COMPLETE CARE OF PLANTS

WELCOME TO OUR BLOG

November 28, 2022

Vinca বিদেশী নয়নতারা গাছের সম্পূর্ণ পরিচর্যা

Vinca বিদেশী নয়নতারা গাছের সম্পূর্ণ পরিচর্যা 

এটি প্রধানত গ্রীষ্মকালীন ফুলের গাছ, তবে এই ভিনকা বা বিদেশী নয়নতারা শীতকালে খুবই ভালো ফুল দেয়, গরম কালে এবং বর্ষাকালেও ভরপুর ফুল দেয়।
এই গাছের প্রচুর কালারের ফুল পাওয়া যায়। কিন্তু এই গাছ এ বৃষ্টির জল একেবারেই লাগানো যাবে না। 
মাটির ব্যবস্থাপনা : সাধারণ বাগানের মাটি ২ ভাগ + ১ ভাগ ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা পাতা পঁচা সার + ১ ভাগ কোকোপিট ---- ভালো করে মিশিয়ে নিয়ে ৮ ইঞ্চি টব এর হিসেবে ১/২ চা চামচ ফসফেট এবং ১০ ইঞ্চি টব এর হিসেবে ১ চা চামচ ফসফেট এই মাটির সাথে মিশিয়ে নিতে হবে।
প্রতিস্থাপন এর পর দুদিন ছায়াতে রাখতে হবে এবং রাতে অবশ্যই কুয়াশা যেনো পায় সেইদিকে খেয়াল রাখতে হবে।

সূর্যালোকের প্রয়োজনীয়তা : শীতকালে সম্পূর্ণ সূর্যের আলোতে রাখতে হবে। তবে যারা ব্যালকনিতে এই গাছ করতে চান, কম আলোতেও খুব সুন্দর ভাবে এই গাছ হবে।
গরমকালে সেমি শেড এ যেখানে সকালের মিষ্টি আলো আসে কিন্তু দুপুরের কড়া রোদ পড়ে না, সেই জায়গায় রাখতে হবে এবং বৃষ্টির জল থেকে বাঁচানো সবথেকে গুরুত্বপূর্ণ।

জলের ব্যবস্থাপনা : এই গাছের মাটিতে জল দেওয়ার পর যখন একটু একটু মাটি শুকিয়ে আসবে তখন আবার জল দিতে হবে। গাছের গোঁড়ায় যেনো জল না জমে

খাবারের ব্যবস্থাপনা : ৮ ইঞ্চি টবের ক্ষেত্রে ১ চা চামচ সাদা পটাশ + ১ চা চামচ এন পি কে ( ১৯-১৯-১৯ / ২০-২০-২০ ) + ১ চা চামচ ডি এ পি + ১ মুঠো সর্ষে গুঁড়ো খোল ভালো করে মিশিয়ে এই মিশ্রণ থেকে হাফ মুঠো টবের মাটি র চারিদিকে ছড়িয়ে জল দিয়ে দিতে হবে মাসে একবার এবং ১০ ইঞ্চি টবের ক্ষেত্রে ওই মিশ্রণটি ১ মুঠো দিতে হবে।
মাসে একবার মাইক্রোনিউট্রিএন্টস স্প্রে করতে হবে।
পোকামাকড় এর জন্যে যে চারটি কীটনাশক ব্যবহার করতে বলা হয়েছে ( কাকা, থিটা, সুপার সোনাটা এবং কনফিডর ) , এই গুলি প্রতি সপ্তাহে ১ বার করে ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করে যেতে হবে এবং টবের মাটিতে মাস এ একবার ফুরাডন ১ চা চামচ ছড়িয়ে দিতে হবে এবং মাসে একবার যেকোনো ফানগিসাইড স্প্রে করতে হবে ১ লিটার জলে ১ গ্রাম দিয়ে।

এই ভাবে স্টেপ ফলো করলে শীতকালে এই গাছে ফুলে ভরে যাবে।

**** এই গাছ ,সার এবং কীটনাশক কিনতে চাইলে যোগাযোগ করুন SIMPLE PLANT SOLUTION ৮২৯৬৫৯০৬৬৩ নম্বরে *****



0 comments:

Post a Comment