ডায়ান্থাস খুবই জনপ্রিয় বিভিন্ন রঙের শীতকালীন ফুলগাছ। প্রায় এপ্রিল মে মাস পর্যন্ত এই গাছে ফুল পেয়ে থাকি আমরা। আসুন জেনে নেওয়া যাক এই গাছকে কিভাবে আমরা যত্ন করবো।
এই গাছের প্রয়োজনীয় মাটি : ১ ভাগ সাধারণ বাগানের মাটি + ১ ভাগ ভার্মি কম্পোস্ট + ১ ভাগ সাদা বালি --- ভালো করে মিশিয়ে এর সাথে ৮-১০-১২ ইঞ্চি টব এর হিসেবে ২ চা চামচ নিমখোল + ১ চা চামচ সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে নিতে হবে।
সূর্যালোকের প্রয়োজনীয়তা : সরাসরি সূর্যের আলোতে রাখতে হবে।
জলের ব্যবস্থাপনা : এই গাছের টবের মাটির ওপরের অংশ শুকিয়ে গেলে জল দিতে হবে, গাছ সামান্য ঝিমিয়ে গেলে ভরপুর জল দিয়ে দিতে হবে।
খাবারের ব্যবস্থাপনা : প্রতি ২০ দিন অন্তর তরল সার প্রয়োগ করতে হবে । তরল সার বানানো শিখতে এই লিংকে ক্লিক করুন : তরল সার প্রস্তুতি
এই তরল সার এর সাথে মাস এ একবার ২-৩ ফোঁটা ভিনিগার মাটিতে দিয়ে জল দিয়ে দিতে হবে।
তরল সার এর পরিবর্তে এই সার দেওয়া যেতে পারে ২০ দিন অন্তর : ১/২ চা চামচ ইউরিয়া + ১ চা চামচ সিঙ্গেল সুপার ফসফেট + ১/২ চা চামচ এস ও পি ( সাদা পটাশ ) (১০-১২ ইঞ্চি টবের মাপ অনুযায়ী )
রোগ - পোকার ব্যবস্থাপনা : ১০ দিন অন্তর টাফগর স্প্রে করতে হবে এবং মাস এ একবার এক চা চামচ ফুরাডন টবের মাটিতে ছড়িয়ে দিতে হবে ।
এই ভাবে স্টেপ ফলো করলে শীতকালে এই গাছে ফুলে ভরে যাবে।
**** এই গাছ ,সার এবং কীটনাশক কিনতে চাইলে যোগাযোগ করুন SIMPLE PLANT SOLUTION ৮২৯৬৫৯০৬৬৩ নম্বরে *****
0 comments:
Post a Comment