COMPLETE CARE OF PLANTS

WELCOME TO OUR BLOG

April 2, 2022

গন্ধরাজ লেবু

 গন্ধরাজ লেবু (LEMON)



স্বাদে অতুলনীয় এবং তীব্র সুগন্ধের জন্য জনপ্রিয় এই গন্ধরাজ লেবু ।

  Ø টব নির্বাচন : ১২ ইঞ্চি বা তার অধিক

  Ø মাটি প্রস্তুতি :

  §  মাটি-এর গাছ : বেলে মাটি, হাল্কা দোআঁশ মাটি, দোআঁশ মাটি অথবা লাল পাথুরে মাটিতেও খুব ভালো হয় ।

§  টব-এর গাছ :

 উপকরণ :

·        এঁটেল মাটি

·        নদীর সাদা বালি মাটি

·        কেঁচো সার

·        কোকোপিট

·        খড়িমাটি

·        হার গুঁড়ো অথবা ফস্-ফেট

 পদ্ধতি :  এঁটেল মাটি এক ভাগ, দুভাগ নদীর সাদা বালি মাটি, দুই ভাগ কেঁচো সার ( Vermi compost ) ( কেঁচো সার এর পরিবর্তে এক বছরের পচানো গোবর সার অথবা পাতা পচা সার ব্যবহার করা যেতে পারে ), অর্ধেক ভাগ কোকোপিট (পরিবর্তে ধানের কুড়া বা তুষ অথবা কাঠের গুঁড়ো ) মিশিয়ে মাটি তৈরি করে এর সাথে মেশাতে হবে এক চামচ খড়িমাটি (পরিবর্তে চক এর গুঁড়ো ), এক চামচ হার গুঁড়ো অথবা এক চামচ ফস্-ফেট মিশিয়ে সেই মাটি এক মাস রেখে দিতে হবে ।

Ø                                    গাছ রাখার আদর্শ স্থান : অবশ্যই যেখানে পরিপুর্ণ সূর্যালোক পায় এমন স্থান ।

Ø                                    জল এর চাহিদা : এই গাছ মাটি সবসময় ভিজে ভাব পছন্দ করে (MOISTURE)

Ø                                  সার এর ব্যাবস্থাপনা : সার দেওয়ার আগের দিন মাটি ভিজিয়ে নিতে হবে।

u প্রতি মাস এ একবার : এক মুঠো সর্ষে খোল গুঁড়ো, একটি চা-চামচ এর অর্ধেক সুপার ফস-ফেট, ১ চা-চামচ পটাশ (SOP) মিশিয়ে মাটি খুসে চারিদিকে ছড়িয়ে দিয়ে জল দিয়ে দিতে হবে ।

u ফুল আসার এক মাস আগে একটু ইউরিয়া (UREA) ছরিয়ে দিতে হবে ।

Ø                                   রোগ – পোকা এর ব্যাবস্থাপনা :

u কান্ড থেকে আঠা ঝরা রোগ : এই ক্ষেত্রে আক্রান্ত স্থান ধারালো ছুরি বা ব্লেড দিয়ে চেছে দিয়ে সেই স্থানে কপার অক্সি-ক্লোরাইড ( ব্লাইটক্স BLITOX নাম এ পাওয়া যায়) অল্প নিয়ে জল দিয়ে লেই করে লাগিয়ে দিতে হবে । পুনরায় কিছুদিন পর আঠা ঝরলে একই রকম ভাবে এই পদ্ধতি অনুসরণ করতে হবে ।

u ক্যাঙ্কর বা আঁচিল রোগ : এই ক্ষেত্রে ১ লিটার জল এ ৩ গ্রাম কপার অক্সি-ক্লোরাইড ( ব্লাইটক্স BLITOX নাম এ পাওয়া যায়) ভালো করে ঝাকিয়ে স্প্রে করতে হবে ।

u নালিপোকা : দেখতে আল্‌পোনা র ন্যায় এই পোকা র থেকে মুক্তি পেতে যে সমস্ত পাতা আক্রান্ত সেই সমস্ত পাতা বোঁটা রেখে কেটে ফেলতে হবে। ফিপ্রোনিল কীটনাশক ১ লিটার জল এ ১ মিলিলিটার নিয়ে ভালো করে ঝাকিয়ে স্প্রে করতে হবে ।

0 comments:

Post a Comment