COMPLETE CARE OF PLANTS

WELCOME TO OUR BLOG

December 1, 2022

Rose WINTER care গোলাপ এর শীতকালীন পরিচর্যা ( অক্টোবর - ফেব্রুয়ারি )(মিনিয়েচার গোলাপ এবং কালো, হলুদ গোলাপ বাদে )

Rose WINTER care গোলাপ এর শীতকালীন পরিচর্যা ( অক্টোবর - ফেব্রুয়ারি )
(মিনিয়েচার গোলাপ এবং কালো, হলুদ গোলাপ বাদে )
অক্টোবর এর শেষে যখন দিন এবং রাত এর তাপমাত্রার পার্থক্য ১০ ডিগ্রী, সেই সময় গোলাপ গাছের শীতকালীন পরিচর্যা শুরু।
প্রথমেই আসবো আমরা দুই বছর বয়স এর বেশি গোলাপ গাছ গুলিকে কিভাবে শীতকালীন পরিচর্যা করবো সেই প্রসঙ্গে। 
দুই বছরের বেশি বয়স্ক গোলাপ গাছের শিকড় কাটাই পদ্ধতি : শিকড় বা ডাল কাটাই ছাঁটাই এর ৭ দিন আগে কোনো একটি গ্রোথ রেগুলেটর স্প্রে করতে হবে এবং ৩ দিন আগে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। 
প্রথমে ডাল কাটাই ছাঁটাই করতে হবে এক বিগদা মত মাপে। এর ঠিক ১-২ দিন এর মধ্যেই শিকড় কাটাই ছাঁটাই করতে হবে। ডাল কাটাই এর সময় খেয়াল রাখতে হবে যাতে গাছ এ কোনো পাতা অবশিষ্ট না থাকে, থাকলে সেটা কেটে ফেলতে হবে। এর পর শিকড় কাটাই করে নিম্নলিখিত মাটি অনুসারে গাছটি নতুন করে প্রতিস্থাপন করতে হবে।
প্রতিস্থাপন এর মাটি : টব এর অর্ধেক সাধারণ বাগানের মাটি এবং বাকি অর্ধেক ভার্মি কম্পোস্ট ভালো করে মিশিয়ে এর সাথে ৫ চা চামচ সিং কুচি ও ক্ষুর কুচি + ২.৫ চা চামচ হারগুরো + ১ চা চামচ সাদা পটাশ ( SOP ) + ১/২ চা চামচ এপসম সল্ট ( MgSo4 ) + ১ চা চামচ ইউরিয়া মিশিয়ে নিতে হবে।
প্রতিস্থাপন এর সময় গোঁড়া এর grafted অংশটি সবসময় মাটির ওপরে রাখতে হবে।

প্রতিস্থাপন এর পরের পরিচর্যা : প্রতিস্থাপনের পর ৪ দিন গাছটিকে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে এবং তার পর ৩ দিন এমন জায়গায় রাখতে হবে যেখানে সকালের মিষ্টি রোদ পায় কিন্তু দুপুরের কড়া রোদের তীব্রতা যেনো না পায় এবং তারপর অর্থাৎ প্রতিস্থাপন এর ৭ দিন পর গাছটি সরাসরি ৮-১০ ঘণ্টা রোদ পায় এমন জায়গায় রাখতে হবে। ( কচি পাতা এক সপ্তাহের মধ্যেই দেখা যাবে, তখনই সূর্যের আলোতে বের করতে হবে )
নতুন শাখা আসার পরের পরিচর্যা : নতুন শাখা, পাতা যেইদিন দেখা যাবে , তার ঠিক ৩ দিন পর থেকে টাফগর স্প্রে করতে হবে ১ লিটার জলে ৩০ ফোঁটা নিয়ে প্রতি ৫ দিন অন্তর।
এই সময় যখন গাছ এ জল দেওয়া হবে, ওই জল এ প্রতি ৫ দিন অন্তর ১ লিটার এ ১ চা চামচ সাফ মিশিয়ে মাটি তে দিতে হবে।
গাছ এর কচি শাখা ১ আঙ্গুল লম্বা হলে ১ লিটার জলে ৩০ ফোঁটা গ্রোথ রেগুলেটর মিশিয়ে স্প্রে করতে হবে ভোরবেলা প্রতি ১০ দিন অন্তর।
কাটাই ছাঁটাই এর ৩০ দিন পর থেকে তরল সার প্রয়োগ করতে হবে : ৫০০ গ্রাম সর্ষে খোল এবং ১ লিটার ভাত এর মাড় -- ১ লিটার জলে মিশিয়ে ৭ দিন রাখতে হবে কোনো পাত্রে। এই ৭ দিন এর প্রতিদিন দুইবার একটি লাঠি দিয়ে একবার ডানদিকে একবার বাঁদিকে মিশ্রণ টি নেরে দিতে হবে। ৭ দিন পর সম্পূর্ণটা ছেঁকে নিয়ে এর সাথে ৫ লিটার জল মেশাতে হবে । প্রতি গোলাপ গাছে এই সার ১ মগ করে মাটিতে দিতে হবে ( সার দেওয়ার আগের দিন ভালো করে মাটি ভিজিয়ে নিতে হবে , নয়তো সার কাজ করবে না ) । এই তরল সার চলবে সম্পূর্ণ নভেম্বর মাস প্রতি ১০ দিন অন্তর।

