COMPLETE CARE OF PLANTS

WELCOME TO OUR BLOG

December 5, 2022

PETUNIA পিটুনিয়া গাছের সম্পূর্ণ পরিচর্যা

PETUNIA পিটুনিয়া গাছের সম্পূর্ণ পরিচর্যা 
পিটুনিয়া শীতকাল এর শুরু থেকে এবং গরমের মাঝামাঝি সময় পর্যন্ত ভরপুর বিভিন্ন রঙের ফুলে ভরিয়ে রাখে আমাদের বাগান, ব্যালকনি।
আসুন জেনে নেওয়া যাক এই পিটুনিয়া এর সম্পূর্ণ পরিচর্যা।

টব নির্বাচন : পিটুনিয়ার জন্য সবথেকে উপযুক্ত টব হলো গামলা টাইপ টব। এছাড়া অনেকেই হ্যাঙ্গিং টবেও এই গাছ করে থাকেন। অগভীর ছড়ানো টব এই গাছের উপযুক্ত টব।

গাছ সংগ্রহ : কালীপুজোর পর থেকে এই গাছ এর ছোটো চারা এবং ডিসেম্বর মাসে এই গাছের বড়ো চারা সংগ্রহ করার আদর্শ সময়।

মাটি প্রস্তুতি : 
(১) দুমাস ধরে মাটি প্রস্তুতি : ১২ টি গামলা টব বা ৬ টি ১২ ইঞ্চি টবের মাপ অনুযায়ী সাধারণ বাগানের মাটি নিয়ে প্রতি টবের হিসেবে ১ গ্রাম খাওয়ার চুন মিশিয়ে জল ছিটিয়ে ভেজা ভেজা করে কোথাও ঢিবি করে কালো পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে ১ মাস এবং এই ১ মাসের প্রতি সপ্তাহে একবার করে মাটিটা বের করে খেলিয়ে ওলোট পালোট করে পুনরায় ঢিবি করে পলিথিন ঢেকে বা বস্তায় মুখ বন্ধ করে রেখে দিতে হবে।  তারপর ১ মাস পর ৩ টি ১২ ইঞ্চি টবের ২ টব সাদা বালি + ১ টব ওই মাটি + আরো ২ টব ভার্মি কম্পোস্ট বা গোবর সার এবং ১ টব পাতা পচা সার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণের সাথে ১ আজলা হলুদ বালি ( ভালো করে ধুয়ে শুকিয়ে চেলে নিতে হবে ) + ১ মুঠো স্টেরামিল + ১ মুঠো কাঠ কয়লা গুঁড়ো ভালো করে মিশিয়ে সম্পূর্ণটা ছড়িয়ে রাখতে হবে এবং ৫-৬ ঘণ্টা পরে  হালকা জল দিয়ে ভিজিয়ে এক জায়গায় স্তূপ করে রাখতে হবে এবং কালো পলিথিন দিয়ে চাপা দিয়ে দিতে হবে। প্রতি ৭ দিন অন্তর মাটি টা বের করে একটু ছড়িয়ে ওলোট পালট করে আবার জল দিয়ে ভিজিয়ে আবার স্তূপ করে রাখতে হবে।এই ভাবে ১ মাস রাখতে হবে। এবং এর পর এই মাটি গাছ লাগানোর উপযুক্ত হবে।

(২) ১৫ দিন এ মাটি প্রস্তুতি : সাধারণ বাগানের মাটি ১ ভাগ + সাদা বালি ১ ভাগ মিশিয়ে এর সাথে সমপরিমাণ ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা পাতা পঁচা সার মিশিয়ে নিতে হবে। এর সাথে ১০-১৩ ইঞ্চি টবের মাপের ক্ষেত্রে ১ মুঠো সর্ষে খোল + ১ চা চামচ হারগুরো + ১ চা চামচ শিংকুচি + ১ চা চামচ এম ও পি (লাল পটাশ) মিশিয়ে একটি পাত্রে রেখে হালকা জল দিয়ে ভেজা ভেজা করে ১৫ দিন এক জায়গায় ঢেকে রেখে দিতে হবে। ১৬ তম দিনে এটা বের করে ছায়াতে ১০ ঘণ্টা ছড়িয়ে রেখে দিতে হবে। এইভাবে মাটি প্রস্তুত করতে হবে।

(৩) ১ দিন এ মাটি প্রস্তুতি : সাধারণ বাগানের মাটি ১ ভাগ + ভার্মি কম্পোস্ট ১ ভাগ + ১ চা চামচ ফসফেট মিশিয়ে সাথে সাথেই এই মিশ্রণে গাছ প্রতিস্থাপন করা যাবে ।

উপরের যেকোনো একটি পদ্ধতিতেই পিটুনিয়া এর মাটি প্রস্তুত করা যাবে ।

সূর্যালোকের প্রয়োজনীয়তা : সরাসরি সূর্যের আলো যেখানে আসে অন্তত ৮ ঘণ্টা, সেই স্থানে রাখতে হবে ।

