COMPLETE CARE OF PLANTS

WELCOME TO OUR BLOG

April 2, 2022

টব প্রস্তুতি Tub preparation

 টব প্রস্তুতি



ক) টব নিতে হবে গাছ এর আকার অনুযায়ী । ফুল গাছ এর ক্ষেত্রে ৮-১০-১২ ইঞ্চি এবং ফল সবজি গাছ এর ক্ষেত্রে ১২ ইঞ্চি এবং তার থেকে বড় টব বাঞ্ছনীয় ।

খ) সবথেকে ভাল টব হল মাটির টব। ফুল গাছ এর ক্ষেত্রে কোনমতেই প্লাস্টিক এর টব ব্যাবহার করা উচিত নয় ।

গ) টব বাছাই করার সময় দেখে নিতে হবে টব এর তলায় ছিদ্র কটি আছে। কমপক্ষে ২-৩ ছিদ্র যুক্ত টব কেনাই শ্রেয় ।

ঘ) মাটির টবে কোনো রঙ করা উচিত নয়, তাতে টব এর গায়ে বায়ু চলাচলের ছিদ্রগুলি ঢাকা পরে গাছ এর ক্ষতি হয় ।

ঙ) গাছ লাগানোর পূর্বে টব তা ভাল করে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিতে হবে।

Ø টব এর ছিদ্র গুলি টব ভাঙা ঢেউ খেলানো খোলাম কুচি দিয়ে চাপা দিয়ে দিএ হবে ।

Ø এরপর সামান্য নুরি-পাথর দিয়ে আস্তরণ তইরি করতে হবে।

Ø নুরি-পাথর এর আস্তরণ এর ওপর হলুদ বালি দিয়ে আস্তরণ করতে হবে।

Ø এর পর অল্প জল দিতে হবে জাতে বালি কণাগুলি নুরি পাথর এ বসে যেতে পারে ।

এইভাবে ওপরের ধাপগুলি অনুসরণ করে টব প্রস্তুত করতে হবে ।


Tub preparation

A) The tub should be taken according to the size of the tree. 8-10-12 inch tubs for flower plants and 12 inches and larger tubs for fruit and vegetable plants are recommended.

b) The best tub is an earthen tub. Plastic tubs should not be used for flowers.

c) While selecting the tub, check that there are holes in the bottom of the tub. It is better to buy a tub with at least 2-3 holes.

d) No paint should be applied to earthen tubs, as it covers the ventilation holes on the tub and damages the plants.

e) The tub should be thoroughly cleaned and dried before planting.

Ø The holes of the tub shall be drilled by pressing the tub with a corrugated opener.

Ø Then the lining should be made with a little nuri-stone.

Ø Nuri-stone lining should be covered with yellow sand.

Ø After this little water should be given so that the sand particles can settle on the nuri stone.

Thus the tub should be prepared by following the above steps.


****  টব কিনতে চাইলে যোগাযোগ করুন SIMPLE PLANT SOLUTION ৮২৯৬৫৯০৬৬৩ নম্বরে *****

**** If you want to buy a tub, contact SIMPLE PLANT SOLUTION at 8296590663 *****

0 comments:

Post a Comment