COMPLETE CARE OF PLANTS

WELCOME TO OUR BLOG

June 6, 2022

Miniature Alamonda মিনিয়েচার অ্যালামন্ডা

Miniature Alamonda মিনিয়েচার অ্যালামন্ডা

গরমকালের ফুলগুলি এর মধ্যে অন্যতম জনপ্রিয় এই অ্যালামন্ডা । 
এই অ্যালামন্ডা বিভিন্ন প্রজাতির হয়। টব এ কোন ধরণের অ্যালামন্ডা গাছ করা যায় তাই নিয়ে আমরা আলোচনা করবো। 
টব এ সব ধরনের অ্যালামন্ডা হলেও সবথেকে ভালো হয় এই মিনিয়েচার অ্যালামন্ডা (miniature alamonda) । এখানে আমরা আলোচনা করবো এই মিনিয়েচার অ্যালামন্ডা সম্পূর্ন পরিচর্যা সম্পর্কে।
টব নির্বাচন : প্রথমে ৬ ইঞ্চি বা ৮ ইঞ্চি টবে প্রতিস্থাপন করতে হবে।

মাটি : ২ ভাগ সাধারণ বাগানের মাটি + ১ ভাগ নদীর সাদা বালি + ১ ভাগ ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা পাতা পঁচা সার + ১/২ চা চামচ ফসফেট (৬-৮ ইঞ্চি টব এর ক্ষেত্রে ) মিশিয়ে মাটি তৈরি করে প্রতিস্থাপন করতে হবে।
প্রতিস্থাপন এর পর ভর্তি করে জল দিতে হবে।
প্রতিস্থাপন এর পর দুদিন হালকা ছায়াতে রেখে , দুদিন পর বাইরে যেখানে রাখা উচিত সেখানে রাখতে হবে।

প্রয়োজনীয় সূর্যালোকের পরিমান : এই গাছ সরাসরি সূর্যালোক (FULL SUN) এ সবচেয়ে ভালো থাকে , তাছাড়া এই গাছ হালকা ছায়াতে রাখলেও খুব সুন্দর ভাবে বেড়ে ওঠে।
যাদের পূর্ব দিকের ব্যালকনি তে সকাল থেকে সূর্যের আলো আসে তারা এই গাছ খুব ভালোভাবে করতে পারবে।

জল এর ব্যবস্থাপনা : মাটি হালকা ভিজে (MOIST) থাকা পছন্দ করে। অর্থাৎ গাছ এর গোড়ায় জল জমে থাকা অথবা মাটি খটখটে শুকিয়ে যাওয়া  পছন্দ করে না । 

সার এর ব্যবস্থাপনা : প্রতিস্থাপন এর ২০ দিন পর থেকে ১/২ চা চামচ ডি এ পি (DAP) + ১/২ মুঠো সর্ষে গুঁড়ো খোল চারিদিকে ছড়িয়ে জল ঢেলে দিতে হবে। 
২ মাস পর থেকে প্রত্যেক সপ্তাহে একবার অর্থাৎ ৭ দিন পর পর এন পি কে ১৯-১৯-১৯ ( N.P.K. 19-19-19) স্প্রে করতে হবে ১ গ্রাম ১ লিটার জল এ মিশিয়ে এবং মাসে দুবার মাইক্রোনিউট্রিএন্টস স্প্রে করতে হবে এবং প্রতি ২০-২৫ দিন অন্তর ১/২ চা চামচ ফসফেট + ১/২ চা চামচ সাদা পটাশ ( SOP) + ১ মুঠো সর্ষে গুঁড়ো খোল ভালো করে মিশিয়ে ৬ ইঞ্চি টব এর জন্য ৩ চা চামচ এবং ৮ ইঞ্চি টব এর জন্য সম্পূর্নটা চারিদিকে ছড়িয়ে জল দিয়ে দিতে হবে।

রোগ - পোকা এর ব্যবস্থাপনা : খুব বেশি পোকামাকড় এর আক্রমণ হয় না। 
তবে সমস্ত গাছ এর জন্যে ৪ টি প্রধান কীটনাশক সংগ্রহ করে রাখা উচিত : (১) কাকা (২) রোগর (৩) সুপার সোনাটা এবং  (৪) কনফিডোর 
এই ৪ টি কীটনাশক প্রতি সপ্তাহে একটি করে ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করলে কোনো ধরনের পোকা মাকর আক্রমণ করবে না। 

***** এই গাছ ,সার এবং কীটনাশক কিনতে চাইলে যোগাযোগ করুন SIMPLE PLANT SOLUTION ৮২৯৬৫৯০৬৬৩ নম্বরে *****


MINIATURE ALAMONDA CARE :
Among the Summer flower Alamonda is one of the most popular choice of us.
This Alamonda plants are of different species. Here we will discuss about which species can we grow easily in a clay or fibre or ceramic pot in the garden of our house. 
Almost every species of Alamonda can be grown in pot but Miniature Alamonda is the best choice for our small roof top garden or balcony garden. 
Here we will discuss how to care of Miniature Alamonda in details. 

POT SELECTION : At first we have to choose 6 inch or 8 inch pot.

POTTING MIX : NORMAL GARDEN SOIL : SILVER SAND OR HORTICULTURE SAND : VERMI COMPOST OR COW DUNG MANURE OR LEAF MOULD ( COW DUNG MANURE OR LEAF MOULD MUST BE ONE YEAR OLD ) = 2 : 1 : 1 ; MIX IN THIS RATIO AND AFTER MIXING WELL, ADD ½ TEA SPOON SINGLE SUPER PHOSPHATE FOR 6-8 INCH POT & Then the plant should be potting and after potting water throughly.
After replacement The pot should be kept in a shemi shade area and after that we can transfer it to outside.

SUNLIGHT NEED FOR THIS PLANT : This plants grow best in the direct sunlight. But we can also keep this plant in semi shady area and this results also good flowering. 
Whoever have East facing balcony , they also can keep this plant healthy and with a lots of flowering. 

WATERING : Moist loving plant. So try to keep moist the soil regularly. That's mean the plant like neither too wet nor too dry soil.

FERTILIZATION : After 20 days of replacement give ½ tea spoon DAP + ½ handful of Mustard Cake powder. Gapping should be 20 days.
After 2 months stop the previous fertilizer and give N.PK 19-19-19 OR 20-20-20 ( 1 gram in 1 litr of water ) foilar spray onve in every 7 days + spray Micronutrients twice in a month and Take (½ tea spoon single super phosphate + ½ tea spoon SOP + 1 handful of Mustard Cake powder ) FOR 6 INCH POT GIVE 3 TEA SPOON AND FOR 8 INCH POT GIVE THE ENTIRE. 

PROTECTION FROM DESEASE & INSECTS : This plant is not attacked by many insects. But try to keep in collection these 4 insecticides : (1) KAKA, (2) ROGOR, (3) SUPER SONATA & (4) CONFIDOR .From these 4 insecticides if you spray one each in every alternate week like this : First week : KAKA ; 2nd Week : ROGOR ; 3rd Week : SUPER SONATA ; 4 th week : CONFIDOR ; 5th week : again KAKA and so on, then the possibility of attack of any insects will be reduced upto 90%.
 
*****TO BUY THIS PLANT, THESE FERTILIZERS & INSECTICIDES OR FUNGICIDES, CONATC US @ SIMPLE PLANT SOLUTION 8296590663  *****






0 comments:

Post a Comment