গাছের পুষ্টি-মৌল
গাছের প্রধান প্রধান পুষ্টি-মৌল
গুলি হল কার্বন (C) , হাইড্রোজেন (H),
অক্সিজেন (O), নাইট্রোজেন (N), ফসফরাস (P), পটাশিয়াম (K), ক্যালসিয়াম (Ca), ম্যাগনেসিয়াম (Mg) , সালফার (S), ম্যাঙ্গানিজ (Mn), মলিবডিনাম (Mo), কপার (Cu), বোরন (B), জিঙ্ক (Zn), লৌহ (IRON Fe) এবং ক্লোরিন (Cl) ।
এই প্রধান পুষ্টি মৌল গুলিকে
দুভাগে ভাগ করা যায় :
Ø ম্যাক্রোনিউট্রিয়েন্টস
বা স্থুল পুষ্টি মৌল (MACRNUTRIENTS) : কার্বন (C
) , হাইড্রোজেন (H), অক্সিজেন (O), নাইট্রোজেন (N) ( প্রধান পুষ্টি মৌল ), ফসফরাস (P)
( প্রধান পুষ্টি মৌল ), পটাশিয়াম (K) ( প্রধান
পুষ্টি মৌল ), ক্যালসিয়াম (Ca), ম্যাগনেসিয়াম (Mg) এবং সালফার (S)
Ø মাইক্রোনিউট্রিয়েন্টস
বা সুক্ষ পুষ্টি মৌল (MICRONUTRIENTS) : ম্যাঙ্গানিজ (Mn), মলিবডিনাম (Mo), কপার (Cu),
বোরন (B), জিঙ্ক (Zn), লৌহ (IRON
Fe) এবং ক্লোরিন (Cl) ।
গাছের প্রধান
পুষ্টি মৌল এর দরকার সবথেকে বেশি। এবং এর পরেই
গাছে সব থেকে বেশি অভাব হয় ক্যালসিয়াম , ম্যাগনেসিয়াম এবং সালফার এর ।
***** এই পুষ্টিমৌল গুলি কিনতে চাইলে যোগাযোগ করুন SIMPLE PLANT SOLUTION ৮২৯৬৫৯০৬৬৩ নম্বরে *****
0 comments:
Post a Comment