Adenium ( DESERT ROSE ) অ্যাডেনিয়াম ( মরু গোলাপ ) এর সম্পূর্ণ পরিচর্যা
অ্যাডেনিয়াম এর মাটি প্রস্তুতি :
- ( ১ নম্বর পদ্ধতি ) ১ ভাগ সাধারণ বাগানের মাটি + ১ ভাগ নদীর সাদা বালি + ১ ভাগ হলুদ বালি ( চেলে নিতে হবে ) + ১/২ ভাগ ভার্মি কম্পোস্ট + ১ ভাগ কাঠ কয়লা ( গোটা গোটা কিনে সেটাকে ভেঙে নিতে হবে --- এই উপাদানগুলো ভালো করে মিশিয়ে চালুনি দিয়ে চেলে নিয়ে ( কাঠকয়লা মেশানোর আগে চেলে তারপর কাঠকয়লা মিশিয়ে নিতে হবে ) এই সম্পূর্ণ মিশ্রণ এর সাথে প্রতি ১০ ইঞ্চি টবের জন্যে এক মুঠো হাড় গুঁড়ো + ১ মুঠো নিম খোল + ১ টেবিল চামচ ফাঙ্গীসাইড মিশিয়ে নিতে হবে ।
ভার্মি কিনতে এই লিংকে ক্লিক করুন : ভার্মি কিনুন
কাঠ কয়লা কিনতে এই লিংকে ক্লিক করুন : https://wa.me/c/918296590663
হাড় গুঁড়ো কিনতে এই লিংকে ক্লিক করুন : হাড় গুঁড়ো / Steamed Bone Meal
নিম খোল কিনতে এই লিংকে ক্লিক করুন : নিম খোল
- ( ২ নম্বর পদ্ধতি ) সাদা বালি ৪০ শতাংশ + কোকোপিট ২০ শতাংশ + নুরি পাথর ২০ শতাংশ + হাড় গুঁড়ো ৫ শতাংশ + ভার্মি কম্পোস্ট ১৫ শতাংশ + ১ টেবিল চামচ ফাঙ্গীসাইড
কোকোপিট কিনতে এই লিংকে ক্লিক করুন : কোকোপিট কিনুন
হাড় গুঁড়ো কিনতে এই লিংকে ক্লিক করুন : হাড় গুঁড়ো / Steamed Bone Meal
ভার্মি কিনতে এই লিংকে ক্লিক করুন : ভার্মি কিনুন
টব নির্বাচন : ছোটো চারাগাছের ক্ষেত্রে প্রথম ১ বছর ৪ ইঞ্চি টবের তলায় বড়ো ছিদ্র করে প্রতিস্থাপন করতে হবে এবং মাসে এক থেকে দুবার জল দিতে হবে ।
বড়ো গাছের ক্ষেত্রে ছড়ানো বনসাই টব ব্যবহার করতে হবে।
গাছ প্রতিস্থাপন পদ্ধতি : টবের ছিদ্রে একটি খোলাম কুচি দিয়ে তার ওপরে মাটি দিতে হবে। এক্ষেত্রে অন্যান্য টবের মত খোলাম কুচির ওপরে বালি অথবা নুরি পাথর দেওয়ার প্রয়োজন নেই। গাছ প্রতিস্থাপন এর আগে গাছের গোড়ায় ফাঙ্গীসাইড লাগিয়ে দিতে হবে।
প্রথম বছর কোনো শিকড় কাটাই এর প্রয়োজন নেই। গাছের কডেক্স টা একটু মাটির ওপরে বের করে প্রতিস্থাপন করতে হবে।
অ্যাডেনিয়াম এর কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা :
- (১) কডেক্স এর চারিদিকের মাটি জল কমের জন্যে কিছু ক্ষেত্রে ফাঁকা হয়ে যায়, এইরকম পরিস্থিতিতে ওই ফাঁকা জায়গায় ফাঙ্গীসাইড দিয়ে হালকা জল স্প্রে করে ফাঙ্গীসাইডটা লেপ্টে দিতে হবে ।
- (২) অনেক কারণবশতঃ কডেক্স নরম হতে পারে। সেই সময় ফাঙ্গীসাইড নিয়ে তাতে হালকা জল মিশিয়ে পেস্ট এর মত করে ওই নরম অংশ প্রলেপ দিয়ে দিতে হবে। ( সব ক্ষেত্রে গাছ মাটি থেকে তুলে ফেলার দরকার নেই )
- (৩) নিয়মিত মাটিতে জল দিলেও ছোটো চারার কডেক্স অনেক সময় নরম হয়ে যায়, এক্ষেত্রে প্রতিদিন জল স্প্রে করে দিলে এই সমস্যা দেখা দেবে না।
