COMPLETE CARE OF PLANTS

WELCOME TO OUR BLOG

November 24, 2022

LIQUID FERTILIZER তরল সার প্রস্তুতি

LIQUID FERTILIZER তরল সার প্রস্তুতি

উপকরণ
> ২৫০ গ্রাম সর্ষে খোল বা বাদাম খোল নিতে হবে।
> ১ লিটার জল 
> ডি এ পি (DAP)
পদ্ধতি : 
২৫০ গ্রাম সর্ষে খোল ১ লিটার জলে ৭ দিন ধরে পচাতে হবে অথবা ২৫০ গ্রাম বাদাম খোল ১ লিটার জলে ৩ দিন পচাতে হবে। 
সর্ষে খোল ৭ দিন পচানোর পর অষ্টম দিনে ১.৫ চা চামচ ডি এ পি অথবা বাদাম খোল ৩ দিন পচানোর পর চতুর্থ দিনে ১.৫ চা চামচ ডি এ পি -- এই খোল পঁচা মিশ্রণে মিশিয়ে আরো একদিন সম্পূর্ণটা পচিয়ে নিতে হবে ।
সর্ষে খোল এর ক্ষেত্রে নবম দিনে এবং বাদাম খোল এর ক্ষেত্রে পঞ্চম দিনে একটি পরিষ্কার ছাকনি বা সুতির কাপড় দিয়ে সম্পূর্ণটা ছেকে নিতে হবে এবং ছাকার পরে যে তরল পাওয়া যাবে তার সাথে আরো ৫ লিটার জল মেশাতে হবে। 
এভাবে তরল সার তৈরি করে এর থেকে সমস্ত গাছের গোঁড়ায় ২৫০ মিলিলিটার করে দিতে হবে ।
এবং অবশ্যই মনে রাখতে হবে এই তরল সার শুকনো মাটিতে দেওয়া যাবে না, তাই তরল সার দেওয়ার আগের দিন রাতে গাছের গোঁড়া ভিজিয়ে দিতে হবে। 

**** শীতকালীন গাছ এবং অন্যান্য গাছ, সার এবং কীটনাশক কিনতে চাইলে যোগাযোগ করুন SIMPLE PLANT SOLUTION ৮২৯৬৫৯০৬৬৩ নম্বরে *****


0 comments:

Post a Comment