এই গাছটি একটি শীতকালীন সাকুলেন্ট গাছ কিন্তু প্রায় সারাবছরই এই গাছের থেকে ফুল পাওয়া যায়। এই গাছটি ইনডোর এও অল্প আলো আসে এমন জায়গায় করা যায়।
টব নির্বাচন : ৬-৮ ইঞ্চি টব
মাটির ব্যবস্থাপনা : ১ ভাগ সাধারণ বাগানের মাটি + ২ ভাগ নদীর সাদা বালি + ১ ভাগ ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার বা পাতা পঁচা সার ভালো করে মিশিয়ে নিতে হবে
সূর্যালোকের প্রয়োজনীয়তা : এই গাছটি সরাসরি সূর্যালোকে সবথেকে ভালো হয় আবার সেমি শেড এও খুব ভালো হয়( যেখানে উজ্জ্বল আলো আসে এবং দক্ষিণ দিকের আলো আসে
)
জলের ব্যবস্থাপনা : গাছের গোঁড়া যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ শোকাচ্ছে ততক্ষণ জল দেওয়া যাবে না।
খাবারের ব্যবস্থাপনা : তরল সার (আমাদের ব্লগ এ বিস্তারিত লেখা পেয়ে যাবেন ) প্রয়োগ করতে হবে ১০ দিন অন্তর এবং প্রতি ২০ দিন অন্তর এন পি কে (১৯-১৯-১৯ বা ২০-২০-২০) ১/২ চা চামচ ছড়িয়ে দিতে হবে মাটিতে
রোগ পোকার ব্যবস্থাপনা : প্রতি ৭ দিন অন্তর অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এবং প্রতি ১০ দিন অন্তর টাফগর স্প্রে করতে হবে।
এই ভাবে স্টেপ ফলো করলে শীতকালে এই গাছে ফুলে ভরে যাবে।
**** এই গাছ ,সার এবং কীটনাশক কিনতে চাইলে যোগাযোগ করুন SIMPLE PLANT SOLUTION ৮২৯৬৫৯০৬৬৩ নম্বরে *****
0 comments:
Post a Comment