COMPLETE CARE OF PLANTS

WELCOME TO OUR BLOG

June 9, 2023

Rose Care মাস অনুযায়ী গোলাপের পরিচর্যা

Rose Care মাস অনুযায়ী গোলাপের পরিচর্যা

🌹গোলাপ গাছ অতি সৌখিন একটি গাছ যাকে প্রতি মাসে আলাদা ভাবে কেয়ার না করলে গাছে অনেক সমস্যার সৃষ্টি হয় এবং গাছের চেহারা স্বাস্থ্য ভালো হয় না এবং শীতকালে ফুল বেশি পরিমাণে পাওয়া যায় না বা ফুলের চেহারা ভালো হয় না। তাই, বছরে প্রতিমাসে কিভাবে এই গাছের পরিচর্যা করতে হয় তা এই অংশের মূল আলোচনার বিষয়বস্তু।

জানুয়ারি মাসের পরিচর্যা : জানুয়ারি মাসে গোলাপ গাছে খাবার দিতে হবে একবার : ১০০ গ্রাম কাঁচা গোবর ১ লিটার জলে মিশিয়ে ১৫ দিন পাত্রের মুখ ঢেকে রাখতে হবে। ১৬তম দিনে পুরোটা ছেঁকে নিয়ে তার সাথে জল মেশাতে হবে যতক্ষণ না লিকার-চা এর রং আসছে সেই পরিমাণ।
এর থেকে ৩ কাপ জল দিতে হবে প্রতি গাছের গোড়ায়। এই খাবার দেওয়ার আগের দিন গাছের মাটি ভিজিয়ে দিতে হবে ভালো করে জল দিয়ে। 
এই মাসে কিছু জিনিস স্প্রে করতে হবে তা হলো : (১) পেস্টিসাইড : টাফগর বা রগড় ১ লিটার জলে ৩০ ফোঁটা দিয়ে স্প্রে
টাফগর কিনতে এই লিংকে ক্লিক করুন : টাফগর কিনুন

এর ঠিক ৩ দিন পর
(২) যেকোনো গ্রোথ রেগুলেটর স্প্রে ( কিনতে এই লিংকে ক্লিক করুন : গ্রোথ রেগুলেটর কিনুন )
এর ঠিক ৩ দিন পর 
(৩) যেকোনো ফাঙ্গীসাইড স্প্রে
এবং এর তিন দিন পর
(৪) যেকোনো মাইক্রোনিউট্রিএন্টস স্প্রে ( মাইক্রোনিউট্রিএন্টস  কিনতে এই লিংকে ক্লিক করুন : মাইক্রোনিউট্রিএন্টস কিনুন )
এর পর আবার এর ৩ দিন পর এই রুটিন পুনরায় রিপিট করতে হবে। 
প্রতিবার পেস্টিসাইড ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে। (ক) টাফগর বা রগড়
(খ) কনফিডর ( কিনতে এই লিংকে ক্লিক করুন : কনফিডর কিনুন )
(গ) কাকা ( কিনতে এই লিংকে ক্লিক করুন : কাকা কিনুন )
(ঘ) থিটা ( থিটা কিনুন )
(ঙ) সুপার সোনাটা ( সুপার সোনাটা কিনুন )
এই পাঁচটি পেস্টিসাইড প্রতিবার এক একটা করে দিতে হবে অর্থাৎ প্রথমবার টাফগর দিলে পরের বার কনফিডর এভাবে।
প্রতি মাসে একবার  ফুরাডন ১ চা চামচ টবের মাটিতে ছড়িয়ে দিতে হবে। ( ফুরাডন কিনুন )
প্রতিদিন ( ওষুধ জাতীয় স্প্রে এর দিনগুলি বাদ দিয়ে ) সকালবেলা সূর্যের আলোর তেজ প্রখর হওয়ার আগে এবং সন্ধ্যা নামার মুখে জল দিয়ে সম্পূর্ণ গাছ স্প্রে করতে হবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যেনো জল বা ওষুধ কোনোটিই ফুলের গায়ে ন লাগে।
এইভাবে জানুয়ারি মাসে গাছের পরিচর্যা করতে হবে।

