বৈজ্ঞানিক সম্মত নাম : Gradenia Jasminoides
বাংলাদেশ এবং ভারতবর্ষের খুবই জনপ্রিয় এই গন্ধরাজ ফুল।
বাড়িতে টবে খুব সুন্দর ভাবে এই গাছ করা যায়। গ্রীষ্মকালীন এই গাছ খুবই সুন্দর ফুল দিয়ে থাকে।
** এই গাছ কেনার সঠিক সময় শীতকাল এর খানিক আগে থাকতে ।
টব বাছাই : এই গাছ এর জন্যে বড় টব বাছাই করা জরুরি। ১২ ইঞ্চি বা তার থেকে বড় টব বাছাই করুন।
মাটি : ১ ভাগ সাধারণ বাগান এর মাটি( ভালো করে ঝুরঝুরে করে নিন) + ১ ভাগ নদীর সাদা বালি + ১ ভাগ ভার্মি কম্পোস্ট বা ১ বছরের পুরনো গোবর সার বা ১ বছর এর পচানো পাতা পচা সার + ১ ভাগ কোকোপিট
স্থান : সরাসরি সূর্যালোক পায় এমন জায়গা
জল এর ব্যবস্থাপনা : প্রত্যেকদিন জল দিতে হবে। মাটি সবসময় ভেজা ভেজা ( MOIST ) রাখতেই হবে, কিন্তু কাদা কাদা ও যেনো না হয় টা খেয়াল রাখতে হবে, আবার শুকনো ও যেনো না হয় সেটাও খেয়াল রাখতে হবে।
সার : যেদিন গাছ প্রতিস্থাপন করা হবে সেই দিন এবং তার পরের দিন বাদ দিয়ে ,তার পরের দিন সার প্রয়োগ করতে হবে : সুফলা ১ চা চামচ + ১/২ চা চামচ এস ও পি (SOP) মাটির চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এর একমাস পর থেকে প্রতি ১ মাস অন্তর : ১ চা চামচ এন পি কে ২০-২০-২০ এবং ১/২ চা চামচ এস ও পি ছড়িয়ে দিতে হবে।
** সার দেওয়ার আগের দিন ভালো করে মাটি ভিজিয়ে রাখতে হবে এবং সার দেওয়ার দিন মাটি হালকা খুজে সার দিয়ে জল দিয়ে দিতে হবে।
** প্রতি মাস এ ২ বার মিরাকুলান এবং অ্যাগ্রমিন গোল্ড স্প্রে করতে হবে।
** ফুল ফুটে গেলে তার তলা দিয়ে কেটে দিতে হবে।
** গন্ধরাজ গাছ এ কুড়ি এলে গাছ বেশি নড়াচড়া করা যাবে না।
**** এই গাছ ,সার এবং কীটনাশক কিনতে চাইলে যোগাযোগ করুন SIMPLE PLANT SOLUTION ৮২৯৬৫৯০৬৬৩ নম্বরে *****
0 comments:
Post a Comment