COMPLETE CARE OF PLANTS

WELCOME TO OUR BLOG

April 20, 2022

নয়নতারা

VINCA বা নয়নতারা (একবর্ষজীবি গাছ, কিন্তু এর জীবনচক্র আটকানো সম্ভব)
এই ফুল সাধারণত গ্রীষ্মের ফুল।
এই গাছ এর সুন্দর ফুল ছাড়াও একটি বিশেষ গুণ আছে, এই গাছ একরকম ঔষধি গাছ। যাদের ডায়াবেটিস আছে তারা প্রতিদিন সকাল এ এই গাছ এর থেকে দুটো পাতা খালি পেটে চিবালে ডায়াবেটিস কমে যায় এবং এর থেকে ক্যানসার এর ওষুধ তৈরি র চেষ্টা চলছে।
এই ভিনকা বিভিন্ন রং এর হয়। এই Vinca বা নয়নতারা দেশি এবং বিদেশি প্রজাতির হয়। বিদেশি নয়নতারা খুব একটা কষ্টসহিষ্ণু গাছ নয়, সুখি গাছ। তাই এই বিদেশি গাছ এর পরিচর্যা একটু অন্যরকম । আজ সেই নিয়েই আলোচনা করা যাক।

মাটি : বাগানের মাটি ২ ভাগ + ১ ভাগ ভার্মি কম্পোস্ট + ১ ভাগ কোকোপিট > এর সাথে ৬-৭-৮ ইঞ্চি টব এর জন্য ১/২ চা চামচ এবং ১০-১২ ইঞ্চি টব এর জন্যে ১ চা চামচ ফসফেট মেশাতে হবে। 

জল : আদ্রতা বজায় রাখতে হবে তবে খুব বেশি জল ও সহ্য করতে পারে না।

রোদ :  দেশী - সরাসরি সূর্যালোক
           বিদেশি - ছায়াযুক্ত স্থান ( semi shade )

সার : সার দেওয়ার আগের আগের দিন মাটি ভালো করে ভিজিয়ে নিতে হবে অর্থাৎ আজ জল দিলে পরশু সার দিতে হবে। 
 ১/২ চা-চামচ ডি এ পি ( DAP ) + ১/২ চা-চামচ  এন পি কে ২০-২০-২০ ( NPK 20-20-20)  + ১ চা-চামচ সাদা পটাশ ( SOP ) মাসে একবার।

** বেশি ফুল নিতে চাইলে পিঞ্চিং করতে হবে।
** (বিদেশি) বৃষ্টির জল সহ্য করতে পারে না
জীবনচক্র আটকাতে : জুন-জুলাই মাস নাগাদ ডাল-এ ফলের নীচ থেকে ডালটা কেটে ফেলতে হবে, কাটা জায়গায় saaf (or any fungicide) লাগাতে হবে
এই কাটাই এর পর এই সময় অর্থাৎ জুন জুলাই মাস এর সার : 
১/২ চা-চামচ রক্তসার + ১/২ চা-চামচ শিংকুচি+ ১/২ চা-চামচ নিমখোল + ১/২ চা-চামচ বাদামখোল + ১/২ চা-চামচ NPK 20-20-20 +  ১/২  চা-চামচ সাদা পটাশ ( SOP) 
এই সম্পূর্ণ মিশ্রন থেকে ২ চা-চামচ ৬ ইঞ্চি এবং ৩ চামচ ৮-১০ ইঞ্চি টব এর ক্ষেত্রে মাটি খুঁচিয়ে ছড়িয়ে দিতে হবে ।

ওষুধ প্রয়োগ : 
> ১৫ দিন অন্তর রগর বা টাফগর ( ROGOR/ Tafgor ) স্প্রে করতে হবে ৩০ ফোঁটা ১ লিটার জল এ
> রগড় বা টাফগর দেওয়ার ২ দিন পর যেকোনো ফাঙ্গীসাইড স্প্রে করতে হবে ১ গ্রাম ১ লিটার জল এ দিয়ে। 

**** এই গাছ ,সার এবং কীটনাশক কিনতে চাইলে যোগাযোগ করুন SIMPLE PLANT SOLUTION ৮২৯৬৫৯০৬৬৩ নম্বরে *****


0 comments:

Post a Comment