ফেব্রুয়ারি মাসের পরিচর্যা : এই মাসে জানুয়ারি মাসে খাবার দেওয়ার ঠিক ৩০ দিন পরে খাবার দিতে হবে : ডি এ পি ১/২ চা চামচ + সিঙ্গেল সুপার ফসফেট ১/২ চা চামচ + এস ও পি ১/২ চা চামচ ভালো করে মিশিয়ে প্রতি ১২ ইঞ্চি টবের ক্ষেত্রে এর থেকে ২ চা চামচ এবং ৮-১০ ইঞ্চির ক্ষেত্রে ১.৫ চা চামচ মাটিতে ছড়িয়ে দিতে হবে। খাবার দেওয়ার আগেরদিন মাটি ভিজিয়ে রাখতে হবে, পরেরদিন মাটি খুসে নিয়ে সার দিয়ে জল দিতে হবে।
ডি এ পি কিনুন )
সিঙ্গেল সুপার ফসফেট কিনুন )
এস ও পি কিনুন )
স্প্রে জানুয়ারি মাসের মতই চলবে।
ফুলের ভারে ডাল নুইয়ে পড়লে এবং ফুল পুরনো হয়ে গেলে ৩ পাতার নিচ থেকে এবং ৫ পাতার ওপর থেকে ৪৫⁰ কোণ করে কেটে দিতে হবে।

মার্চ মাসের পরিচর্যা : এই মাসে ফেব্রুয়ারি মাসে খাবার দেওয়ার ঠিক ৩০ দিন পরে খাবার দিতে হবে : শিং চাছা ১/২ চা চামচ + ক্ষুর কুঁচি ১/২ চা চামচ + হাড় গুঁড়ো ১ চা চামচ + কাঠের ছাই ২.৫ চা চামচ মাটিতে ছড়িয়ে দিতে হবে। খাবার দেওয়ার আগেরদিন মাটি ভিজিয়ে রাখতে হবে, পরেরদিন মাটি খুসে নিয়ে সার দিয়ে জল দিতে হবে।
শিং চাছা কিনুন )
ক্ষুর কুঁচি কিনুন )
হাড় গুঁড়ো কিনুন ) /  ( STEAMED BONEMEAL কিনুন  ) 
স্প্রে চলবে একিরকম রুটিনে।
জল প্রতিদিন স্প্রে করতে হবে পাতার উপর নিচে, সন্ধ্যা ৭ টা এর পর ।
কাটাই : গাছ ঘন হয়ে গেলে পুরনো ডাল কেটে গাছকে ফাঁকা করতে হবে এবং কাটা জায়গায় সাফ ফাঙ্গীসাইড এর লেই করে লাগিয়ে দিতে হবে।
সূর্যালোক : এই সময় সকাল ১১ টা অবধি গাছকে রোদ খাইয়ে তারপর হালকা ছায়াতে গাছ রাখতে হবে।

এপ্রিল মাসের পরিচর্যা : এই মাসে মার্চ মাসে খাবার দেওয়ার ঠিক ৩০ দিন পরে খাবার দিতে হবে এবং এই খাবার দেওয়ার ঠিক ১৫ দিন পর আবার এই খাবার রিপিট করতে হবে : এন পি কে ২০-২০-২০ ১ চা চামচ + এস ও পি ১/২ চা চামচ + ডি এ পি ১/২ চা চামচ মাটিতে ছড়িয়ে দিতে হবে। খাবার দেওয়ার আগেরদিন মাটি ভিজিয়ে রাখতে হবে, পরেরদিন মাটি খুসে নিয়ে সার দিয়ে জল দিতে হবে।
এর সাথে টবের ওপরের মাটি অল্প সরিয়ে ( সার দেওয়ার আগে ) সার দিয়ে তার ওপর ভার্মি কম্পোস্ট বা কাঠের ভুসি বা তুষ বা গাছের শুকনো পাতা বা গোবর সার দিয়ে একটা স্তর বানাতে হবে, একে মালচিং করা বলে ।
এন পি কে ২০-২০-২০ কিনুন  ) 
ভার্মি কম্পোস্ট কিনুন  )
স্প্রে চলবে একিরকম রুটিনে, কিন্তু সন্ধ্যা ৭ টা এর পরে।
সমস্ত লম্বা ডাল কেটে ফেলতে হবে কালবৈশাখীর আগে । ৫ পাতার ঠিক ওপর থেকে এই ডাল কাটাই করতে হবে, এবং কাটার পর সাফ ফাঙ্গীসাইড এর লেই করে লাগিয়ে দিয়ে হবে কাটা জায়গায়।
সকালের রোদ্দুর খাওয়াতে হবে এবং দুপুরের কড়া রোদের থেকে সরিয়ে রাখতে হবে মে মাস এর ১৫-২০ তারিখ পর্যন্ত।

