COMPLETE CARE OF PLANTS

WELCOME TO OUR BLOG

April 30, 2022

Mandevilla ম্যান্ডেভিলা গাছের পরিচর্যা

Mandevila ম্যান্ডেভিলা গাছ 
অত্যন্ত সুন্দর লতানো গাছের ফুল এই ম্যান্ডেভিলা । 
🟡 সারা পৃথিবীতে এর প্রায় ২০০ টি মত প্রজাতি থাকলেও ভারতবর্ষ এবং বাংলাদেশের মত এলাকায় ফুল ফোটে মাত্র ৭ - ৮ টি প্রজাতির । 
🟢 প্রায় সারাবছর ফুল পাওয়া যায় বলে এই গাছটি বর্তমানে সমস্ত গাছ প্রেমী মানুষদের কাছেই খুবই জনপ্রিয় হয়ে উঠছে ।
এই গাছটি ব্রাজিলিয়ান জুঁই নামেও পরিচিত।
এই গাছের পরিচর্যা জেনে নেওয়া যাক।

টব বাছাই : এই গাছ এর জন্য উপযুক্ত টব ১০-১২ ইঞ্চি বা তার চেয়ে বড়ো

মাটি : সাধারণ বাগানের মাটি ২ ভাগ + ১ ভাগ নদীর সাদা বালি ( Silver Sand ) + ১ ভাগ ভার্মি কম্পোস্ট বা গোবর সার (১+ বছরের পুরনো) বা পাতা পচা সার ( ১+ বছরের পুরনো) + ১/২ ভাগ কোকোপিট বা ধানের কুঁড়া + ২ চা চামচ সিঙ্গেল সুপার ফসফেট + ১ চা চামচ এস ও পি (SOP) মিশিয়ে মাটি তৈরি করতে হবে।
প্রতিস্থাপন এর পর ২-৩ দিন ছায়া তে রেখে তারপর প্রয়োজন অনুসারে রোদ এ আনতে হবে।

সূর্যালোক : এই গাছ সারাদিন সূর্যের আলো পায় এমন স্থান এ সবথেকে ভালো ফুল দেয়, তাছাড়া সেমি শেড বা যেখানে বেলা ১০-১১ টা পর্যন্ত পর্যাপ্ত আলো পায় সেখানেও সুন্দর ভাবে বেড়ে ওঠে এবং প্রচুর ফুল প্রদান করে।

জল এর ব্যবস্থাপনা : এই গাছ ভিজে ভিজে ভাব (MOIST) পছন্দ করে, কিন্তু গাছ এর মাটি তে জল যেন না জমে থেকে সেটা খেয়াল রাখতে হবে।

খাবার এর ব্যবস্থাপনা : এই গাছ খাদ্য প্রিয়। মাস এ দুবার এন পি কে ১৯-১৯-১৯ নিতে হবে ১ গ্রাম, এবং ১ লিটার জল এ দিয়ে ভালো করে মিশিয়ে স্প্রে করতে হবে । এর সাথে
২০ দিন অন্তর ২ চা চামচ সিঙ্গেল সুপার ফসফেট + ১ চা চামচ এস ও পি মাটির চারিদিকে ছড়িয়ে দিতে হবে।
মাস এ দুবার মাইক্রোনিউট্রিএনটস (MICRONUTRIENTS) স্প্রে করতে হবে।

রোগ পোকা : রোগর ,কনফিডোর, কাকা, সুপার সোনাটা এগুলি নিয়মিত ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করতে হবে।

**** এই গাছ ,সার এবং কীটনাশক কিনতে চাইলে যোগাযোগ করুন SIMPLE PLANT SOLUTION ৮২৯৬৫৯০৬৬৩ নম্বরে *****



0 comments:

Post a Comment