COMPLETE CARE OF PLANTS

WELCOME TO OUR BLOG

January 5, 2023

গোলাপ এর মাটি প্রস্তুতি

 গোলাপ এর মাটি প্রস্তুতি (কালো, হলুদ এবং সাদা বাদে )

গোলাপ গাছ কেনার উপযুক্ত সময় নভেম্বর থেকে ফেব্রুয়ারি। গাছ বছরের যেকোনো সময়ই কেনা যায়, তবে এই সময় গাছ এর ফুল দেখে এবং সাস্থ্য দেখে কেনা যায়। আর বছরের যেকোনো সময়ে যেকোনো গাছ প্রতিস্থাপন করা যায়, তবে কাটাই ছাঁটাই এর সময় প্রতিটা গাছ এর আলাদা আলাদা। বিশেষত যে গাছ এ যেই সময় ফুল ফল আসে, সেই মরসুম আসার আগেই কাটাই ছাঁটাই করা উচিত।তাতে নতুন কচি ডাল আসে, সাথে ফুলে ফলে গাছ ভরে ওঠে।

গোলাপ এর মাটি বিভিন্ন উপায়ে প্রস্তুত করা যায় । সেগুলির মধ্যে কয়েকটি বিশেষ মাটি প্রস্তুত-এর আলোচনা করা হচ্ছে ।

(ক) ১ ভাগ ভার্মি কম্পোস্ট এর সাথে ১ ভাগ সাধারণ বাগানের মাটি, ১ ভাগ সাদা বালি ( silver sand বা horticultural sand) , ১/২ ভাগ কোকোপিট ভালো করে মিশিয়ে চালুনি দিয়ে চেলে নিতে হবে। এর পর এই মিশ্রণের সাথে ৮"-১০" টব প্রতি ১ চা চামচ সিঙ্গেল সুপার ফসফেট এবং ১ চা চামচ খরিমাটি মিশিয়ে নিয়ে গোলাপ এর মাটি প্রস্তুতি শেষ হবে ।

(খ) এই প্রক্রিয়াতে জোগাড় করতে হবে ইটভাটা থেকে লালমাটি। 
১ ভাগ এই লালমাটি + ১ ভাগ ভার্মি কম্পোস্ট + ১ ভাগ কোকোপিট ভালো করে মিশিয়ে গোলাপ এর উপযুক্ত এবং খুবই ভালো একটি মিডিয়া তৈরি করে নেওয়া যায়।

(গ) এক্ষেত্রে নিতে হবে ১ টব এঁটেল মাটি ( সাধারণ বাগানের মাটি) + ১ টব ভার্মি কম্পোস্ট + ১ টব হলুদ বালি 
** এই হলুদ বালি মশারী দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে।
এই ৩টি উপকরন ভালো করে মিশিয়ে এর সাথে এই ৩ টব এর জন্যে ৩ টেবিল চামচ খরিমাটি + ৩ চা চামচ সিঙ্গেল সুপার ফসফেট + ৩ চা চামচ অ্যাগ্রমিন গোল্ড দানা মিশিয়ে নিতে হবে ( অ্যাগ্রমিন গোল্ড না থাকলে অসুবিধা নেই)।

এই ৩ ভাবে গোলাপ এর মাটি প্রস্তুত করা যায়। প্রতি ক্ষেত্রেই প্রতিস্থাপন এর পর ৫ দিন ছাওয়া তে গাছ রেখে তারপর থেকে সরাসরি সূর্যের আলোতে রাখতে হবে।
*** এই ভাবে তৈরি মাটিতে মিনিএচার গোলাপ, কালো গোলাপ, হলুদ গোলাপ এবং সাদা গোলাপ প্রতিস্থাপন করা যাবে না । এই ধরনের মাটি তৈরির লিংক গুলো দিয়ে দেওয়া হলো নিচে

**** এই গাছ ,সার এবং কীটনাশক কিনতে চাইলে যোগাযোগ করুন SIMPLE PLANT SOLUTION ৮২৯৬৫৯০৬৬৩ নম্বরে *****




0 comments:

Post a Comment