বুগেনভেলিয়া গাছের ফেব্রুয়ারী মাসের পরিচর্যা
সার এর ব্যবস্থাপনা :
জানুয়ারি মাসে প্রচুর ফুল পাওয়ার পর ফেব্রুয়ারি মাসে কিভাবে বুগেনভেলিয়া গাছের পরিচর্যা করতে হবে আসুন জেনে নেওয়া যাক।
সার দেওয়ার আগেরদিন রাতে গাছের মাটি ভিজিয়ে পরের দিন ভোরবেলা ১/২ টেবিল চামচ সিঙ্গেল সুপার ফসফেট ( বা ফসফেট এর পরিবর্তে ১.৫ চা চামচ হাড় গুঁড়ো) টবের মাটিতে ছড়িয়ে দিয়ে জল দিয়ে দিতে হবে।
এর সাথে নিচের লিংকে দেওয়া লেখায় একটি স্পেশাল তরল সার এর সম্পর্কে বলা হয়েছিল, সেটা দিলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে।
রোগ পোকার ব্যবস্থাপনা :
ফুল আসার পর কোনো পেস্টিসাইড , ফাঙ্গীসাইড, গ্রোথ রেগুলেটর দেওয়ার প্রয়োজন নেই। তরল সার প্রয়োগ করলে আবারও নতুন কচি পাতা আসবে, সাথে ফুল আসবে। মার্চ মাসে গ্রোথ রেগুলেটর প্রয়োগ করতে হবে।
ফুল ঝরে যাওয়া সমস্যা :
গাছ এ ফুল ঝরে যাওয়ার দুটি কারণ :
(১) মাটিতে ফসফেট এর অভাব
(২) গাছে ফুল এলে মাটি সবসময় ভিজে ভিজে (moist) রাখতে হবে, কাঁদা কাঁদা নয়, এটা না করার জন্যেও ফুল ঝরে যায়।
0 comments:
Post a Comment