COMPLETE CARE OF PLANTS

WELCOME TO OUR BLOG

April 16, 2022

রজনীগন্ধা ফুল গাছের সম্পূর্ণ পরিচর্যা

রজনীগন্ধা(TUBE ROSE)_গাছের_সম্পূর্ণ_পরিচর্যা :
❃❃ রজনীগন্ধা ফুলের পরিচিতি :
• ফুলের নামঃ  রজনীগন্ধা
• ইংরাজি নাম: Tube rose
• বৈজ্ঞানিক নামঃ Polianthyes tuberosa

💐 রজনীগন্ধা- এর শ্রেণী বা জাত :
রজনীগন্ধার কয়েকটি জাত বা শ্রেণী বর্তমান। যেমন-
• সিঙ্গল। এই রজনীগন্ধা ফুলের পাঁপড়ি একটি সারিতে থাকে।  
• সেমি-ডবল। এই রজনীগন্ধা জাতের ফুলের পাঁপড়ি দুই বা তিন সারিতে থাকে।
• ডবল। এই রজনীগন্ধা ফুলের তিন-এর অধিক পাঁপড়ির সারি থাকে।
• ভ্যারিগেটেড জাত। এই রজনীগন্ধা ফুলের পাতায় হলুদাভ রেখা দেখা যায় ৷

❋   চারা লাগানোর সময় :
জমি তে চারা লাগাতে হলে মার্চ মাস এর মাঝামাঝি থেকে এপ্রিল মাস এর মাঝামাঝি পর্যন্ত লাগাতে হয় ।
টব এ চারা প্রতিস্থাপন জুন মাস এর শেষ থেকে জুলাই মাস এর প্রথম দিক এর মধ্যে এই গাছ এর চারা লাগাতে হবে ।
🌸  পুষ্প বিকাশের সময় :
আগস্ট মাস থেকে অক্টোবর মাস ।

🌻  টব নির্বাচন : যেহেতু রজনীগন্ধা বাল্ব ছড়াতে চায় তাই এক্ষেত্রে ছরানো ১০ বা ১২ ইঞ্চি র টব শ্রেয় যাতে ৫-৬ তা ছিদ্র করে নিলে ভালো হয়।

**এই গাছ খুব নরম হয়, তাই আপনাকে কিছু জিনিস জোগাড় করে রাখতে হবে আগে ভাগে। প্লাস্টিকের পাইপ, পাট কাঠি,কঞ্চি,শক্ত লাঠি এইসব উপকরণ লাগবে। এগুলি দিয়ে গাছগুলিকে ঠেকনা দিয়ে রাখা যায়।

💢 টব এর মাটি প্রস্তুতি
নদীর সাদা বালি মাটি ১ ভাগ
এঁটেল মাটি (garden soil) ১ ভাগ
কোকোপিট অর্ধেক (১/২) ভাগ
কেঁচো সার অর্ধেক (১/২) ভাগ ( পরিবর্তে ১ বছর এর পুরান গোবর সার বা পাতা পচা সার )

👉 টব প্রস্তুতি : টব এর ছিদ্র গুলি ঢেউ খেলানো খোলাম কুচি দিয়ে ঢেকে দিয়ে তার ওপর পাথর কুচি ( stone cheap ) দিয়ে সেই পাথর কুচির ওপর হলুদ বালি দিয়ে টব এর জলনিকাশই ব্যাবস্থা ভালো করতে হবে । 
তারপর চেপে চেপে মাটি দিয়ে গাছ বসিয়ে গাছ এর চারপাশ দিয়ে আস্তে আস্তে চেপে মাটি দিয়ে ভরাট করতে হবে। গাছ লাগানোর আগে গাছ এর অতিরিক্ত পাতা গুলি কেতে ফেলতে হবে। গাছ লাগানো হয়ে গেলে টব এর মাটি তে জল দিয়ে দিতে হবে ।
🌞  গাছ রাখার আদর্শ স্থান : রজনীগন্ধা গাছের চাষের জন্য উষ্ণ ও আর্দ্র আবহাওয়া প্রয়োজন। মাটি যাতে বেশী ভিজে কাদা কাদা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কাদা হলে গাছ বাঁচানো যাবে না। নিকাশি ব্যবস্থা ঠিক রাখতে হবে যাতে গাছের গোড়ায় জল না জমে।
 ৬-৭ ঘণ্টা অবশ্যই সূর্যের আলোর মধ্যে টবটিকে রাখতে হবে। তবে হ্যাঁ একটি কথা মাথায় রাখতে হবে, অতিরিক্ত রোদে গাছটিকে রাখলে গাছটির সবুজ ভাবটি নষ্ট হয়ে গাছটি লাল হয়ে যাবে এবং গাছটি শুকিয়ে মরে যেতেও পারে ।

​​🥀​🌧️​🌹​​ জল এর চাহিদা : এই গাছ মাটি সবসময় ভিজে ভাব পছন্দ করে (MOISTURE)

​🌺​🦋​ সার এর ব্যাবস্থাপনা : গাছ লাগানোর ২০ দিন পর থেকে জুলাই এর ১৫ তারিখ পর্যন্ত ১/২ চা-চামচ করে NPK ( এন-পি-কে ) 20:20:20 গাছ এর মাটি তে ছরিয়ে দিতে হবে ১৫ দিন অন্তর। জুলাই মাস এর ১৫ তারিখ এর পর থেকে পটাশ (SOP) প্রতি ১৫ দিন অন্তর ১০-১২ ইঞ্চি টব এর ক্ষেত্রে ১ চা-চামচ ছরিয়ে দিতে হবে ।

