মাস অনুযায়ী গাছ

 মাস অনুযায়ী কি গাছ লাগাবেন বুঝে উঠতপারছেন না? তাহলে পুরোটা পড়ুন।

গ্রীষ্মকালে লাগাতে পারেন  :

(১) গন্ধরাজ



 (২) রজনীগন্ধা



(৩) সুর্যমুখী 



(৪) জিনিয়া 



(৫) পিটুনিয়া 



(৬) সিলোসিয়া বা মোরগঝুঁটি 



(৭) দোপাটি



(৮) ক্যালিয়েন্ড্রা বা মণিকুন্তলা 



(৯) ব্রানফেলসিয়া বা বিচিত্রা (yesterday-today-tomorrow)



বর্ষার ফুল হিসেবে টবের জন্য ভালো  :

(১) হাইড্রেঞ্জিয়া



(২) বেলি 



(৩) জুঁই 



(৪) চাঁপা 



(৫) পত্রলেখা বা মুসেন্ডা 



(৬) তুষারমোতি বা পোর্টল্যান্ডিয়া



(৭) দোপাটি

                                   

(৮) জিনিয়া

                                       

(৯) সুর্যমুখী(ছোট)



(১০) স্থলপদ্ম



(১) মালতীলতা 



শীতকালের জন্য  :

() গাঁদা



(গোলাপ



(ন্যাস্টারশিয়াম



(প্যানজি



(পিটুনিয়া



(ভারবেনা



(ক্যামেলিয়া



(ডালিয়া



(চন্দ্রমল্লিকা



(১০কারনেশন



(স্যালভিয়া



(জারবেরা



(এজালিয়া 



আপনি যদি সারা বছর ফোটে এমন ফুলের গাছ লাগাতে চান তাহলে :

কাঞ্চন (সাদা)



জবা

কামিনী

করবী

অলকানন্দা বা অ্যালামন্ডা

জয়তী বা জ্যাট্রোফা



হাজারপুটিয়া

নয়নতারা

সন্ধ্যামালতী বা সন্ধ্যামণি

কয়েক বছর বাঁচা স্থায়ী স্বভাবের গাছগুলো হলো : 

বেলি

জুঁই

বাগানবিলাস বা বোগেনভিলা




গোলাপ

জবা



করবী



গন্ধরাজ

কাঞ্চন



কুন্দ



চাঁপা

মুসেন্ডা

কামিনী



অ্যালামন্ডা



স্থলপদ্ম

পোর্টল্যান্ডিয়া

ব্রানফেলসিয়া



ক্যামেলিয়া

টগর



শিউলি



পয়েনসেটিয়া



 ছাদবাগানের জন্য এসব গাছ ভালো। সেখানকার জন্য এই বর্ষাতেই এসব গাছের চারা জোগাড় করে লাগিয়ে ফেলতে পারেন।

তবে যাঁরা মাত্র কয়েকটা গাছ লাগিয়ে এবারই টবে গাছ লাগানোর হাতেখড়ি দিতে চান তাঁদের বলব, সহজে মরে না এবং একটু কম যত্ন নিলেও ফুল ফোটে, এমন সব গাছ লাগাতে। রকম ফুলের গাছগুলো বেশ পরিচিত, সহজে পাওয়া যায়। এর মধ্যে নয়নতারা, সন্ধ্যামণি, দোলনচাঁপা, কলাবতী, অ্যালামন্ডা, গাঁদা, বেলি, নাইটকুইন, হাসনাহেনা, রঙ্গন, মুসেন্ডা, কুঞ্জলতা, পর্টুলেকা বা টাইমফুল প্রভৃতি লাগানোর জন্য পছন্দ করতে পারেন। লাগাতে পারেন ফুল দেওয়া বিভিন্ন ক্যাকটাস (যেমন-ইউফরবিয়া), এগুলো সহজে মরে না।


***** এই গাছ ,সার এবং কীটনাশক কিনতে চাইলে যোগাযোগ করুন SIMPLE PLANT SOLUTION ৮২৯৬৫৯০৬৬৩ নম্বরে *****



Comments