মে মাসের পরিচর্যা : এই মাসে এপ্রিল মাসের শেষ খাবার দেওয়ার ঠিক ১৫ দিন পরে খাবার দিতে হবে এবং এই খাবার দেওয়ার ঠিক ১৫ দিন পর আবার এই খাবার রিপিট করতে হবে : এন পি কে ২০-২০-২০ নিতে হবে ১/২ চা চামচ ( এন পি কে এর বদলে সুফলা ১/২ চা চামচ নেওয়া যেতে পারে ) , এবং ভার্মি দিয়ে মালচিং করে দিয়ে জল দিয়ে দিতে হবে।
এই সময় অবশ্যই পাতার উপর নিচে ভালো করে ভোরবেলা বা সন্ধ্যা ৭ টা এর পর স্প্রে করতে হবে।
বাকি সমস্ত স্প্রে চলতে থাকবে।



জুন মাসের পরিচর্যা : আগের মাসের শেষ খাবার দেওয়ার ঠিক ১৫ দিন পর এই মাসে খাবার দিতে হবে। দুরকম খাবার দেওয়া হলো, এর মধ্যে যেকোনো একটি দিতে হবে : (ক) বাদাম খোল ১ চা চামচ + রক্তসার ১ চা চামচ + শিং চাছা ১ চা চামচ + নিম খোল ১ চা চামচ + হার গুঁড়ো ১ চা চামচ - এই সম্পূর্ণটা মিশিয়ে হবে ৫ চা চামচ, এর থেকে ২ চা চামচ নিয়ে মাটিতে প্রয়োগ করতে হবে ( আগেরদিন রাতে মাটিতে জল দিয়ে ভিজিয়ে পরদিন ভোরবেলা মাটি হালকা খুসে নিয়ে এই সার দিয়ে তারপর আবার জল দিয়ে দিতে হবে) 
এই সার দিতে পারেন অথবা
(খ) ডি এ পি ১/২ চা চামচ + হাড় গুড়ো ১ চা চামচ + সর্ষে খোল গুঁড়ো ১ চা চামচ মিশিয়ে মাটিতে প্রয়োগ করতে পারেন ( আগেরদিন রাতে মাটিতে জল দিয়ে ভিজিয়ে পরদিন ভোরবেলা মাটি হালকা খুসে নিয়ে এই সার দিয়ে তারপর আবার জল দিয়ে দিতে হবে )
এই মাসের কাটাই ছাটাই : এই মাসে ফুল নেওয়া যাবে না যদি শীতকালে ভালো ফুল পেতে হয়। ফুল এর মাথা থেকে গোল করে কেটে নিতে হবে। এক্ষেত্রে ৫ পাতা / ৩ পাতা বাছাই এর প্রয়োজন নেই। এই পদ্ধতি অবলম্বনে গাছের কান্ড শক্ত হবে।
 এই বর্ষায় জল যাতে না জমে থেকে, এর জন্যে সাদা বালি দেওয়া যেতে পারে



জুলাই মাসের পরিচর্যা : জুন মাসের খাবার দেওয়ার ৩০ দিন পরে এই মাসের খাবার দিতে হবে  : (ক) হাড় গুড়ো ১ চা চামচ + সর্ষে খোল গুঁড়ো ১ চা চামচ + বাদাম খোল ১ চা চামচ + নিম খোল ১ চা চামচ + শিং চাছা ১ চা চামচ - মিশিয়ে এর থেকে ২ চা চামচ প্রতি গাছের মাটি তে  ( আগেরদিন রাতে মাটিতে জল দিয়ে ভিজিয়ে পরদিন ভোরবেলা মাটি হালকা খুসে নিয়ে এই সার দিয়ে তারপর আবার জল দিয়ে দিতে হবে )।

টিপস : (১) এই মাসে হঠাৎ রোদ হঠাৎ বৃষ্টি হয়। প্রখর রোদ পাওয়ার পর হঠাৎ করে বৃষ্টি আসলে সেটা গাছের পক্ষে খুবই খারাপ। তাই চেষ্টা করতে হবে এরকম অবস্থায় বৃষ্টি আসার আগে গাছ গুলি শেড এর নিচে রাখার যাতে বৃষ্টি না পায়। 
(২) আগে ভার্মি কম্পোস্ট দিয়ে যে মালচিং করা হয়েছিল, সেগুলি চামচ দিয়ে তুলে ফেলতে হবে। 



বাকী অংশ পরে আপডেট করা হবে। সাথে থাকুন।

**** এই গাছ ,সার এবং কীটনাশক কিনতে চাইলে যোগাযোগ করুন SIMPLE PLANT SOLUTION ৮২৯৬৫৯০৬৬৩ নম্বরে *****




 

0 comments:

Post a Comment