জবা (নীল জবা বাদে )
মাটি : নরমাল মাটি ২ ভাগ : সাদা বালি ১ ভাগ : কোকোপিট (আবশ্যক) ১ ভাগ + ভার্মি কম্পোস্ট বা জৈব সার ১ ভাগ
কোন জায়গায় গাছ রাখা উচিত : টবে বসানোর ৫ দিন পর থেকে সম্পূর্ণ সূর্যালোকে রাখতে হবে।
** প্রতিদিন জল স্প্রে করলে ভালো হয়।
স্প্রেয়ার কিনুন
খাবারের ব্যবস্থাপনা : ক,খ,গ অথবা ঘ – ঘুরিয়ে ফিরিয়ে প্রয়োগ করতে হবে ।
(ক) সুফলা (NPK ২০-২০-২০/১৯-১৯-১৯) ১ চা-চামচ + পটাশ (SOP) ১
চা-চামচ = ১৫ দিন অন্তর
NPK ২০-২০-২০/১৯-১৯-১৯ কিনুন
পটাশ (SOP) কিনুন
(খ) ডি.এ.পি (DAP) অর্ধেক চা-চামচ + সুপার ফসফেট অর্ধেক
চা-চামচ + পটাশ (SOP) ১ চা-চামচ = ১৫ দিন অন্তর
ডি.এ.পি (DAP) কিনুন
সুপার ফসফেট কিনুন
পটাশ (SOP) কিনুন
(গ) পটাশ (SOP) ২ চা-চামচ + সুপার ফসফেট ১ চা-চামচ = ১৫ দিন অন্তর অথবা চামড়া সার ১২
ইঞ্চি টব এ ৩ মুঠো ৩০ দিন অন্তর
পটাশ (SOP) কিনুন
সুপার ফসফেট কিনুন
চামড়া সার কিনুন
(ঘ) ১ মুঠো সর্ষে খোল গুঁড়া + ২ চা-চামচ হাড় গুঁড়া ( হাড় গুঁড়া এর পরিবর্তে
১ চা-চামচ সুপার ফসফেট ) + ১ চা-চামচ পটাশ (SOP) = ৩০ দিন অন্তর।
সর্ষে খোল গুঁড়া কিনুন
হাড় গুঁড়া কিনুন
সুপার ফসফেট কিনুন
পটাশ (SOP) কিনুন
বর্ষাকাল এর স্পেশাল সার :
বর্ষাকাল ( জুন এ শেষ থেকে
অক্টোবর এর শুরু পরযন্ত ) : শিং কুচি এক মুঠো + সর্ষে / বাদাম খোল ১ মুঠো =
১০-১২ ইঞ্চি টব এ প্রতি মাস এ একবার + এর সাথে এন.পি.কে(১৩-০০-৪৫)(NPK)
(13-00-45) ১ লিটার জলে ১ গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে ৭ দিন অন্তর
গাছের পাতায় ।
শিং কুচি কিনুন
বাদাম খোল কিনুন
সর্ষে খোল গুঁড়া কিনুন
এন.পি.কে(১৩-০০-৪৫)(NPK) (13-00-45) কিনুন
** বর্ষাকালে বৃষ্টির জল –এ পাতা
হলুদ হয়ে যায়, তবে মাটি শুকিয়ে গেলেও পাতা হলুদ হলে ম্যাগনেসিয়াম সালফেট ( এপসম
সল্ট ) ১ লিটার জলে ১ গ্রাম মিশিয়ে ৭ দিন অন্তর একবার করে মোট ৩ বার গাছের পাতায়
স্প্রে করতে হবে । লৌহ (Fe) যুক্ত মাইক্রোনিউট্রিয়েন্টস বা সুক্ষ পুষ্টি
মৌল ১ লিটার জলে ১/৪ চা-চামচ মিশিয়ে স্প্রে করতে হবে গাছের পাতায় এপসম সল্ট
এর ৩ দিন পর মাসে ২ বার ।
ম্যাগনেসিয়াম সালফেট ( এপসম সল্ট ) কিনুন
** গরমকাল এ এবং অন্যান্য সময়ে মাটি কমে গিয়ে
শিকড় দেখা গেলে ভার্মী কম্পোস্ট এর প্রলেপ দিতে হবে ।
রোগ পোকার ব্যবস্থাপনা : জবা গাছে মিলিবাগ, অ্যাফিডস, যাব পোকা খুব বেশি পরিমাণে আক্রমণ করে। এছাড়া পাতা কুকড়ে যাওয়া রোগ ও হয়।
টাফগর, কনফিডোর, কাকা এবং একতারা এই চারটি ওষুধ প্রতি সপ্তাহে একটি করে স্প্রে করলে ৯৯% ক্ষেত্রে আর পোকার সমস্যা হয় না। এর সাথে মাটিতে পিপড়ে, কেঁচো, কেন্ন, নিমাটোড এর সমস্যা থেকে মুক্তি পেতে প্রতি মাসে ১ চা চামচ ফুরাডন টবের মাটিতে ছড়িয়ে দিতে হবে।
** প্রতি মাসে দুইবার ১৫ দিন অন্তর মীরাকুলান এবং প্রতি মাসে একবার অ্যাগ্রমিন গোল্ড স্প্রে করতে হবে।
Hibiscus (Except Blue Hibiscus)
Soil : Normal soil 2 parts : White sand 1 part: Cocopeat (required) 1 part + Vermicompost or organic fertilizer 1 part
Place where the plant should be kept : It should be kept in full sunlight from 5 days after planting in the tub.
** Spraying water daily is best.
Food management : a, b, c or d – should be applied in rotation.
Special Fertilizers for Monsoon Season :
Rainy season (end of June to beginning of October): 1 handful of Horn meal + 1 handful of mustard/nut shell = 10-12 inch tub once a month + with NPK (13-00-45) Mix 1 gram in 1 liter of water and spray every 7 days on the leaves of the plant.
** Leaves turn yellow in rainwater during monsoon, but if the soil is dry but the leaves turn yellow, mix 1 gram of magnesium sulfate (epsom salt) in 1 liter of water and spray it on the leaves of the plant 3 times once every 7 days. Mix 1/4 teaspoon of micronutrients with iron (Fe) in 1 liter of water and spray Epsom salt on the leaves 2 times a month after 3 days.
** In summer and at other times if the soil subsides and the roots are visible, vermicompost should be applied.
Pest Management : Millibugs, aphids, and beetles attack Hibiscus plants in large numbers. In addition, leaf curling disease also occurs.
If you spray these four pesticides once a week, Tafgor, Confidor, Kaka and Ektara, 99% of the time there will be no more insect problems. Along with this, 1 teaspoon of Furadon should be spread on the soil of the tub every month to get rid of the problems of ants, earthworms, nematodes etc.
**** এই গাছ ,সার এবং কীটনাশক কিনতে চাইলে যোগাযোগ করুন SIMPLE PLANT SOLUTION ৮২৯৬৫৯০৬৬৩ নম্বরে *****
**** Contact SIMPLE PLANT SOLUTION at 8296590663 if you want to buy this plant, fertilizer and pesticide *****
Thanks bhai...but badluck tob e allready jkota korechi cocopit dini .only mati 2 bhag, vermi 1bhag,Bali ak bhag, sathe harguro,nim khol guro,saap,sing kuchi die mati ready kore 1week bad e repotting korechilam.
ReplyDeleteNext repotting e kore neben
Delete