COMPLETE CARE OF PLANTS

WELCOME TO OUR BLOG

April 13, 2022

BLEEDING HEART ব্লিডিং হার্ট

BLEEDING HEART  গাছ এর সম্পূর্ন পরিচর্যা 
এই গাছ গরম এবং বর্ষায় প্রচুর ফুল দিয়ে থাকে। এই গাছ লতানো হয়, কিন্তু কাটাই ছাঁটাই করে ঝোপালো করেও রাখা যায়।
এই গাছ এর জন্যে ৮ ইঞ্চি থেকে ১২ ইঞ্চি টব নির্বাচন করাই শ্রেয়।

মাটি : ৩০% বাগানের মাটি( ভালো করে গুঁড়ো করে চেলে নেবেন ) + ৩০% সাদা বালি + ২০% ভার্মি কম্পোস্ট অথবা ১ বছরের পুরনো গোবর সার বা পাতা পচা সার + ২০% কোকোপিট 
মিশিয়ে মাটি তৈরি করবেন। 

আলো : সম্পূর্ন সূর্যালোক অথবা হালকা ছায়া যেখানে সকাল এর রোদ এসে দুই স্থানেই ভালো হয়। 

জল : নিয়মিত জল দিতে হবে যাতে মাটি ভিজে থাকে। তবে কাঁদা যেনো না হয়।

সার : ক অথবা খ অথবা গ সার প্রয়োগ করতে হবে ঘুরিয়ে ফিরিয়ে 
(ক) সর্ষে খোল পচা জল ২০ দিন অন্তর
(খ) NPK ১৯-১৯-১৯ বা ২০-২০-২০ দিতে হবে ১ টেবিল চামচ ১৫ দিন অন্তর
(গ) ১ চা চামচ সরষে খোল গুড়ো + ১ চা চামচ হার গুড়ো + ১ চা চামচ SOP (সাদা পটাশ) দিতে হবে মাস এ একবার মাটিতে ছড়িয়ে এবং এর সাথে NPK ১৯-১৯-১৯ বা ২০-২০-২০ স্প্রে করতে হবে ১ লিটার জল এ ১ গ্রাম নিয়ে,। মাস এ একবার

** ফুল এর সময় : মার্চ মাস এর ১০-১৫ তারিখ থেকে অক্টোবর এর ২০-২৫ তারিখ পর্যন্ত। এর পর এই গাছ শিতঘুম এ চলে যায়।
** ফেব্রুয়ারি ২৫ থেকে মার্চ মাস এর ১০ তারিখ এর মধ্যে কাটাই ছাঁটাই করে ফেলতে হবে। 
** নিয়মিত রোগোর বা টাফগর স্প্রে করতে হবে ১০ দিন অন্তর
** ১০-১৫ দিন অন্তর সাফ বা যেকোনো ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে।
** মাস এ একবার মাটিতে থাইমেট বা ফুরাদন দিতে হবে যাতে মাটিতে কোনো পোকা পিপড়ে কেন্ন কেঁচো না হয়।
** মাস এ দুবার ভিটামিন এবং মাইক্রোনিউট্রিএন্ট স্প্রে করতে হবে।


**** এই গাছ ,সার এবং কীটনাশক কিনতে চাইলে যোগাযোগ করুন SIMPLE PLANT SOLUTION ৮২৯৬৫৯০৬৬৩ নম্বরে *****




0 comments:

Post a Comment