- (৪) কডেক্স পচে গেলে সেই পঁচা জায়গা কেটে সেখানে ফাঙ্গীসাইড এর প্রলেপ দিয়ে আবার পটিং করে দিতে হবে।
- (৫) এই গাছ সরাসরি সূর্যের আলোতে রাখতে হবে।
- (৬) বৃষ্টির জল স্প্রে করা যাবে, কিন্তু লক্ষ রাখতে হবে মাটিতে যেনো কোনোভাবে জল না জমে।
- (৭) প্রতি সপ্তাহে ফাঙ্গীসাইড ১ লিটার জলে ১ গ্রাম মিশিয়ে গাছে স্প্রে করতে হবে। ফুল বা কুঁড়ি থাকাকালীন গাছের গায়ে স্প্রে না করে মাটি তে পি জল দিতে হবে।
অ্যাডেনিয়াম এর খাবারের ব্যবস্থাপনা :
- একদম ছোটো চারা থাকাকালীন ( যখন ৪-৫ টি পাতা থাকে শুধুমাত্র) তখন মাস এ একবার ১-২ চা চামচ কম্পোস্ট ছড়িয়ে দিতে হবে।
- গাছের বয়স ৬-৭ মাস : ১ চা চামচ সরষে খোল গুঁড়ো + ১ চা চামচ হাড় গুঁড়ো + ১ চা চামচ কম্পোস্ট মিশিয়ে এই মিশ্রণ থেকে ১ চা চামচ টবের মাটিতে ছড়িয়ে দিতে হবে প্রতি মাসে একবার।
হাড় গুঁড়ো কিনতে এই লিংকে ক্লিক করুন : হাড় গুঁড়ো / Steamed Bone Meal
কম্পোস্ট কিনতে এই লিংকে ক্লিক করুন : ভার্মি কিনুন
- গাছের বয়স ৯-১০ মাস : প্রতি ৩ মাস অন্তর অল্প করে সর্ষে খোল গুড়ো + হাড় গুঁড়ো + সাদা পটাশ ( SOP ) + মাইক্রোনিউট্রিএন্টস এর দানা + ফাঙ্গীসাইড মিশিয়ে গাছ এর টবের মাটিতে ছড়িয়ে দিতে হবে, এবং এই সার দেওয়ার পরের মাসে ২ চা চামচ কম্পোস্ট ছড়িয়ে দিতে হবে।
SOP কিনতে এই লিংকে ক্লিক করুন : SOP
মাইক্রোনিউট্রিএন্টস এর দানা কিনতে এই লিংকে ক্লিক করুন : মাইক্রোনিউট্রিএন্টস এর দানা
সরষে খোল গুঁড়ো কিনতে এই লিংকে ক্লিক করুন : সরষে খোল গুঁড়ো
হাড় গুঁড়ো কিনতে এই লিংকে ক্লিক করুন : হাড় গুঁড়ো / Steamed Bone Meal
কম্পোস্ট কিনতে এই লিংকে ক্লিক করুন : ভার্মি কিনুন
- গাছে কুড়ি এসে গেলে অল্প হাড় গুঁড়ো + সাদা পটাশ ( SOP ) দিতে হবে ( এই সময় নাইট্রোজেন সার দেওয়া যাবে না ) ।
** গাছে কুড়ি এসে গেলে গাছের গায়ে জল স্প্রে করা যাবে না, কুড়িতে জল লাগল কালো হয়ে ঝরে পড়বে।
ড্রেনেজ ব্যবস্থা ঠিক থাকলে সারা বছর গাছকে সরাসরি সূর্যের আলোতে রাখুন। বর্ষাকালে এই গাছের কডেক্স সবথেকে ভালো হয় এবং মোটা হয়।
শীতকালে এই গাছের সমস্ত পাতা ঝরে যায়, এবং গ্রীষ্মের শুরুতে আবার নতুন পাতা গজায়। এতে ভয়ের কিছু নেই। শীতকালে গাছকে কোনো শেড এর নিচে রাখতে পারেন।
গাছের শাখা প্রশাখা বাড়াতে গাছের কাটাই ছাঁটাই করতে হবে। বর্ষাকাল এবং শীতকাল ছাড়া যেকোনো সময় এই কাটাই ছাঁটাই করা যেতে পারে। কাটাই ছাঁটাই এর পর কাটা অংশে ফাঙ্গীসাইড এর প্রলেপ দিয়ে দিতে হবে।
0 comments:
Post a Comment