সাদা গাঁদা গাছের সম্পূর্ণ পরিচর্যা

সাদা গাঁদা ফুল গাছের সম্পূর্ণ পরিচর্যা


বিগত কয়েক বছর ধরে এই সাদা গাঁদা আমাদের এখানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই গাঁদা এর পরিচর্যা সাধারণ অন্যান্য গাঁদার তুলনায় কিছুটা আলাদা। আজ আলোচনা করা হবে এই সাদা গাঁদা ফুল গাছ এর সম্পূর্ণ পরিচর্যা।

টব নির্বাচন : প্রথমেই আমরা জেনে নেব কত সাইজের টবে এই গাছ করা উচিত। প্রথমে ছোটো গাছ আমরা কিনে এনে ৪ ইঞ্চি টবে প্রতিস্থাপন করবো এবং গাছ একটু বড়ো হলে ৬ ইঞ্চি এবং শেষে ৮ ইঞ্চি টবে প্রতিস্থাপন করবো।

মাটি : এই গাঁদা অন্যান্য গাঁদা র  মত হালকা মাটি পছন্দ করে না। এই গাছের প্রয়োজন ভারী মাটি। তাই আমরা নিয়ে নেব  ২ ভাগ সাধারণ বাগানের মাটি + ১ ভাগ নদীর সাদা বালি + ১ ভাগ ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা পাতা পঁচা সার । এগুলো ভালো করে মিশিয়ে এই মাটির মিশ্রণে আমরা সাদা গাঁদা প্রতিস্থাপন করবো।

সূর্যালোকের প্রয়োজনীয়তা : অন্যান্য গাঁদা গাছ হালকা ছায়াতে অল্প বিস্তর করা গেলেও এই সাদা গাঁদা কোনোভাবেই ছায়াতে করা যাবে না। সকাল থেকে বিকেল পর্যন্ত সম্পূর্ণ সূর্যের আলো এই গাছে একান্ত প্রয়োজন।

জল এর ব্যবস্থাপনা : অন্যান্য গাঁদা গাছ এর মতই এই গাছেও মাটি একেবারে শুকিয়ে গেলে ভরপুর জল দিতে হবে।

খাবার এর ব্যবস্থাপনা : ১০ দিন অন্তর সর্ষে খোল জল + এন পি কে ১৯-১৯-১৯ স্প্রে সপ্তাহে একবার + মাইক্রোনিউট্রিএন্টস মাসে দুবার স্প্রে + এপ্সম সল্ট সপ্তাহে একবার স্প্রে করতে হবে।

রোগ - পোকা কাকা, থিটা,  কনফিডর এবং  সুপার সোনাটা প্রতি সপ্তাহে যেকোনো একটা ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করে গেলে ৯০ শতাংশ ক্ষেত্রে কোনো পোকার আক্রমণ হয় না।

এই ভাবে স্টেপ ফলো করলে শীতকালে এই গাছে ফুলে ভরে যাবে।

**** এই গাছ ,সার এবং কীটনাশক কিনতে চাইলে যোগাযোগ করুন SIMPLE PLANT SOLUTION ৮২৯৬৫৯০৬৬৩ নম্বরে *****





Comments