পিস লিলি, একটি জনপ্রিয় ইনডোর প্লান্ট। এই গাছ ঘরের দূষিত বায়ু গ্রহণ করে বিশুদ্ধ বায়ু দেয় এবং নাসার বিজ্ঞানীদের মত অনুসারে এটি সবথেকে কার্যকরী বায়ু পরিশোধনকারি গাছ। আসুন জেনে নি কিভাবে এই গাছের পরিচর্যা করতে হয় ?
মাটি : (১) বাগানের সাধারণ মাটি ২ ভাগ + নদীর সাদা বালি ১ ভাগ + ভার্মি কম্পোস্ট ১ ভাগ + ১/২ ভাগ কোকোপিট
(২) হলুদ বালি ১ ভাগ + ভার্মি কম্পোস্ট ১ ভাগ
টব : ছোটো ঘরের জন্যে ৮ ইঞ্চি, বড়ো ঘরের জন্যে ১২ ইঞ্চি টব উপযুক্ত। সম্ভব হলে মাটির টব ব্যবহার করুন, এতে গাছ দীর্ঘদিন বেঁচে থাকবে এবং সুস্থ থাকবে।
কোথায় রাখা উচিত : উজ্জ্বল সূর্যের আলো আসে, কিন্তু সরাসরি সূর্যের আলো গাছে লাগবে না এবং যথেষ্ট পরিমাণ বায়ু চলাচল করে, এমন জায়গায় এই গাছ রাখা যাবে।
জল : মাটি একেবারে শুকিয়ে গিয়ে ঝিমিয়ে পড়লে তখন ভরপুর জল দিতে হবে। মাটিতে কোকোপিট দিলে ওপরের মাটি শুকিয়ে গেছে মনে হলেও ভিতরের মাটি ভেজা থাকে। তাই একটা লম্বা কাঠি ঢুকিয়ে ভিতরটা ভেজা আছে নাকি দেখে , ভেজা না থাকলে তবেই জল দিতে হবে।
প্রতিদিন স্প্রে করে শুধু গাছের পাতা ভিজিয়ে দিল ভালো হয় বিশেষ করে গরমকালে।
খাবার : এই গাছ মার্চ থেকে আগস্ট পর্যন্ত প্রচুর ফুল দেয়। তাই ফেব্রুয়ারি তে একবার এবং সেপ্টেম্বরে একবার খাবার দিতে হবে। এন পি কে ২০-২০-২০ ফেব্রুয়ারি মাসে একবার এবং সেপ্টেম্বর মাসে একবার ৮ ইঞ্চি টবের জন্যে ১ চা চামচ এবং ১০-১২ ইঞ্চির জন্যে ২ চা চামচ দিতে হবে ।
মাসে একবার সি উইড স্প্রে করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে ।
এই গাছের রোগ পোকা :
এই গাছে পোকার আক্রমণ ৯৯% হয়না। যারা বাগানে এই গাছ করে তাদের ক্ষেত্রে অন্যান্য গাছ থেকে এই গাছ এ পোকার আক্রমণ হয়, তাই ১৫-২০ দিন এ একবার রগোর ১ লিটার জল এ ৩০ ফোঁটা দিয়ে স্প্রে করতে হবে সন্ধ্যা ৭ টার পর(শুধু মাত্র বাইরে বাগান এ যারা রাখে )
ঘর এর গাছ এর পাতায় যখন ধুলো পড়বে একটি পাতলা ন্যাকরা জল এ ভিজিয়ে পাতা আলতো করে মুছে দিলে আর কোনো পোকার আক্রমণ হবে না।
***** এই গাছ ,সার এবং কীটনাশক কিনতে চাইলে যোগাযোগ করুন SIMPLE PLANT SOLUTION ৮২৯৬৫৯০৬৬৩ নম্বরে *****
0 comments:
Post a Comment