Kalanchoe ক্যালাঞ্চ গাছের সম্পূর্ণ পরিচর্যা

এই গাছটি একটি শীতকালীন সাকুলেন্ট গাছ কিন্তু প্রায় সারাবছরই এই গাছের থেকে ফুল পাওয়া যায়। এই গাছটি ইনডোর এও অল্প আলো আসে এমন জায়গায় করা যায়।
টব নির্বাচন : ৬-৮ ইঞ্চি টব
মাটির ব্যবস্থাপনা : ১ ভাগ সাধারণ বাগানের মাটি + ২ ভাগ নদীর সাদা বালি + ১ ভাগ ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার বা পাতা পঁচা সার ভালো করে মিশিয়ে নিতে হবে
সূর্যালোকের প্রয়োজনীয়তা : এই গাছটি সরাসরি সূর্যালোকে সবথেকে ভালো হয় আবার সেমি শেড এও খুব ভালো হয়( যেখানে উজ্জ্বল আলো আসে এবং দক্ষিণ দিকের আলো আসে
)
জলের ব্যবস্থাপনা : গাছের গোঁড়া যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ শোকাচ্ছে ততক্ষণ জল দেওয়া যাবে না।
খাবারের ব্যবস্থাপনা : তরল সার (আমাদের ব্লগ এ বিস্তারিত লেখা পেয়ে যাবেন ) প্রয়োগ করতে হবে ১০ দিন অন্তর এবং প্রতি ২০ দিন অন্তর এন পি কে (১৯-১৯-১৯ বা ২০-২০-২০) ১/২ চা চামচ ছড়িয়ে দিতে হবে মাটিতে
রোগ পোকার ব্যবস্থাপনা : প্রতি ৭ দিন অন্তর অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এবং প্রতি ১০ দিন অন্তর টাফগর স্প্রে করতে হবে।
এই ভাবে স্টেপ ফলো করলে শীতকালে এই গাছে ফুলে ভরে যাবে।
**** এই গাছ ,সার এবং কীটনাশক কিনতে চাইলে যোগাযোগ করুন SIMPLE PLANT SOLUTION ৮২৯৬৫৯০৬৬৩ নম্বরে *****

Comments
Post a Comment