এপসম সল্ট এর ব্যবহার
এপসম সল্ট এ থাকে ম্যাগনেসিয়াম
সালফেট, যার উপাদান : ম্যাগনেসিয়াম এবং সালফার ।
§ ম্যাগনেসিয়াম
এর কার্য :
গাছের
সবুজ কণা তৈরিতে এবং গাছের আত্তীকরণে গুরুত্তপুর্ন ভূমিকা পালন করে ।
মাটির
পুষ্টি মৌল নাইট্রোজেন এবং ফসফরাস শোষণ করে ।
গাছের নিজের
শরীরে জল ধারণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ।
গাছের
শ্বেতসার , চর্বি , ভিটামিন তৈরিতে এবং সংবহনে সাহায্য করে ।
§ সালফার
এর কার্য :
গাছের
সবুজ কণা তৈরিতে সাহায্য করে ।
গাছের
শিকড় বৃদ্ধিতে সাহায্য করে ।
গাছের
বীজ তৈরিতে সাহায্য করে ।
§ ম্যাগনেসিয়াম
এর অভাব বোঝার পদ্ধতি :
Ø গাছের
পাতা হাল্কা হলুদ হয়ে যায় যাকে ক্লোরোসিস বলে ।
Ø যে পাতা
হলুদ হয় তার শিরা গুলি সবুজ থাকে ।
Ø গাছ এর
পুরানো পাতায় এই লক্ষণ দেখা যায়, নতুন পাতায় নয় ।
Ø এই অভাব
প্রচুর পরিমানে হলে গাছ এর সব পাতা হলুদ হয়ে ঝোরে যায় এবং গাছ ন্যারা হয়ে যায় ।
§ সালফার
এর অভাব বোঝার পদ্ধতি :
Ø গাছের
ডগার কচি পাতা হলুদ হয়ে যায় ।
Ø গাছের
কান্ড বেশি পরিমাণে বৃদ্ধি পায় এবং শক্ত হয়ে যায় ।
Ø গাছ এর
শিকড় আবদ্ধ (ROOT BOUND) হয়ে যায় ।
Ø অথবা
গাছের হঠাৎ বৃদ্ধি বন্ধ হয়ে যায় ।
Ø ফুল ফল
পাতা – এর বোঁটা লিকলিকে এবং লম্বা হয়ে যায় ।
Ø ভঙ্গুর
হয়, পাতা গুলি বোঁটা থেকে সহজেই ভেঙ্গে যায় ।
u এপসম সল্ট এর ব্যাবহার :
** সব গাছে স্প্রে করা যায় না আবার সব
গাছে মাটিতে দেওয়া যায় না
বহুবর্ষজীবী / কাষ্ঠল প্রজাতির গাছ এর
ক্ষেত্রে : স্প্রে ও করা যায় এবং মাটিতেও দেওয়া যায় :
স্প্রে
করার পদ্ধতি : ১২ ইঞ্চি টব এর ক্ষেত্রে ১ চামচ এপসম সল্ট ১
গ্যালন ( ৩ লিটার ৭০০ মিলিলিটার ) জলে ভাল করে মিশিয়ে স্প্রে মাসে একবার
মাটিতে
দেওয়ার পদ্ধতি : এক্ষেত্রে প্রয়োগ করার আগেরদিন
মাটি তে জল দিয়ে আর্দ্র (MOIST) করে নিয়ে প্রয়োগ করার সময়ে
মাটি ভাল করে খুসে নিয়ে প্রতি ১২ ইঞ্চি টবে ১ চামচ , ১০ ইঞ্চি টব এ অর্ধেক চামচ এর
সামান্য বেশি এবং ৮ ইঞ্চি টবে অর্ধেক চামচ চারিদিকে ছরিয়ে দিতে হবে প্রতি মাস এ
একবার ।
রসালো কান্ড বা রসালো পাতা প্রজাতির গাছ
( যেমন হাউস প্ল্যান্ট, সবজি গাছ) এর ক্ষেত্রে : এক্ষেত্রে প্রয়োগ করার
আগেরদিন মাটি তে জল দিয়ে আর্দ্র (MOIST) করে নিয়ে প্রয়োগ
করার সময়ে মাটি ভাল করে খুসে নিয়ে প্রতি ১২ ইঞ্চি টবে ১ চামচ , ১০ ইঞ্চি টব এ
অর্ধেক চামচ এর সামান্য বেশি এবং ৮ ইঞ্চি টবে অর্ধেক চামচ চারিদিকে ছরিয়ে দিতে হবে
প্রতি মাস এ একবার ।
পাম প্রজাতির গাছ এর ক্ষেত্রে : এই প্রকারের গাছে এই অভাব খুব একটা না হওয়ার কারণে প্রতি মাসে দেওয়ার
প্রজন পরে না, তবে যদি অভাব হয়, তখন দিতে হবে ।
u এপসম সল্ট কোথায় পাওয়া যায় : সমস্ত অ্যালোপ্যাথি ওষুধ এর দোকানে ম্যাগনেসিয়াম সালফেট নামে পাওয়া যায় । এছাড়া আমার কাছ থেকে সংগ্রহ করতে যোগাযোগ করুন 8296590663 নম্বরে ।
u স্প্রে করার ৬ ঘন্টার মধ্যে বৃষ্টি হলে পুনরায়
স্প্রে করতে হবে ।
u বনসাই
এর ক্ষেত্রে প্রয়োগ করা যায় না, তবে অ্যাডেনিয়াম গাছ এ স্প্রে করা যায় ।
***** এপসম সল্ট এবং গাছ , অন্যান্য সার এবং কীটনাশক কিনতে চাইলে যোগাযোগ করুন SIMPLE PLANT SOLUTION ৮২৯৬৫৯০৬৬৩ নম্বরে *****
0 comments:
Post a Comment