COMPLETE CARE OF PLANTS

WELCOME TO OUR BLOG

November 25, 2022

Calendula ক্যালেন্ডুলা গাছের সম্পূর্ণ পরিচর্যা

Calendula ক্যালেন্ডুলা গাছের সম্পূর্ণ পরিচর্যা 

অক্টোবর মাসের শেষের থেকে এই গাছের চারা লাগানোর উপযুক্ত সময়। 
এই গাছের উপযুক্ত টব নির্বাচন : এই গাছের জন্য ৬ ইঞ্চি মাটির টব উপযুক্ত। এছাড়া ৮-১০ ইঞ্চি টবে ২-৩ তে গাছ একসাথে বসাতে পারবেন।

এই গাছের প্রয়োজনীয় মাটি : দুভাগ নদীর সাদা বালি + ১ ভাগ সাধারণ বাগানের মাটি + ১ ভাগ ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা পাতা পঁচা সার মিশিয়ে এর সাথে ১ চা চামচ ফসফেট এবং ২ চা চামচ নিমখোল মিশিয়ে নিতে হবে।

প্রতিস্থাপনের পর  ২ দিন ছায়াতে রাখতে হবে এবং সন্ধ্যাবেলা খোলা আকাশের নিচে শিশির যাতে লাগে এমন জায়গায় রাখতে হবে। ২ দিন পর সরাসরি সূর্যালক পায় এমন জায়গায় রাখতে হবে।

জলের ব্যবস্থাপনা : মাটির উপরের অংশ ১-২ ইঞ্চি শুকিয়ে গেলে জল দিতে হবে। ভেজা ভেজা ভাব ( moisture ) রাখতে হবে।

খাবারের ব্যবস্থাপনা : এন পি কে (১৯-১৯-১৯ বা ২০-২০-২০) প্রতি ১৫ দিন অন্তর ১ চা চামচ করে মাটিতে ছড়িয়ে দিতে হবে এবং প্রতি ১০ দিন অন্তর তরল সার ( তরল সার প্রস্তুতি পদ্ধতি ব্লগে বিস্তারিত লেখা আছে ) প্রয়োগ করতে হবে।

রোগ পোকার ব্যবস্থাপনা : প্রতিস্থাপনের ২দিন পর থেকে প্রতি ১০ দিন অন্তর রগোর বা টাফগর স্প্রে করতে হবে এবং মাসে একবার টব এর মাটিতে ১চা চামচ ফুরাডন ছড়িয়ে দিতে হবে।

এই ভাবে স্টেপ ফলো করলে শীতকালে এই গাছে ফুলে ভরে যাবে।

**** এই গাছ ,সার এবং কীটনাশক কিনতে চাইলে যোগাযোগ করুন SIMPLE PLANT SOLUTION ৮২৯৬৫৯০৬৬৩ নম্বরে *****


0 comments:

Post a Comment