CALATHEA PRAYER PLANT ক্যালাথিয়া প্রেয়ার বায়ু পরিশোধন করে ইনডোর প্লান্ট
অল্প আলো আসে অথবা একদম কম আলো আসে এমন জায়গায় এই গাছ খুব সুন্দর হয়।
এখানে আমরা জানবো কিভাবে এই গাছের পরিচর্যা করতে হয় ।
এই গাছের উপযুক্ত মাটি :
কোকোপিট ১ ভাগ + লাল বা হলুদ বালি ১ ভাগ + ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো গোবর সার বা পাতা পঁচা সার ১ ভাগ ভালো করে মিশিয়ে ৬-৮ ইঞ্চি টব এর ক্ষেত্রে ১/২ চা চামচ ফসফেট + ১/২ চা চামচ ম্যাগনেসিয়াম সালফেট এবং ১০-১২ ইঞ্চির জন্য ১ চা চামচ ফসফেট + ১ চা চামচ ম্যাগনেসিয়াম সালফেট ভালো করে মিশিয়ে এই গাছের মাটি তৈরি করতে হবে।
গাছ কোথায় রাখা উচিৎ :
এই গাছ সবথেকে ভালো থাকে হালকা Indirect আলো আসে এমন জায়গায় অর্থাৎ যেখানে আলো থাকবে কিন্তু তাপ থাকবে না।
এই গাছের জলের ব্যবস্থাপনা :
হালকা ভিজে ভাব পছন্দ করে কিন্তু চপচপে ভিজে ভাগ পছন্দ করে না , সেই কারণে এই ভিজে ভাব বজায় রাখতে টব এর নিচে প্লেট দিয়ে তাতে জল দিয়ে রাখলে সবচেয়ে উপকার পাওয়া যায়।
এই গাছের খাবার এর ব্যবস্থাপনা :
৬-৮ ইঞ্চি টব এর ক্ষেত্রে ১/২ চা চামচ এন পি কে ১৯-১৯-১৯ + ১/২ চা চামচ ম্যাগনেশিয়াম সালফেট প্রতি মাস এ একবার এবং ১০-১২ ইঞ্চি টব এর ক্ষেত্রে ১ চা চামচ এন পি কে ১৯-১৯-১৯ + ১/২ চা চামচ ম্যাগনেশিয়াম সালফেট প্রতি মাস এ একবার মাটিতে ছড়িয়ে জল দিয়ে দিতে হবে ।
রোগ-পোকা :
(১) পাতা কুকড়ে যাওয়া জল বেশি হলে হয় ।
(২) পাতায় ব্রাউন স্পট হলে রোদ এর তাপ এ হয় ।
(৩) পাতা হলুদ হয়ে জল বেশি হলে হয় ।
এছাড়া সেরকম পোকা মাকড়ের প্রকোপ নেই এই গাছে।
**** এই গাছ ,সার এবং কীটনাশক কিনতে চাইলে যোগাযোগ করুন SIMPLE PLANT SOLUTION ৮২৯৬৫৯০৬৬৩ নম্বরে *****
Comments
Post a Comment