এই গাছ গরম এবং বর্ষায় প্রচুর ফুল দিয়ে থাকে। এই গাছ লতানো হয়, কিন্তু কাটাই ছাঁটাই করে ঝোপালো করেও রাখা যায়।
এই গাছ এর জন্যে ৮ ইঞ্চি থেকে ১২ ইঞ্চি টব নির্বাচন করাই শ্রেয়।
মাটি : ৩০% বাগানের মাটি( ভালো করে গুঁড়ো করে চেলে নেবেন ) + ৩০% সাদা বালি + ২০% ভার্মি কম্পোস্ট অথবা ১ বছরের পুরনো গোবর সার বা পাতা পচা সার + ২০% কোকোপিট
মিশিয়ে মাটি তৈরি করবেন।
আলো : সম্পূর্ন সূর্যালোক অথবা হালকা ছায়া যেখানে সকাল এর রোদ এসে দুই স্থানেই ভালো হয়।
জল : নিয়মিত জল দিতে হবে যাতে মাটি ভিজে থাকে। তবে কাঁদা যেনো না হয়।
সার : ক অথবা খ অথবা গ সার প্রয়োগ করতে হবে ঘুরিয়ে ফিরিয়ে
(ক) সর্ষে খোল পচা জল ২০ দিন অন্তর
(খ) NPK ১৯-১৯-১৯ বা ২০-২০-২০ দিতে হবে ১ টেবিল চামচ ১৫ দিন অন্তর
(গ) ১ চা চামচ সরষে খোল গুড়ো + ১ চা চামচ হার গুড়ো + ১ চা চামচ SOP (সাদা পটাশ) দিতে হবে মাস এ একবার মাটিতে ছড়িয়ে এবং এর সাথে NPK ১৯-১৯-১৯ বা ২০-২০-২০ স্প্রে করতে হবে ১ লিটার জল এ ১ গ্রাম নিয়ে,। মাস এ একবার
** ফুল এর সময় : মার্চ মাস এর ১০-১৫ তারিখ থেকে অক্টোবর এর ২০-২৫ তারিখ পর্যন্ত। এর পর এই গাছ শিতঘুম এ চলে যায়।
** ফেব্রুয়ারি ২৫ থেকে মার্চ মাস এর ১০ তারিখ এর মধ্যে কাটাই ছাঁটাই করে ফেলতে হবে।
** নিয়মিত রোগোর বা টাফগর স্প্রে করতে হবে ১০ দিন অন্তর
** ১০-১৫ দিন অন্তর সাফ বা যেকোনো ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে।
** মাস এ একবার মাটিতে থাইমেট বা ফুরাদন দিতে হবে যাতে মাটিতে কোনো পোকা পিপড়ে কেন্ন কেঁচো না হয়।
** মাস এ দুবার ভিটামিন এবং মাইক্রোনিউট্রিএন্ট স্প্রে করতে হবে।
**** এই গাছ ,সার এবং কীটনাশক কিনতে চাইলে যোগাযোগ করুন SIMPLE PLANT SOLUTION ৮২৯৬৫৯০৬৬৩ নম্বরে *****
0 comments:
Post a Comment