COMPLETE CARE OF PLANTS

WELCOME TO OUR BLOG

April 11, 2022

Sthol Poddo স্থল পদ্ম

Sthol Poddo স্থল পদ্ম

স্থল পদ্ম হলো রং পরিবর্তনকারী জবা গোত্রীয় একটি গাছ । এই ফুল সকালে এক রং, দুপুরে এক রং এবং সন্ধ্যে তে এক রং ধারণ করে।
মাটি : ১ ভাগ সাধারণ বাগানের মাটি + ১ ভাগ নদীর বালি + ১/২ ভাগ কোকোপিট মিশিয়ে মাটি তৈরি করে ১০ ইঞ্চি টব এর ক্ষেত্রে ১ চামচ সরষে খোল এর গুঁড়ো + ১/২ চামচ হার গুঁড়ো + ১/২ চামচ শিং কুচি + ১ চামচ নিম খোল মেশাতে হবে। 

সূর্যালোক : প্রচুর সূর্যালোক এ রাখা যায় তবে একটু ছায়াযুক্ত স্থানে রাখলে আরো ভালো ফুল ফোটে। 

জল : জবা গাছ এর মত প্রচুর জল লাগে না তবে মাটি ভেজা ভেজা থাকতে হবে।

সার : এই গাছকে ডি এ পি (DAP) ১/২ চা চামচ + ১/২ চা চামচ এস ও পি ( SOP ) + ১ চা চামচ সরষে খোল গুঁড়ো এই ৩ রকম সার মিশিয়ে এর থেকে ১ চা চামচ দিয়ে দিতে হবে। 
এই খাবার দেওয়ার  ১৫ দিন পরে ১ চা চামচ এন পি কে ২০-২০-২০ + ১ চামচ হার গুঁড়ো দিতে হবে।
আবার ১৫ দিন পর প্রথম। এভাবে চলতে থাকবে।

রোগ-পোকা : রোগ পোকা বিশেষ হয়না শুধুমাত্র দই পোকা বা মিলিবাগ ছাড়া।
> মিলিবাগ হলে একদম শুরুতে খেয়াল করলে ভালো করে জল স্প্রে করে হাত দিয়ে বা ব্রাশ দিয়ে ফেলে দিতে হবে। 
> রক্ষণাবেক্ষণ এর অভাবে যদি একটু বেশি হয় তাহলে ১/২ চামচ ক্লিনিক প্লাস শ্যাম্পু কুসুম গরম জল ১ লিটার e ভালো করে ঝাকিয়ে মিশিয়ে স্প্রে করতে হবে ৩-৫ দিন অন্তর যতদিন না সম্পূর্ণ মিলিবাগ যাচ্ছে ।
> এছাড়া imidachlorprid এর যেকোনো কিটনাশক ৭-১০ দিন অন্তর ১ লিটার জল এ ৫ ফোঁটা দিয়ে স্প্রে করলে এই মিলিবাগ আক্রমণ করতে পারেনা।

**** এই গাছ ,সার এবং কীটনাশক কিনতে চাইলে যোগাযোগ করুন SIMPLE PLANT SOLUTION ৮২৯৬৫৯০৬৬৩ নম্বরে *****





0 comments:

Post a Comment