🐞🐌 রোগ – পোকা এর ব্যাবস্থাপনা :
রোগ : ধ্বসা রোগ : রজনীগন্ধা গাছের ক্ষেত্রে ধ্বসা রোগের আক্রমনের সম্মুখীন হতে হয়। এর ফলে গাছের শিকরে পচন ধরে। গাছের পাতা খসে যায়। ফুলের মঞ্জরীগুলো ঢলে পড়ে। এক্ষেত্রে আক্রান্ত গাছগুলো তুলে ফেলতে হবে। গাছের গোড়ার মাটিতে নির্দিষ্ট জলে ব্যাভিস্টিন মিশিয়ে দিতে হবে। রোগাক্রান্ত গাছে ১৫-১৮ দিন পরপর ৩ বার এই মিশ্রণ প্রয়োগ করতে হবে।
পোকা : মিলিবাগ এবং এফিডস ( Aphids ) পোকার আক্রমণ দেখা দিলে মনোক্রোটোফস্‌ ( Monocrotophos ) কীটনাশক  ১ লিটার জল-এ ৩০ ফোঁটা (১.৫ মিলি) নিয়ে ভালো করে মিশিয়ে স্প্রে করতে হবে ১০ দিন অন্তর মাস এ ৩ বার ।
ফুল অর্ধেক ফোটা : সাধারণত নাইট্রোজেন-এর অভাবে এই সমস্যা হয়ে থাকে ।এক্ষেত্রে ১ লিটার জল এ ৫ গ্রাম ইউরিয়া মিশিয়ে ১০ ইঞ্চি টব এ ১ কাপ এবং ১২ ইঞ্চি টব এ ১.৫ কাপ প্রত্যেক সপ্তাহে চারিদিকে ছরিয়ে দিতে হবে ( শুধুমাত্র এই সমস্যা হলেই )

​🌼​🌻​🌷​ বেশী ফুল পেতে হলে : এই গাছ এর প্রথম ফুল ফুটে যাওয়ার পর কন্দটি ধীরে ধীরে মারা যায় এবং সেই কন্দ-এর পাশ থেকে আরো ছোটো ছোটো কন্দ তৈরি হয় যাদের সুগঠিত করতে যে খাবার দিতে হয় তা হল : প্রথম ফুল মারা যাওয়ার ৭ দিন পর অষ্টম দিন-এ ১০-১২ ইঞ্চি টব এর ক্ষেত্রে ১ চা-চামচ ইউরিয়া এবং এর পরবর্তী ৭ দিন এর মাথায় ১/২ চা-চামচ ইউরিয়া, ১/২ চা-চামচ ফসফেট, ১/২ চা-চামচ  পটাশ (SOP) ভালো করে মিশিয়ে টব এর মাটি তে ছরিয়ে দিতে হবে এবং এই সার পুনরায় ৩০ দিন এর মাথায় প্রয়োগ করতে হবে ।


**** এই গাছ এর বাল্ব  ,সার এবং কীটনাশক কিনতে চাইলে যোগাযোগ করুন SIMPLE PLANT SOLUTION ৮২৯৬৫৯০৬৬৩ নম্বরে *****



Related Posts:

  • Nandini Flower Plant নন্দিনী ফুল গাছনন্দিনী ফুল গাছের সম্পূর্ণ পরিচর্যা  মাটি : এই গাছ গোড়ায় জল জমা একেবারে পছন্দ করেনা। তাই এই গাছের জন্য উচ্চ জলনিকাশি ব্যবস্থাযুক্ত মাটির প্রয়োজন।** এই গাছের গোড়ায় ২ দিন এর মত জল জমে থাকলে এই গাছ মারা… Read More
  • জবা র সম্পূর্ন পরিচর্যা Complete care of HIBISCUS জবা (নীল জবা বাদে )মাটি : নরমাল মাটি ২ ভাগ : সাদা বালি ১ ভাগ : কোকোপিট (আবশ্যক) ১ ভাগ + ভার্মি কম্পোস্ট বা জৈব সার ১ ভাগভার্মি কম্পোস্ট কিনুনকোকোপিট কিনুনকোন জায়গায় গাছ রাখা উচিত : টবে বসানোর ৫ দিন পর থ… Read More
  • ASIAN PIGEONWINGS অপরাজিতা ফুলASIAN PIGEONWINGS অপরাজিতা ফুল এর সম্পূর্ন পরিচর্যা  ইংরেজিতে Asian pigeonwings, bluebellvine, blue pea, butterfly pea, cordofan pea এবং Darwin pea বলে। ফুলটি গাঢ় নীল রঙের, কিন্তু নিচের দিকটা… Read More
  • গন্ধরাজ ফুলগন্ধরাজ ফুল গাছের সম্পূর্ণ পরিচর্যা :  বৈজ্ঞানিক সম্মত নাম : Gradenia Jasminoidesবাংলাদেশ এবং ভারতবর্ষের খুবই জনপ্রিয় এই গন্ধরাজ ফুল।বাড়িতে টবে খুব সুন্দর ভাবে এই গাছ করা যায়। গ্রীষ্মকালীন এই গাছ খুবই … Read More
  • বেলী গাছ Arabian jasmine বেলী গাছ ক অথবা খ অথবা গ – এর যেকোনো একটি অথবা ঘুরিয়ে ফিরিয়ে প্রয়োগ করতে হবে । ১০-১২ ইঞ্চি টব এর জন্য প্রয়োজনীয় পরিমাণ দেওয়া হল । (ক) দুই চা-চামচ সর্ষে খোল গুঁড়া + এক চা-চামচ হাড় গুঁড়া + এক চা-চামচ শিং চাছা + এক … Read More

0 comments:

Post a Comment