়িয়ে দিতে হবে। খাবার দেওয়ার আগেরদিন মাটি ভিজিয়ে রাখতে হবে, পরেরদিন মাটি খুসে নিয়ে সার দিয়ে জল দিতে হবে।
ডি এ পি কিনুন )
সিঙ্গেল সুপার ফসফেট কিনুন )
এস ও পি কিনুন )
স্প্রে জানুয়ারি মাসের মতই চলবে।
ফুলের ভারে ডাল নুইয়ে পড়লে এবং ফুল পুরনো হয়ে গেলে ৩ পাতার নিচ থেকে এবং ৫ পাতার ওপর থেকে ৪৫⁰ কোণ করে কেটে দিতে হবে।

মার্চ মাসের পরিচর্যা : এই মাসে ফেব্রুয়ারি মাসে খাবার দেওয়ার ঠিক ৩০ দিন পরে খাবার দিতে হবে : শিং চাছা ১/২ চা চামচ + ক্ষুর কুঁচি ১/২ চা চামচ + হাড় গুঁড়ো ১ চা চামচ + কাঠের ছাই ২.৫ চা চামচ মাটিতে ছড়িয়ে দিতে হবে। খাবার দেওয়ার আগেরদিন মাটি ভিজিয়ে রাখতে হবে, পরেরদিন মাটি খুসে নিয়ে সার দিয়ে জল দিতে হবে।
শিং চাছা কিনুন )
ক্ষুর কুঁচি কিনুন )
হাড় গুঁড়ো কিনুন ) /  ( STEAMED BONEMEAL কিনুন  ) 
স্প্রে চলবে একিরকম রুটিনে।
জল প্রতিদিন স্প্রে করতে হবে পাতার উপর নিচে, সন্ধ্যা ৭ টা এর পর ।
কাটাই : গাছ ঘন হয়ে গেলে পুরনো ডাল কেটে গাছকে ফাঁকা করতে হবে এবং কাটা জায়গায় সাফ ফাঙ্গীসাইড এর লেই করে লাগিয়ে দিতে হবে।
সূর্যালোক : এই সময় সকাল ১১ টা অবধি গাছকে রোদ খাইয়ে তারপর হালকা ছায়াতে গাছ রাখতে হবে।