টবের পুরানো মাটি নতুন করে ব্যবহার করার পদ্ধতি
Ø পুরানো
টব এর মাটি প্রথমে শুকিয়ে নিতে হবে যাতে পুরানো মাটির নীচে থাকা বালি এবং
নুড়ি যা জল নিকাশি ব্যবস্থা করতে করা হয়েছিল তা সহজেই আলাদা করা যায় ।
Ø এরপর,
টব এর মাটি সাবধানে টব উল্টে বের করে বালি পাথর (যা যা জল নিকাশি ব্যাবস্থায়
ব্যবহৃত হয়েছিল ) আলাদা করে নিতে হবে।
Ø এরপর
মাটি কোন শক্ত কিছু দিয়ে গুড়ো করে বালি চালনি দিয়ে চেলে নিতে হবে ।
Ø এই মাটি
এর পর রৌদ্রতে তিন থেকে চার দিন ছড়িয়ে রেখে দিতে হবে এবং মাঝে মধ্যে উল্টে পাল্টে
দিতে হবে যাতে সম্পূর্ণ মাটি ভালো ভাবে শুকিয়ে যায় ।
Ø শুকানোর
সময় সম্ভব হলে আনুমানিক প্রতি টব এর জন্যে এক থেকে দের চা-চামচ চুন মিশিয়ে দিলে
ভালো হয় ।
Ø এর পর
১০ টব এই মাটি র সাথে ২-৩ টব ভালো মাটি মেশাতে হবে।
Ø এর সাথে
১০ টব এর সাথে ৩ টব ভার্মি কম্পোস্ট, প্রতি ১০-১২ ইঞ্চি টব এর জন্য ১ মুঠো নিম
খোল, এবং যেকোনো ছত্রাকনাশক ১ টেবিল চামচ নিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে এক
জায়গায় রেখে দিতে হবে ।
এই ভাবে পুরানো মাটি আবার নতুন
করে ব্যবহার করা যায় ।
***** গাছ এর রেডিমেড মাটি এবং গাছ ,সার , কীটনাশক কিনতে চাইলে যোগাযোগ করুন SIMPLE PLANT SOLUTION ৮২৯৬৫৯০৬৬৩ নম্বরে *****
Thanks for the info.
ReplyDeleteWelcome
ReplyDelete