এই ৩রকম গোলাপ এর মাটি প্রস্তুত করতে হবে প্রতিস্থাপনের ১ মাস আগে থাকতে।
২ ভাগ এঁটেল মাটি + ১ ভাগ সাদা বালি মিশিয়ে টব (১০-১২ ইঞ্চি) ভর্তি করতে হবে । এর সাথে ৫০০ গ্রাম ভার্মি কম্পোস্ট + ৫ গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট + ৫ গ্রাম কাঠের ছাই মিশিয়ে আবারও টব টি ভর্তি করতে হবে। এর পর ওই টব ভর্তি মিশ্রণ এ ভালো করে জল দিতে হবে যাতে সম্পূর্ণ মাটি ভিজে যায়।
এই মাটি একমাস ছাওয়াতে রাখতে হবে এবং প্রতি ১০ দিন অন্তর টব উল্টে মাটি বের করে ভালো করে ছড়িয়ে ৪-৫ ঘণ্টা পর আবার টবে ভর্তি করে রাখতে হবে এবং প্রথম ১০ দিন পর কোনো জল না দিয়ে দ্বিতীয় বার, অর্থাৎ ২০ দিন এর পর টব এর মাটি ছড়িয়ে রেখে হালকা জল দিয়ে ভিজে ভিজে করে ৪-৫ ঘণ্টা রেখে আবার টব এ ভর্তি করে রাখতে হবে ছাওয়াতে। তার ১০ দিন পর অবশেষে টব থেকে মাটি বের করে ছড়িয়ে রাখার আগে এই মাটির সাথে মেশাতে হবে ২৫০ গ্রাম কোকোপিট , মিশিয়ে ২-৩ ঘণ্টা ছায়াতে মাটি ছড়িয়ে রেখে এরপর এই মাটিতে গাছ প্রতিস্থাপন করতে হবে।
প্রতিস্থাপন এর ২-৩ দিন আগে থাকতে এই গাছ এ জল দেওয়া বন্ধ রাখতে হবে।
**** এই গাছ ,সার এবং কীটনাশক কিনতে চাইলে যোগাযোগ করুন SIMPLE PLANT SOLUTION ৮২৯৬৫৯০৬৬৩ নম্বরে *****
0 comments:
Post a Comment