COMPLETE CARE OF PLANTS

WELCOME TO OUR BLOG

July 16, 2022

শীতকালীন ফুল গাছের মাটি প্রস্তুতি

WINTER SEASON FLOWER PLANTS' SOIL
শীতকালীন ফুল গাছের মাটি প্রস্তুতি
শীত কালের মরশুমে প্রচুর পরিমাণ ফুল ফোটাতে চাইলে মাটির প্রস্তুতি এখন থেকেই করে ফেলতে হবে। 
তাহলে জেনে নেওয়া যাক শীতকালীন ফুল গাছের মাটি প্রস্তুতি কিভাবে করতে হবে : 

সাধারণ মাটি প্রস্তুতি : সাধারণ বাগানের মাটি সংগ্রহ করে ওই মাটি ভালো করে শুকিয়ে নিয়ে ঝুরো ঝুরো করে নিতে হবে , এরপর ২ এম এম বালি চালনি দিয়ে এই মাটি ভালো করে চেলে নিতে হবে। 
এর পরে এই মাটি ১ ভাগ নিয়ে এর সাথে অর্ধেক ভাগ পরিমাণ গোবর সার অথবা পাতা পঁচা সার অথবা ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিতে হবে (অর্থাৎ ১ টব মাটি র সাথে আর ১/২ টব কম্পোস্ট।)
এর পরে এই মিশ্রিত মাটির সাথে সার মেশাতে হবে। ১০ ইঞ্চি টব এর ক্ষেত্রে ১ মুঠো সর্ষে গুঁড়ো খোল বা ১ মুঠো বাদাম খোল গুঁড়ো + ১ চা চামচ ফসফেট + ১ চা চামচ সাদা পটাশ + ২ চা চামচ হারগুরো ( সিদ্ধ  হারগুরো হলে বেশি ভালো ) + ১ চা চামচ মাইক্রোনিউট্রিএন্টস --- নিয়ে ভালো করে মাটিতে মিশিয়ে দিতে হবে।
এর পর সম্ভব হলে আর একবার চালনি দিয়ে চেলে নিলে ভালো।
এর পর এই মাটি টব এর মধ্যে চেপে চেপে ভর্তি করে (উপরে ২ ইঞ্চি ফাঁকা রেখে মাটি ভর্তি করতে হবে ) ১৫ দিন ছায়াতে রেখে দিতে হবে।
এর ঠিক ১৫ দিন পর এই টবের মাটি তে কানায় কানায় ভর্তি করে জল দিতে হবে এবং এভাবে ৫ দিন রেখে দিতে হবে ছায়াতে।
এই ৫ দিন পরে টব থেকে মাটি বের করে মাটি বের করে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আবার আগের মতো টবে চেঁপে চেঁপে ভর্তি করে রাখতে হবে। 
আর যারা এই মাটি বস্তার মধ্যে রাখতে চান, প্রথমে মাটি যেভাবে প্রস্তুত করতে বলা হয়েছে সেভাবে করে ১৫-২০ দিন বস্তার মধ্যে রেখে, ১৫-২০ দিন বাদে বাদে মাটি বের করে মাটিতে জল দিয়ে হালকা জল দিয়ে মাটি হালকা ভিজিয়ে নিয়ে একটু ওলটপালট করে দিয়ে আবার বস্তায় ভরে রেখে দিতে হবে। 
এই পদ্ধতি প্রতি ১৫-২০ দিন অন্তর করে যেতে হবে।
যাদের কাছে পুরনো মাটি রয়েছে, এবং তার থেকে নতুন এই মাটি প্রস্তুত করছেন, তারা , এই পদ্ধতিতে মাটি তৈরি করে এর ঠিক একমাস বাদে প্রতি ১ টি টবের জন্য ১ গ্রাম অর্থাৎ ১ আইসক্রিম চামচ কলিচুন মেশাবেন । মিশিয়ে আবার একটু জল দিয়ে মাটি হালকা ভেজা ভেজা করে আবার বস্তায় ভরে রাখবেন এবং ১৫-২০ দিন পর পর যেভাবে মাটি বের করে জল দিয়ে হালকা ভিজিয়ে আবার বস্তা বন্দী করতে বলা হয়েছে তেমন করতে থাকবেন। 
এই ভাবে করলে অক্টোবর মাস এ আপনার শীত কালীন মাটি সম্পুর্ন ভাবে প্রস্তুত হয়ে যাবে। 

***** এই সম্পূর্ণ তৈরি মাটি,  শীতকালীন গাছ , এই সমস্ত সার এবং কীটনাশক কিনতে চাইলে যোগাযোগ করুন SIMPLE PLANT SOLUTION ৮২৯৬৫৯০৬৬৩ নম্বরে *****




0 comments:

Post a Comment