বেলী গাছ
ক অথবা খ অথবা গ – এর যেকোনো একটি অথবা ঘুরিয়ে ফিরিয়ে প্রয়োগ করতে হবে । ১০-১২ ইঞ্চি টব এর জন্য প্রয়োজনীয় পরিমাণ দেওয়া হল ।
(ক) দুই চা-চামচ সর্ষে খোল গুঁড়া + এক চা-চামচ হাড় গুঁড়া + এক চা-চামচ শিং চাছা + এক চা-চামচ রক্তসার = মোট পাঁচ চা-চামচ এর এই মিশ্রণ হতে দুই চামচ নিয়ে তার সাথে অর্ধেক চা-চামচ পটাশ (SOP) মিশিয়ে মাটিতে প্রয়োগ করতে হবে । প্রতি ৩০ দিন অন্তর ।
(খ) দুই চা-চামচ সর্ষে খোল গুঁড়া + এক চা-চামচ DAP + পটাশ(SOP) এক চা-চামচ = ভালো করে মিশিয়ে এই মিশ্রণ মাটিতে প্রয়োগ করতে হবে । সাথে ভার্মী কম্পোস্ট দিয়ে মালচিং করে দিতে হবে।
(গ) এক চা-চামচ শিং চাছা + এক চা-চামচ বাদাম-খোল + এক চা-চামচ নিমখোল + এক চা-চামচ রক্তসার + অর্ধেক চা-চামচ পটাশ (SOP) + অর্ধেক চা-চামচ DAP = মোট পাঁচ চামচ এর এই মিশ্রণ হতে দুই চামচ নিয়ে মাটিতে প্রয়োগ করতে হবে।
Arabian jasmine
Any one of A or B or C should be applied or reversed. Required quantity is given for 10-12 inch tub.
(a) Two teaspoons mustard shell powder + one teaspoon bone powder + one teaspoon hornmeal + one teaspoon blood meal = total five teaspoons, Take two spoons of this mixture along with half a teaspoon of potash (SOP) should be mixed and applied to the soil in Every 30 days.
(b) Two teaspoons of mustard shell powder + one teaspoon of DAP + one teaspoon of potash (SOP) = mix well and apply this mixture to the soil. Mulching should be done with vermi compost.
(c) One teaspoon of hornmeal + one teaspoon of Badam Khol fertilizer + one teaspoon of neem khol + one teaspoon of blood meal + half teaspoon of potash (SOP) + half teaspoon of DAP = total of five teaspoons, Take two spoons from the mixture and apply it to the soil.
0 comments:
Post a Comment