জলের ব্যবস্থাপনা : এই গাছ প্রচুর গরম সহ্য করতে পারে, তাই বুঝে জল দিতে হবে। বেশি জল জমা থাকলে গাছ পচে যাওয়ার সম্ভাবনা থাকে।

খাবারের ব্যবস্থাপনা : আগের ব্লগ গুলোতে বর্ণনা করা তরল সার প্রয়োগ প্রতি ১০ দিন অন্তর এবং এই তরল সার দেওয়ার ঠিক ৫ দিন পরে এন পি কে ১৯-১৯-১৯ বা ২০-২০-২০ এই অনুপাতে ১/২ টেবিল চামচ প্রতি ১২ দিন অন্তর মাটিতে ছড়িয়ে দিতে হবে ( অর্থাৎ তরল সার এবং এন পি কে সার এর মাঝে অন্তত ৫ দিন এর ব্যবধান থাকা বাঞ্ছনীয় ) । এই এন পি কে মাটিতে যেমন দেওয়া যায়, আবার ১ লিটার জলে ১ গ্রাম মিশিয়ে স্প্রে ও করা যায় অথবা ১ লিটার জলে ১ গ্রাম মিশিয়ে প্রতি গাছের মাটিতে ২৫০ মিলি করেও দেওয়া যায় ( ১ বার স্প্রে এবং পরের বার মাটিতে, এভাবে দেওয়া যেতে পারে )
তরল সার এর ব্লগ পড়তে এই লিংক এ ক্লিক করুন : তরল সার প্রস্তুতি

রোগ - পোকার ব্যবস্থাপনা : 
>৭ দিন অন্তর যেকোনো ফাঙ্গিসাইড ১ লিটার জলে ১ গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে ফুল আসার আগে অবধি 
> প্রতি ১০-১৫ দিন অন্তর টা স্প্রে করতে হবে ১ লিটার জলে ৩০ ফোঁটা দিয়ে

এই ভাবে স্টেপ ফলো করলে শীতকালে এই গাছে ফুলে ভরে যাবে।

**** এই গাছ ,সার এবং কীটনাশক কিনতে চাইলে যোগাযোগ করুন SIMPLE PLANT SOLUTION ৮২৯৬৫৯০৬৬৩ নম্বরে *****







Related Posts:

  • PETUNIA পিটুনিয়া গাছের সম্পূর্ণ পরিচর্যা PETUNIA পিটুনিয়া গাছের সম্পূর্ণ পরিচর্যা  পিটুনিয়া শীতকাল এর শুরু থেকে এবং গরমের মাঝামাঝি সময় পর্যন্ত ভরপুর বিভিন্ন রঙের ফুলে ভরিয়ে রাখে আমাদের বাগান, ব্যালকনি।আসুন জেনে নেওয়া যাক এই পিটুনিয়া এর সম্পূর্ণ… Read More
  • সাদা গাঁদা গাছের সম্পূর্ণ পরিচর্যা সাদা গাঁদা ফুল গাছের সম্পূর্ণ পরিচর্যা বিগত কয়েক বছর ধরে এই সাদা গাঁদা আমাদের এখানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই গাঁদা এর পরিচর্যা সাধারণ অন্যান্য গাঁদার তুলনায় কিছুটা আলাদা। আজ আলোচনা করা হবে এই সাদা গাঁদা ফ… Read More
  • Polash Gach পলাশ গাছের সম্পূর্ণ পরিচর্যা Polash Gach পলাশ গাছের সম্পূর্ণ পরিচর্যা  পলাশ গাছ খুব কষ্ট সইতে পারে। লোনা, শুষ্ক ও রুক্ষ মাটিতেও পলাশ একপ্রকার বিনা যত্নেই ফুল দেয়। ফুল ফোটার সময় সাধারণত গাছে কোনো পাতা থাকে না।মাটি : ব… Read More
  • STOCK স্টক ফুলের গাছ এর সম্পুর্ণ পরিচর্যাSTOCK স্টক ফুলের গাছ এর সম্পুর্ণ পরিচর্যা সুন্দর সুগন্ধি ফুল এই স্টক । শীতকালীন এই গাছের সম্পূর্ণ পরিচর্যা আলোচনা করা যাক।স্টক গাছের মাটি প্রস্তুতি : এই গাছ উচ্চ জলনিকাশি সম্পন্ন মাটি প… Read More
  • Dyanthus ডায়ান্থাস ফুল গাছের সম্পূর্ণ পরিচর্যা Dyanthus ডায়ান্থাস ফুল গাছের সম্পূর্ণ পরিচর্যা  ডায়ান্থাস খুবই জনপ্রিয় বিভিন্ন রঙের শীতকালীন ফুলগাছ। প্রায় এপ্রিল মে মাস পর্যন্ত এই গাছে ফুল পেয়ে থাকি আমরা। আসুন জেনে নেওয়া যাক এই গাছকে কিভাবে আমরা যত্ন … Read More

0 comments:

Post a Comment