ডিসেম্বর মাসে সার এবং অন্যান্য পরিচর্যা : 
২ চা চামচ সরষে খোল গুঁড়ো + ১ চা চামচ রক্তসার ( রক্তসার এর বদলে ১/২ চা চামচ ডি এ পি D.A.P. মেশানো যেতে পারে ) + ১ চা চামচ ডি এ পি D.A.P. + ১/২ চা চামচ ইউরিয়া + ১/২ চা চামচ সিংকুচি + ১/২ চা চামচ খুরকুচি 

** প্রতি ৩ দিন অন্তর মিরাকুলান স্প্রে
** প্রতি ৩ দিন অন্তর সাফ স্প্রে
** প্রতি ৩ দিন অন্তর স্প্রে
এর পর ৭ দিন অপেক্ষা। ৭ দিন পর আবার এই রুটিন । এভাবে চলবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত।
pesticide ( TAFGOR ) ---- after 3 days PGR ( MIRACULAN ) ---- after 3 days FUNGICIDE ( SAAF )

জানুয়ারি মাসে সার এবং অন্যান্য পরিচর্যা : ১০০ গ্রাম কাঁচা গোবর ১লিটার জলে ১৫ দিন ভিজিয়ে রাখতে হবে পাত্রের মুখ ঢাকা দিয়ে। ১৬তম দিনে সম্পূর্ণটা ছেঁকে নিয়ে তারসাথে জল মেশাতে হবে ততক্ষণ, যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটি লিকার চা এর মত লালচে রং আসে। এর পর এই মিশ্রণ থেকে প্রতি গাছের গোড়ায় ৩ কাপ দিতে হবে ১৫ দিন অন্তর।

** মাইক্রোনিউট্রিএন্টস দিতে হবে : যদি গুঁড়ো হয়, তাহলে মাস এ একবার ১ চা চামচ এবং যদি তরল হয়, তাহলে মাস এ একবার স্প্রে করতে হবে ১ লিটার জলে ৩০ ফোঁটা নিয়ে।

** প্রতি ৩ দিন অন্তর মিরাকুলান স্প্রে
** প্রতি ৩ দিন অন্তর সাফ স্প্রে
** প্রতি ৩ দিন অন্তর স্প্রে
এর পর ৭ দিন অপেক্ষা। ৭ দিন পর আবার এই রুটিন । এভাবে চলবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত।
** প্রতিদিন জল দিয়ে গাছ কে ভালো করে স্নান করাতে হবে সকাল বিকেল দুবার ( ফুলে যেনো জল না লাগে ) , ওষুধ দেওয়ার দিনগুলি বাদ দিয়ে ।

ফেব্রুয়ারি মাসের সার এবং অন্যান্য পরিচর্যা : 
ডি এ পি ১/২ চা চামচ + সিঙ্গেল সুপার ফসফেট ১/২ চা চামচ + এস ও পি ১/২ চা চামচ ভালো করে মিশিয়ে এর থেকে ১২ ইঞ্চি টবে ২ চা চামচ এবং ৮-১০ ইঞ্চি টবে ১.৫ চা চামচ ছড়িয়ে দিতে হবে।
 ** সকাল এ ভালোকরে জল স্প্রে করে স্নান করতে হবে 
** ফুলের ভারে গাছের ডাল নুইয়ে পড়লে এই সময় ৩ পাতার নীচের থেকে এবং ৫ পাতার ওপর থেকে ৪৫⁰ অ্যাঙ্গেল করে কেটে দিয়ে কাটা জায়গায় যেকোনো ফাঙ্গীসাইড এর প্রলেপ দিতে হবে ।
** ওষুধ ,ভিটামিন, গ্রোথ রেগুলেটর যেমনভাবে চলছিলো সেভাবেই চলবে।

এই ভাবে স্টেপ ফলো করলে শীতকালে এই গাছে ফুলে ভরে যাবে।

**** এই গাছ ,সার এবং কীটনাশক কিনতে চাইলে যোগাযোগ করুন SIMPLE PLANT SOLUTION ৮২৯৬৫৯০৬৬৩ নম্বরে *****






0 comments:

Post a Comment