COMPLETE CARE OF PLANTS

WELCOME TO OUR BLOG

April 9, 2022

FIREBUSH Plant মুনা গাছ

Firebush Plant / HAMELIA PATENS , বাংলায় মুনা গাছ নামে পরিচিত।
এই গাছ এর ফুল লাল,হলুদ এবং কমলা রং এর সংমিশ্রণে আগুন এর মত রং ধারণ করে। সারাবছর এই গাছ এ ফুল হয়ে থাকে। এই ফুল এর কোনো গন্ধ নেই। এই গাছ এর বনসাই খুব সুন্দর হয়। এই গাছ এর বিশেষত্ব এই গাছ এর ফুল প্রজাপতি  আকর্ষণ করে।

মাটি : ভালো জল নিকাশি ব্যবস্থা যুক্ত মাটি প্রয়োজন।
২ ভাগ সাদা বালি + ১ ভাগ মাটি + ১ ভাগ ভার্মি কম্পোস্ট মিশিয়ে মাটি তৈরি করুন।

সূর্যালোক : সরাসরি সূর্যের আলো প্রয়োজন যেখানে কমপক্ষে ৬-৭ ঘণ্টা রোদ্দুর আসে।

জলের ব্যবস্থাপনা : উপরের মাটি ১-২ ইঞ্চি  শুকিয়ে গেলে জল দিতে হবে ।

কাটাই ছাঁটাই : বর্ষাকাল এর মাঝে অথবা গরম কাল এর আগে।

সার : ছোটো অবস্থায় ভার্মি কম্পোস্ট শুধু। ২-৩ মাস পর থেকে আগের দিন মাটি ভালো করে ভিজিয়ে পরের দিন সকাল এ মাটি হালকা খুঁচিয়ে সিঙ্গেল সুপার ফসফেট ১/২ চা চামচ + এস ও পি ( সাদা পটাশ ) ১/২ চা চামচ মিশিয়ে ছড়িয়ে দিয়ে জল দিয়ে দিন। প্রতি দুমাস অন্তর এই সার প্রয়োগ করুন।

রোগ - পোকা : এই গাছ এ রোগ পোকা হয়না সেরকম। ১৫ দিন অন্তর শুধু নিম তেল ১ লিটার জল এ ৩০ ফোঁটা দিয়ে স্প্রে করুন।

**** এই গাছ ,সার এবং কীটনাশক কিনতে চাইলে যোগাযোগ করুন SIMPLE PLANT SOLUTION ৮২৯৬৫৯০৬৬৩ নম্বরে *****





0 comments:

Post a Comment