COMPLETE CARE OF PLANTS

WELCOME TO OUR BLOG

January 5, 2023

মিনিএচার গোলাপ এর সম্পুর্ণ পরিচর্যা

মিনিএচার গোলাপ এর মাটি প্রস্তুতি এবং সম্পুর্ণ পরিচর্যা

মাটি :  এই গোলাপ এর উপযুক্ত মাটি হলো ভারী দোয়াঁশ মাটি। এই মাটি প্রস্তুত করতে আমাদের নিতে হবে ২ ভাগ এঁটেল মাটি + ১ ভাগ নদীর সাদা বালি + ১ ভাগ ভার্মি কম্পোস্ট + ১ ভাগ কোকোপিট ( কোকোপিট অবশ্যই নিতে হবে ) । এইভাবে এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে এর সাথে মেশাতে হবে ১ মুঠো খড়িমাটি + ১ টেবিল চামচ সিঙ্গেল সুপার ফসফেট + ১ চা চামচ হাড় গুঁড়ো
আলোর ব্যবস্থাপনা : এই গাছ অবশ্যই সরাসরি সূর্যের আলোতে সবচেয়ে ভালো ফুল দেয়, কিন্তু সেই সাথে এই গোলাপ সেমি শেড এও খুব ভালো ভাবে ফুল দেয়। তাই, যারা ব্যালকনিতে গোলাপ গাছ করতে চান, কিন্তু আলোর অভাবে এই সখ পূরণ করতে পারেন না, সেই সকল মানুষ এই গোলাপ করতে পারেন।
 জলের ব্যবস্থাপনা : এই গাছ এর মাটি যেনো শুকিয়ে না যায় সেদিকে নজর রাখতে হবে। এই গাছ সবসময় মাটি ভেজা ভেজা ভাব ( moist) পছন্দ করে।

সার এর ব্যবস্থাপনা : প্রতিস্থাপন এর ১৫-২০ দিন পরে ডি.এ.পি. ২ চা চামচ + ১ মুঠো সর্ষে খোল গুড়ো দিতে হবে এবং এই একই খাবার আবার ৩০ দিন পর দিতে হবে, অর্থাৎ প্রথম দুবার এই খবর দিতে হবে। এর পর থেকে মাস অনুযায়ী খাবার এর ব্যবস্থাপনা করতে হবে, যা আমার পরবর্তী ব্লগ এ আলোচনা করা হবে।
প্রতিবার খাবার দেওয়ার সময়ে চক্রখাল ( অর্থাৎ টব এর কিনারা বরাবর অনেকটা মাটি তুলে খাবার দিয়ে সেই মাটি চাপান দিতে হবে) করে খাবার দিতে হবে ।
খাবার দেওয়ার আগের দিন গাছ এর মাটি ভিজিয়ে রাখতে হবে, খাবার দিয়ে ভরপুর জল দিয়ে এবং তারপর পরপর ৩ দিন অবশ্যই ভরপুর জল দিতে হবে। 

*** এই গাছ এ গরম এর সময় মাটি মালচিং করতে হবে ভার্মি কম্পোস্ট দিয়ে। 

**** এই গাছ ,সার এবং কীটনাশক কিনতে চাইলে যোগাযোগ করুন SIMPLE PLANT SOLUTION ৮২৯৬৫৯০৬৬৩ নম্বরে *****


0 comments:

Post a Comment