COMPLETE CARE OF PLANTS

WELCOME TO OUR BLOG

April 16, 2022

Kagoji Lebu কাগজী লেবু

Kagoji Lebu কাগজী লেবু এর সম্পূর্ণ পরিচর্যা 
মাটি : ১ ভাগ সাধারণ বাগানের মাটি + ১ ভাগ নদির সাদা বালি +  ১ ভাগ কোকোপিট + ১ ভাগ ভার্মি > এর সাথে ২ মুঠো সর্ষে খোল গুঁড়ো + ১ চা চামচ হার গুঁড়ো + ১ চা চামচ সাদা পটাশ ( এস ও পি ) মিশিয়ে যে টব এ গাছ লাগাবেন সেই টব এ ১ মাস রেখে দিতে হবে। ১ মাস পর ছায়াতে ১ ঘণ্টা ছড়িয়ে রেখে তারপর গাছ বসাতে হবে। 
** গাছ গ্রো ব্যাগ এ কিনে আনার পর টা প্রথম ৩-৪ দিন ছায়াতে রেখে তারপর নতুন টব এ প্রতিস্থাপন করতে হবে। এক্ষেত্রে ১মাস আগে থাকতে মাটি তৈরি রাখতে হবে ।
** ফল গাছ প্রতিস্থাপন এর আগে গাছের গোঁড়া শুকিয়ে নিতে হবে, ২-৩ দিন জল দেওয়া যাবে না।

সূর্যালোক : গাছ প্রতিস্থাপন করে ২-৩ দিন ছায়া তে রেখে তারপর সরাসরি সূর্যালোক এ রাখতে হবে। যাদের বাড়িতে সূর্যের আলো কম আসে, সেখানে এই গাছ করা যাবে না।

জল এর ব্যবস্থাপনা : এই গাছ যেন সবসময় ভিজে ভিজে থাকে ( কাঁদা কাঁদা না) ।

সার : (ক) এই সার টি বছর এ তিন বার প্রয়োগ করতে হবে : মার্চ - আগস্ট - অক্টোবর
দু মুঠো সর্ষে খোল গুঁড়ো + ২ চা চামচ হাড় গুঁড়ো + ১ চা চামচ এস ও পি ( সাদা পটাশ ) > মিশিয়ে এর থেকে ৩ চা চামচ ছড়িয়ে দিতে হবে।
(খ) এই সার বছরের বাকি ৯ মাস দিতে হবে
 ১/২ চা চামচ ডি এ পি (DAP) + ১/২ চা চামচ এস ও পি + ১ চা চামচ সিঙ্গেল সুপার ফসফেট + ১ চা চামচ সরষে খোল গুড়ো > মিশিয়ে এর থেকে ২ চা চামচ প্রতি ৩০ দিন অন্তর।

**** এই গাছ ,সার এবং কীটনাশক কিনতে চাইলে যোগাযোগ করুন SIMPLE PLANT SOLUTION ৮২৯৬৫৯০৬৬৩ নম্বরে *****


0 comments:

Post a Comment