COMPLETE CARE OF PLANTS

WELCOME TO OUR BLOG

April 30, 2022

এই গরমে বাড়ি ঠান্ডা রাখতে বাড়ির ভেতরে রাখুন এই গাছ গুলি

এই গরমে বাড়ি ঠান্ডা রাখতে বাড়ির ভেতরে রাখুন এই গাছ গুলি

গরমের দাবদাহে মানুষ নাজেহাল। তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে বেশিরভাগ বাড়িতে এখন কুলার ই প্রধান ভরসা। কিন্তু এই কুলার ব্যবহারের বড় সমস্যা হল মাসের শেষে মোটা অংকের ইলেকট্রিক বিল। তবে আজ আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের এই গরম থেকে রেহাই পাওয়ার এমন একটি উপায় বলবো যাতে পরিবেশেও থাকবে সবুজ এবং লাগবেনা কোন ইলেকট্রিক বিল।
এমন অনেক গাছপালা রয়েছে যেগুলো শুধু অক্সিজেন ও সবুজায়নই প্রদান করে না উপরন্তু শীতল অনুভূতিও প্রদান করে। তাই আপনারা যদি এই গাছগুলি আপনার বারান্দায় লাগান তাহলে শীতল অনুভূতি পাবেন। আসুন সেই সমস্ত গাছগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

ঘৃতকুমারী (Aloe vera)
ঘৃতকুমারী তে রয়েছে প্রচুর ঔষধি গুন। বিভিন্ন ওষুধ তৈরিতে কাজে লাগে এই গাছ। ঘৃতকুমারী বা এলোভেরা চুল ও ত্বকের জন্য বিশেষ উপকারী। এটি ব্যবহারে কোন পার্শপ্রতিক্রিয়া থাকেনা। এছাড়াও এর বিশেষ বৈশিষ্ট্য হলো যদি এই গাছকে আপনি আপনার বারান্দায় লাগান তাহলে বারান্দার চারপাশের পরিবেশ ঠান্ডা করতে বিশেষ সহায়তা করে।

স্নেক প্ল্যান্ট (Snake Plant)
আপনি যদি এই গাছ বাড়ির বারান্দায় লাগান তাহলে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করে এছাড়াও বাড়ির আবহাওয়া ঠান্ডা করতে বিশেষ সহায়তা করে।
আরিকা পাম (Areca Palm)
প্রাকৃতিক আদ্রতা ধরে রাখার বিশেষ ক্ষমতা রয়েছে এই গাছের। গ্রীষ্মে আপনার বাড়িতে যদি এই গাছ লাগান তাহলে বাড়ির আবহাওয়া অনেক ঠান্ডা করবে।

ডাইফেনবাচিয়া (Dieffenbachia)
এই গাছটি অক্সিজেন সরবরাহ করতে বিশেষ উপযোগী। এছাড়াও গাছটি চারপাশে শীতল আবহাওয়া বিশেষভাবে তৈরি করে।
ড্রাকেনা ফ্রাগান্স (Dracaena Fragrans)
এই গাছটি আর্দ্রতা ধরে রাখতে বিশেষ ভাবে সক্ষম। এছাড়াও এটি শীতলতা প্রদানের পাশাপাশি সুগন্ধিও প্রদান করে থাকে।
•  রবার (Rubber)
এই গাছটি যদি বাড়ির বারান্দা তে লাগান তাহলে শীতল অনুভূতি এর পাশাপাশি সতেজতাও প্রদান করবে। কাদের জন্য আপনাকে কুলার ও ব্যবহার করতে হবে না।

ফিকাস বেঞ্জামিনা (Ficus Benjamina)- উইপিং ফিগ (Weeping Fig) বলেও ডাকা হয় এই গাছকে। অর্থাৎ এই গাছ চোখের জল ফেলে। চোখের জল ফেলার এই অনুষঙ্গ বাতাসে আর্দ্রতা মোচনেরই ইঙ্গিত দেয়। তাই ঘরে রাখলে তাপমাত্রা যেমন শীতল থাকে, তেমনই বাড়তি পাওনা হয় সৌন্দর্য- গৃহশোভা বাড়াতেও এর জুড়ি নেই।

বস্টন ফার্ন (Boston Fern)
শুধু ঘরের তাপমাত্রা কমানোই নয়, একই সঙ্গে ঘরের বাতাস পরিশুদ্ধ রাখতেও এই গাছের জুড়ি মেলা ভার। তবে ফার্ন যেহেতু শীতল পরিবেশের গাছ, তাই এটি রাখতে হবে ছায়ায়, ঘন ঘন জলও দিতে হবে।

স্পাইডার প্ল্যান্ট (Spider Plant)
মাকড়সা যেমন ছায়ার প্রাণী, তেমনই এই গাছকেও ছায়ায় রাখতে হয়। মানে ঘরের ভিতরে রাখতে হবে। আর তাতেই এটি প্রাকৃতিক পদ্ধতিতে বাতাস পরিশুদ্ধ করবে, কমিয়ে দেবে ঘরের উষ্ণতা।

পিস লিলি (Peace Lily)
এর অনবদ্য ফুলের শোভা যেমন চোখে শান্তি আনে, তেমনই গরমে বাতাস শীতল রেখে এটি দেহকেও আরাম দেয়। কেনার সময়ে একটু বড় পাতা দেখে কেনা ভালো আর বেশ কয়েকটা সারি দিয়ে একসঙ্গে রাখতে হবে।

 • চাইনিজ এভারগ্রিন (Chinese Evergreen)
 নাম শুনেই বোঝা যাচ্ছে এই চিরসবুজ গাছ ঘরে শান্তির আশ্রয় তৈরি করবে। বাতাস পরিশুদ্ধ রাখবে, গ্রীষ্মকে কাছে ঘেঁষতে দেবে না। যত বড় পাতা দেখে কেনা যাবে, উপকারও পাওয়া যাবে তত বেশি।


**** এই গাছ গুলি ,সার এবং কীটনাশক কিনতে চাইলে যোগাযোগ করুন SIMPLE PLANT SOLUTION ৮২৯৬৫৯০৬৬৩ নম্বরে *****


0 comments:

Post a Comment