কামিনী :
বৈজ্ঞানিক নাম : Murraya paniculata
সাধারণত কমলা জুঁই : orange jasmine, orange jessamine, china box or mock orange নামে পরিচিত একধরনের ক্রান্তীয়, চিরহরিৎ উদ্ভিদ যা ছোট, সাদা, সুবাসিত ফুল জন্মদানের মাধ্যমে শোভাময় বৃক্ষ বা প্রতিবন্ধক হিসাবে বর্ধিত হয়। কামিনী ঘনিষ্ঠভাবে লেবুবর্গের সঙ্গে সম্পর্কযুক্ত এবং কামকুআট সাদৃশ লাল-কমলা আকারে ছোট ফল বহন করে তবে কিছু প্রজাতি ফল উৎপাদন করে না।
পরিচর্যা :
মাটি : ১ ভাগ বাগানের মাটি + ১ ভাগ নদীর সাদা বালি + ১ ভাগ ভার্মী কম্পোস্ট অথবা এক বছরের পুরনো গোবর সার বা পাতা পঁচা সার+ ½ ভাগ কোকোপিট + ১ চা চামচ ফসফেট (১০-১২ ইঞ্চি টব, ৮ ইঞ্চি টবের জন্যে ৩/৪ চা চামচ)
স্থান : সেমি শেড এ রাখবেন যেখানে সকালের হালকা রোদ পায় । এছাড়া সরাসরি সূর্যালোক এও খুব ভালো হয়।
** ইনডোর অর্থাৎ ঘর এর ভিতরে এ রাখবেন না।
জল : উপরের মাটি যেনো সম্পূর্ণ শুকিয়ে না যায়,হালকা ভেজা থাকা অবস্থায় জল দিতে হবে ।
সার : এন পি কে ২০-২০-২০ (NPK 20-20-20) ১ চা-চামচ নিন এবং ১ লিটার জলে ভিজেয়ে রাখুন ২-৩ ঘন্টার জন্য এবং পুরো জল টা মাটিতে ঢেলে দিন প্রতি ১৫ দিন অন্তর ... অথবা .... ১ চা-চামচ হাঁড় গুঁড়ো (BONEMEAL) + ১ চা-চামচ শিং কুঁচি (HORN MEAL) + ১ মুঠো ভার্মিকম্পোস্ট + ১ মুঠো সরিষার খোল গুড়ো + ১ চা চামচ মাইক্রো নিউট্রিএন্টস= সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিন এবং এর থেকে ১০-১২ ইঞ্চি টব এ সম্পূর্ণ টা এবং ৮ ইঞ্চি টব এর ক্ষেত্রে এই মিশ্রণের অর্ধেক দিতে হবে প্রতি ৩০ দিন অন্তর দিন মাটিতে।
রোগ-পোকা : রোগ-পোকা নেই বললেই চলে, তবে জল এবং সূর্যালোকের পরিচর্যা ঠিকমতন বুঝে করতে হবে।
কাকা, রোগোর, কনফিডোর এবং সুপার সোনাটা প্রতি সপ্তাহে ১ বার করে অর্থাৎ আজ কাকা করলে পরের সপ্তাহে রোগোর তার পরের সপ্তাহে কনফিডোর এবং তার পরের সপ্তাহে সুপার সোনাটা স্প্রে করলে ৯৯% কোনো পোকা মাকড় আক্রমণ করবে না।
*** ভিনিগার : ১ লিটার জলে ১ ছিপি দিয়ে ভালো করে ঝাঁকিয়ে প্রতি সপ্তাহে ১ বার ওই জলের ২৫০ মিলি জল গাছের গোড়ায় দিয়ে দিতে হবে।
**** এই গাছ ,সার এবং কীটনাশক কিনতে চাইলে যোগাযোগ করুন SIMPLE PLANT SOLUTION ৮২৯৬৫৯০৬৬৩ নম্বরে *****
0 comments:
Post a Comment