চন্দ্রমল্লিকা পমপম ভ্যারাইটি
🔆🔆প্রথম পর্ব🔆🔆
22 শে মার্চ, 21শে জুন, 23 শে সেপ্টেম্বর এবং 21 শে ডিসেম্বর। সূর্যের উত্তরায়ন ও দক্ষিনায়ন বিষয়ক 4 টি তারিখ।
পমপন ভ্যারাইটি চন্দ্রমল্লিকা তৈরি করার ক্ষেত্রে এই চারটি দিন খুব গুরুত্বপূর্ণ।
- শীতকালে ফুল ফুটে যাবার পরে গাছ ক্রমশ শুকিয়ে আসে
- তারপর একদম গোড়া থেকে নতুন নতুন সুট বেরোয়।
- অনেক সময় দেখা যায় ফুল শুকিয়ে যাবার পর ফুল কেটে দেওয়া হলে কোন কোন ভ্যারাইটি তে আবার এক দফা নতুন ফুল আসে।
- এই নতুন ফুল আসার ব্যাপারটা 22 শে মার্চের মধ্যে সম্পূর্ণ শেষ হয়ে যায়। এখান থেকে শুরু হয় আমাদের নতুন চারা তৈরি পালা।
চারা তৈরির পদ্ধতি :
- মোটা দানার বালি খুব পরিষ্কার করে দু-তিনবার ভালো জলে ধুয়ে নিয়ে হাতের তালু দিয়ে চালি টবে চেপে চেপে রাখতে হয়।
- তারপর মাদার প্লান্ট এর নিচের দিক থেকে যে ছোট ছোট কচি সুট নতুন বেরোয় তার থেকে বেছে নিয়ে ছোট ছোট সবুজ ডাল কেটে সেগুলো আধঘন্টা মত যেকোনো ফাংগিসাইড এর দ্রবণে ভিজিয়ে রাখতে হয়।
- এরপর চালি টবের বালিতে কাঠি দিয়ে ছোট ছোট ফুটো করে ওই ডাল গুলোতে রুট হরমোন লাগিয়ে বসিয়ে দিতে হয়।
- প্রতিদিন ঝারী করে জল এবং 4 / 5 দিন অন্তর অল্প ফাংগিসাইড দিতে হয়।
- একটু ছায়াচ্ছন্ন জায়গায় রাখা জরুরী।
- পোকার আক্রমন যেন না হয় খেয়াল রাখতে হয়।
- এই সময় আবহাওয়া টা একটু নরম হলে খুব ভালো হয়।
- কোনো ঘূর্ণিঝড় চারা তৈরীর খুব উপযুক্ত সময় হবে বলে মনে হয়।
- বালিতে বসানোর দিন পনেরো বাদেই খুব ভালো শেকড় এসে যায়। তখন এগুলো তুলে দু ইঞ্চি বা তিন ইঞ্চি টবে একেবারে ঝরঝরে মাটির সঙ্গে নদীর বালি মাটি মিশিয়ে অল্প ফাঙ্গিসাইড দিয়ে বসিয়ে দিতে হয়।
- এইসময়,পাঁচ দিন পর থেকে প্রতি পাঁচ দিন অন্তর খুব পাতলা খোল দেওয়া যেতে পারে।
- দিন কুড়ি এই টবে রাখার পর 4 ইঞ্চি টবে রিপটিং করে দিতে হবে।
- গাছটাকে দু-তিন ইঞ্চি সোজা বাড়তে দিতে হবে তারপর থেকে ক্রমাগত পিঞ্চিং করে করে ডাল বাড়াতে হবে। কিছুটা সোজা বাড়তে না দিলে গাছ যখন ঝোপালো হয়ে যায় তখন মাটি খুড়তে বা খাবার-দাবার দিতে খুব অসুবিধে হয়। কান্ডের প্রথম অংশটা সোজা থাকলে গাছ বড় হয়ে যাবার পর তাকে শেপ দিতে ও সুবিধা হয়,আর গাছের ডালের কোন ক্ষতি না করেই টবের মাটিতে কাজ করা যায়।
- 22 শে মার্চ থেকে একুশে জুন অব্দি এই পর্বে মূলত চারা তৈরি হবে এবং ক্রমশ টবে একেবারে রুট বাউন্ড হয়ে যাবে। এই পর্বে যত ভালো রুটিং হবে পরবর্তীকালে গাছ ততই ঝোপালো হতে পারবে। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই পর্বে গাছের শেকড় তৈরি হবার উপযুক্ত খাবার বেশি করে দিতে হবে।
- একুশে জুনের পর ২/৩ ইঞ্চি টব থেকে ৪ ইঞ্চি টবে দিতে হবে। রিপোর্টিং করার পর এক থেকে দেড় মাস পর্যন্ত ৪ ইঞ্চি তে থাকবে তারপর ৮ ইঞ্চি তে ট্রান্সফার করতে হবে।
0 comments:
Post a Comment