অল্প আলো আসে অথবা একদম কম আলো আসে এমন জায়গায় এই গাছ খুব সুন্দর হয়।
এখানে আমরা জানবো কিভাবে এই গাছের পরিচর্যা করতে হয় ।
এই গাছের উপযুক্ত মাটি :
কোকোপিট ১ ভাগ + লাল বা হলুদ বালি ১ ভাগ + ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো গোবর সার বা পাতা পঁচা সার ১ ভাগ ভালো করে মিশিয়ে ৬-৮ ইঞ্চি টব এর ক্ষেত্রে ১/২ চা চামচ ফসফেট + ১/২ চা চামচ ম্যাগনেসিয়াম সালফেট এবং ১০-১২ ইঞ্চির জন্য ১ চা চামচ ফসফেট + ১ চা চামচ ম্যাগনেসিয়াম সালফেট ভালো করে মিশিয়ে এই গাছের মাটি তৈরি করতে হবে।
গাছ কোথায় রাখা উচিৎ :
এই গাছ সবথেকে ভালো থাকে হালকা Indirect আলো আসে এমন জায়গায় অর্থাৎ যেখানে আলো থাকবে কিন্তু তাপ থাকবে না।
এই গাছের জলের ব্যবস্থাপনা :
হালকা ভিজে ভাব পছন্দ করে কিন্তু চপচপে ভিজে ভাগ পছন্দ করে না , সেই কারণে এই ভিজে ভাব বজায় রাখতে টব এর নিচে প্লেট দিয়ে তাতে জল দিয়ে রাখলে সবচেয়ে উপকার পাওয়া যায়।
এই গাছের খাবার এর ব্যবস্থাপনা :
৬-৮ ইঞ্চি টব এর ক্ষেত্রে ১/২ চা চামচ এন পি কে ১৯-১৯-১৯ + ১/২ চা চামচ ম্যাগনেশিয়াম সালফেট প্রতি মাস এ একবার এবং ১০-১২ ইঞ্চি টব এর ক্ষেত্রে ১ চা চামচ এন পি কে ১৯-১৯-১৯ + ১/২ চা চামচ ম্যাগনেশিয়াম সালফেট প্রতি মাস এ একবার মাটিতে ছড়িয়ে জল দিয়ে দিতে হবে ।
রোগ-পোকা :
(১) পাতা কুকড়ে যাওয়া জল বেশি হলে হয় ।
(২) পাতায় ব্রাউন স্পট হলে রোদ এর তাপ এ হয় ।
(৩) পাতা হলুদ হয়ে জল বেশি হলে হয় ।
এছাড়া সেরকম পোকা মাকড়ের প্রকোপ নেই এই গাছে।
**** এই গাছ ,সার এবং কীটনাশক কিনতে চাইলে যোগাযোগ করুন SIMPLE PLANT SOLUTION ৮২৯৬৫৯০৬৬৩ নম্বরে *****
0 comments:
Post a Comment