এই গাছের মাটি : (১) BEST SOIL : সাধারণ বাগানের মাটি মূলত এঁটেল মাটি হলে ভালো হয় ৩ ভাগ + নদীর সাদা বালি ১ ভাগ + ১ ভাগ ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো পচানো গোবর সার বা পাতা পঁচা সার + ১/৪ ভাগ কোকোপিট - এগুলি মিশিয়ে মাটি তৈরি করে এর সাথে ১০-১২ ইঞ্চি টবের জন্যে ১ চা চামচ সর্ষে গুঁড়ো খোল + ১ চা চামচ পটাশ এবং ৮ ইঞ্চি টবের ক্ষেত্রে এই পরিমাণ অর্ধেক করে দিতে হবে ।
(২) আরেকভাবে মাটি তৈরি : সাধারণ বাগানের মাটি ১ ভাগ + ভার্মি কম্পোস্ট ১ ভাগ + ১/২ কোকোপিট এবং বাকি সার এর পরিমাণ সমান রেখে মাটি তৈরি করতে হবে।
সূর্যালোকের প্রয়োজনীয়তা : সম্পূর্ণ সূর্যালোকে সবচেয়ে ভালো হবে। গ্রীষ্মের প্রখর রোদে অনেক সময় পাতা পুড়ে যায়, সেই সময় হালকা ছায়া তে রাখা প্রয়োজন।
যাদের বাড়িতে অল্প আলো আসে বা ব্যালকনি তে গাছ করতে চান, তারা অবশ্যই এই গাছ করতে পারবেন।
এই গাছের জলের ব্যবস্থাপনা : সম্পুর্ন সূর্যালোকে গাছ রাখলে প্রতিদিন জল দিতে হবে । গ্রীষ্মের সময় সকাল বিকেল দুবেলা জল দিতে হতে পারে যদি মাটি শুকিয়ে যায়, আবার বর্ষাকাল এ হয়তো গ্যাপ দিয়ে জল দিত হবে। এই গাছ হালকা মঈশ্চার পছন্দ করে।
এই গাছের খাবারের ব্যবস্থাপনা : গাছ প্রতিস্থাপনের ২০ দিন পর থেকে ১ চা চামচ সর্ষে গুঁড়ো খোল + ১ চা চামচ এস.ও.পি (SOP) প্রথম দুমাস ৩০ দিন অন্তর এবং তার পর প্রতি সপ্তাহে একবার এন পি কে ১৯-১৯-১৯ স্প্রে করতে হবে এবং মাসে দুবার মাইক্রোনিউট্রিএন্টস স্প্রে করতে হবে এবং মাসে দুবার প্ল্যানোফিক্স স্প্রে করতে হবে ।
রোগ পোকা এর ব্যবস্থাপনা : কাকা, কনফিডর, সুপার সোনাটা এবং রগড় বা টাফগর এই চারটি কীটনাশক প্রতি সপ্তাহে একবার করে ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করলে কোনো পোকা মাকোর আক্রমণ করবে না।
***** এই গাছ ,সার এবং কীটনাশক কিনতে চাইলে যোগাযোগ করুন SIMPLE PLANT SOLUTION ৮২৯৬৫৯০৬৬৩ নম্বরে *****
0 comments:
Post a Comment