COMPLETE CARE OF PLANTS

WELCOME TO OUR BLOG

December 14, 2022

ZZ Plant জি জি প্লান্ট এর সম্পূর্ণ পরিচর্যা

ZZ Plant জি জি প্লান্ট এর সম্পূর্ণ পরিচর্যা

জনপ্রিয় একটি ইনডোর প্লান্ট এই জি জি প্লান্ট।
আজ এই প্লান্ট এর সম্পূর্ণ পরিচর্যা সম্পর্কে আলোচনা করা হবে।

এই গাছের প্রয়োজনীয় মাটি : এই গাছের জন্য উপযুক্ত কিছু প্রকার মাটি তৈরির পদ্ধতি আলোচনা করা যাক : (১) ১ ভাগ ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা পাতা পঁচা সার + ১ ভাগ হলুদ বালি  বা সাদা বালি + ১ ভাগ সাধারণ বাগানের মাটি
(২) শুধু মাত্র কোকোপিট
(৩) শুধু মাত্র ভার্মি কম্পোস্ট বা গোবর সার
(৪) ১ ভাগ ভার্মি কম্পোস্ট + ১ ভাগ হলুদ বালি

এই গাছ কোথায় রাখা উচিত : এই গাছ কখনোই সরাসরি সূর্যের আলোতে রাখা যাবে না । ঘরে, বারান্দায়, ব্যালকনিতে , অফিসের টেবিল এ যেখানে হালকা আলো আসে সেই সমস্ত জায়গায় খুব ভালো হয়। 

এই গাছের জলের ব্যবস্থাপনা : ফার্স্ট টাইম জল দেওয়ার সময় ভরপুর জল দিয়ে তারপর থেকে যখন মাটির ওপর ভাগ হালকা শুকিয়ে আসবে তখন অল্প জল দিতে হবে, সেটা ২ দিন পরে হলেও তাই আবার সেই শুকনো টা ২ মাস পরে হলেও তাই, ওই ওপরের মাটি হালকা শুকিয়ে এলেই অল্প জল দিতে হবে। খুব বেশি জল না দেওয়াই ভালো। 
এই গাছের খাবারের ব্যবস্থাপনা : ১ চা চামচ সরষে গুঁড়ো খোল + ১/২ চা চামচ হাড় গুঁড়ো + ১/২ চা চামচ সাদা পটাশ ( SOP ) + ১/২ চা চামচ মাইক্রোনিউট্রিএন্টস গুঁড়ো মিশিয়ে মাসে একবার গাছের মাটির চারিদিকে ছড়িয়ে দিতে হবে। 

রোগ - পোকার ব্যবস্থাপনা : এই গাছে খুব বেশি পোকার আক্রমণ হয় না, তবে ৩-৪ মাস অন্তর একবার করে ফাঙ্গীসাইড স্প্রে করতে হবে এবং মাঝে মাঝে পাতলা কাপড় বা তুলো জলে ভিজিয়ে পাতা গুলি মুছে দিতে হবে।

এই ভাবে স্টেপ ফলো করলে এই গাছ খুব সুন্দরভাবে আপনাদের ঘরে বেড়ে উঠবে।

**** এই গাছ ,সার এবং কীটনাশক কিনতে চাইলে যোগাযোগ করুন SIMPLE PLANT SOLUTION ৮২৯৬৫৯০৬৬৩ নম্বরে *****



0 comments:

Post a Comment