COMPLETE CARE OF PLANTS

WELCOME TO OUR BLOG

April 3, 2022

গাছ ক্রয় করিবার নিয়ম : গোলাপ গাছ

 গোলাপ গাছ ক্রয় করিবার নিয়ম


§  গোলাপ গাছ এর চারা কেনার সঠিক সময় নভেম্বর এর শেষ থেকে জানুয়ারী র শেষ অথবা ফেব্রুয়ারী র মাঝামাঝি সময় পর্যন্ত , কারণ এই সময় ফুল দেখে গোলাপ গাছ বাছাই করা সহজ । এই সময় ছাড়া বছরের বাকি সময়েও গাছ কেনা যায়, কিন্তু তাতে সঠিকভাবে গোলাপ ফুল সনাক্ত করতে না পারার সমস্যা থেকে যায় ।

যারা নতুন গোলাপ গাছ কিনতে চায়, তারা দেখতে পাবে দু ধরণের গোলাপ গাছ, যার একটি ধরণ মাটি তে বসানো, এবং অপরটি কোকোপিট বা ধানের তুষ বা ধানের কুঁড়া দিয়ে বসান, র সেক্ষেত্রে নতুন বাগানী দের মাটি র গাছ কেনাই শ্রেয় ।

Ø প্রথমে লক্ষ্য করতে হবে গাছ সুস্থ কিনা ।

Ø দ্বিতীয়ত, দেখতে হবে গাছের ডাল গুলি কতটা শক্ত এবং মোটা, এবং এই প্রকার গাছ-ই নির্বাচন করতে হবে ।

Ø তৃতীয়ত, লক্ষ্য করতে হবে গাছ এর ডাই-ব্যাক এবং চেষ্টা করতে হবে এমন গাছ নির্বাচন করতে যাতে ডাই-ব্যাক যেন না থাকে ।

Ø গাছের পাতা হলুদ হয়ে গেছে এবং তাতে কালো কালো ছোপ আছে যাকে ব্ল্যাক্সপট বলে, এরকম গাছ না কেনাই শ্রেয় ।

Ø গোড়া-র কলম অংশ মোটা এবং মাটির উপর দৃশ্যমান যেন থাকে,

Ø গাছের ডাল-এ কোন যায়গায় ফুটো হয়ে আছে এবং সেখান থেকে আঠালো বা ঘুণ এর মত কিছু দেখা যাচ্ছে , এরকম গাছ না কেনা বাঞ্ছনীয় ।

Ø গাছে যেন কোন ছোপ ছোপ দাগ, যাকে স্কেল বলে, সেরম যেন না থাকে ।

Ø বেশি পরিমাণ বা শুধুমাত্র একটি অ্যালা ডাল যদি থাকে, সেই গাছ নেওয়া যাবে না ।

    এসব সত্বেও যদি কোন গাছ পছন্দ হয়ে যায়, যাতে হয়ত সামান্য রোগ রয়েছে, তা ক্রয় করে ঠিকমত পরিচর্যা করলে সেই গাছ বাঁচানো সম্ভব । 

**** এই গাছ ,সার এবং কীটনাশক কিনতে চাইলে যোগাযোগ করুন SIMPLE PLANT SOLUTION ৮২৯৬৫৯০৬৬৩ নম্বরে *****




0 comments:

Post a Comment