আজ আলোচনার বিষয়বস্তু হলো এমন এক ধরনের মাটি প্রস্তুতি যাতে সমস্ত রকম শীতকালীন ফুল গাছ প্রতিস্থাপন করা যাবে এবং তাতে ভরপুর ফুল পাওয়া যাবে।
তাহলে জেনে নেওয়া যাক কিভাবে এই মাটি প্রস্তুত করতে হবে !!
১ ভাগ সাধারণ বাগানের মাটি ( এঁটেল মাটি ) + ১ ভাগ নদীর সাদা বালি মাটি + ১ ভাগ ভার্মী কম্পোষ্ট বা এক বছরের পুরানো পচানো গোবর সার বা এক বছরের পুরনো পচানো পাতা পঁচা সার মিশিয়ে মাটি তৈরি করে একদিন রোদ এ শুকিয়ে নিতে হবে এবং একবার চালুনি দিয়ে চেলে নিতে হবে ।
এবার জানা যাক এই মাটিতে গাছ লাগানোর পরবর্তী স্টেপ কী করতে হবে : মরসুমের এই গাছগুলি যখন ১.৫ ইঞ্চি টব থেকে ৩ ইঞ্চি তে এবং তারপর ৩ ইঞ্চি থেকে ৮-১০ ইঞ্চি টবে প্রতিস্থাপন করা হবে , তার ৩-৪ দিন পরে সর্ষে খোল পঁচা জল দিতে হবে ( এই পদ্ধতি শেষে আলোচনা করা হচ্ছে) এক কাপ করে প্রতি সপ্তাহে একবার। এর সাথে প্রতি ৮-১০ ইঞ্চি টবে ৬-৭ ডি এ পি দানা টবের চারিদিকে ছড়িয়ে দিতে হবে ।
সমস্ত রকম সার দেওয়ার আগেরদিন রাত এ গাছের গোঁড়া ভিজিয়ে দিতে হবে এবং পরেরদিন ভোরবেলায় সার প্রয়োগ করতে হবে।
** শীতকালীন তরল সার : ২৫০ গ্রাম সর্ষে খোল বা বাদাম খোল ১ লিটার জলে ৭ দিন রেখে পচিয়ে ( প্রতিদিন একবার করে একটা লাঠি দিয়ে জলটা নাড়িয়ে দিতে হবে এবং তারপর মুখ ঢাকা দিয়ে রাখতে হবে ) অষ্টম দিনে এর সাথে ২ টেবিল চামচ ডি এ পি মিশিয়ে ১ দিন রেখে নবম দিনে পুরোটা ছেকে নিয়ে তার সাথে আরো ৫ লিটার জল মিশিয়ে তার থেকে প্রতি গাছে ১ কাপ করে দিতে হবে।
**** শীতকালীন বিভিন্ন ফুল, সব্জিগাছ এর চারা, বীজ ,সার এবং কীটনাশক কিনতে চাইলে যোগাযোগ করুন SIMPLE PLANT SOLUTION ৮২৯৬৫৯০৬৬৩ নম্বরে *****
0 comments:
Post a Comment