এই গাছ এর পরিচর্যা :
মাটি : ১ ভাগ সাধারণ মাটি ( Garden Soil ) + ১ ভাগ নদীর সাদা বালি অথবা বালি এর বদলে ১ ভাগ ভার্মী কম্পোস্ট বা এক বছরের পচানো গোবর সার।
** এই গাছ লাগানোর সময়ে শিকড় এ আঘাত করা যাবে না।
জলের ব্যবস্থাপনা : খুব বেশি জল পছন্দ করে না এই গাছ।
> প্রতিস্থাপন এর পর জল দিয়ে দিন।
> তারপর প্রতিস্থাপন এর দুদিন পর জল দিন।
> এর পর পাতা নুইয়ে পড়লে জল দিন অল্প করে এক গ্লাস এর মত পরিমাণ
> ফুল থাকাকালীন প্রতিদিন জল দিন।
> মাটি কাদা কাদা থাকলে জল দেবেন না।
> ফুল ফোটা শেষ হলে জল কম দিন। জল এর টান দিলে ফুল তাড়াতাড়ি আসবে নচেৎ গাছ সবুজ পাতায় ভরে যাবে।
সূর্যালোক : এই গাছ যত বেশি সূর্যের আলো এবং তাপ পাবে ততো ভালো
সার (ফার্টিলাইজার) : এই গাছ অনেক খেতে পছন্দ করে।
> ১.৫ চা চামচ ডি এ পি + ১ চা চামচ এস ও পি প্রতি ২০ দিন অন্তর মাটি র চারিদিকে হালকা খুসে ছড়িয়ে দিন।
> এই গাছ রক্তসার পছন্দ করে
> SPECILA LIQUID FERTLIZER : ১০০ গ্রাম মৌরলা মাছ + ১০০ গ্রাম কাঁচা গোবর ১ লিটার জল এ মিশিয়ে (মাটির পাত্র হলে ভালো) ১ মাস রেখে দিতে হবে ( সময়সীমা ১৫ দিন করতে হলে এর সাথে অ্যামোনিয়াম সালফেট ২ চা চামচ মিশিয়ে দিন ) । ১ মাস পরে ছেঁকে নিয়ে এর সাথে ৫ লিটার জল যোগ করুন এবং তার থেকে ২৫০ মিলিলিটর জল দিন। এটা প্রতি মাস এ ২ বার ১৫ দিন অন্তর করতে হবে।
> SPECIAL FERTLIZER : মাছ এর পিত্তি ১০"-১২" টব এর ক্ষেত্রে ২-৩ টি নিয়ে সাইড এর মাটি গর্ত করে চাপা দিয়ে জল দিয়ে দিন। প্রতি ২-৩ মাস অন্তর এটা করতে পারেন। বর্ষাকাল e করবেন না। এই প্রকার সার দিলে প্রতি মাস এ একবার মাটিতে ফুরাডন ১ চা চামচ দিয়ে জল দিয়ে দেবেন।
রোগ পোকা : এই গাছ এ তেমন রোগ হয়না। ৭দিন পর পর নিয়ম করে নিম তেল স্প্রে করুন ১ লিটার জল এ ৩০ ফোঁটা দিয়ে।
** প্রতি মাস এ ১৫ দিন অন্তর মিরাকুলান স্প্রে করুন ৩০ ফোঁটা ১ লিটার জলে মিশিয়ে।
**মাস এ একবার অ্যাগ্রমিন গোল্ড স্প্রে করুন ৩০ ফোঁটা ১ লিটার জলে মিশিয়ে।
** ফুল ফুটে গেলে ফুল এর নিচ থেকে ডাল কেটে দিন এবং সমস্ত পাতা বোঁটা রেখে কেটে ফেলুন আর নতুন পাতা না আসা পর্যন্ত প্রতিদিন জল দিন মাটিতে।
** এই গাছ প্রতি বছর রিপট করার প্রয়োজন নেই।
*** বুগেনভলিয়া বা বাগানবিলাস গাছের সুন্দর কাঠামো তৈরি : এই গাছ এর সঠিক গঠন গড়তে কিছু ব্যবস্থাপনা এর প্রয়োজন
(১) প্রথম ছোটো চারা কিনে এনে প্রথমে ৪ ইঞ্চি টব e khub সাবধানে যাতে শিকড় এ চোট না পায়,এভাবে বসাতে । তারপর গাছ এর বেড়ে অনুসারে কিছুদিন বাদে ৬ ইঞ্চি টব এ প্রতিস্থাপন করতে হবে।
(২) এই গাছ জল পছন্দ করে না ফুল ফোটাতে চাইলে। কিন্তু গাছ এর বৃদ্ধি র জন্যে জল প্রতিদিন নিয়ম করে দিতে হবে, তাহলেই গাছ এর গঠন ভালো হবে। গাছ একটু বড়ো হলে বিভিন্ন খাবার এর ব্যবস্থাপনায় গাছটা আরো একটু বৃদ্ধি করতে হবে , গঠন সুন্দর হলে এবং প্রচুর শাখা হলে তারপর কাটাই ছাঁটাই করে গাছ এর সুন্দর আকৃতি দান করতে হবে।
(৩) এবার আসা যাক এই সময়ে কেমন খাবার দিতে হবে। ২ চা চামচ সর্ষে গুঁড়ো খোল + ১ চা চামচ সুপার ফসফেট বা ১ চা চামচ হারগুরো + ১ চা চামচ পটাশ (SOP) ভালো করে মিশিয়ে ওর থেকে ১ চা চামচ ৪ ইঞ্চি টবের জন্যে, ৩ চা চামচ ৬ ইঞ্চি টব এর জন্যে টব এর চারিদিক এ ছড়িয়ে জল দিয়ে দিতে হবে মাস এ একবার অথবা ২০ দিন এ একবার। এর সাথে মাস এ দুবার অবশ্যই মাইক্রোনিউট্রিএন্টস (MICRONUTRIENTS) স্প্রে করতে হবে , তরল (liquid) হলে ১ লিটার জলে ৩০ ফোঁটা এবং গুঁড়ো (dust) হলে ১ লিটার জলে ১ চা চামচ ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করতে হবে ভোরবেলা এবং এর ৬ ঘণ্টার মধ্যে বৃষ্টি হলে আবার স্প্রে করতে হবে।
(৪) এবার আসা যাক কাটাই ছাঁটাই এর ব্যবস্থাপনা তে। গাছ এর গঠন সুন্দর হয়ে গেলে গাছ এ আগেই ফুল না নিয়ে আগে গাছ এর আকার সুন্দর করতে কাটাই ছাঁটাই করতে হবে। এবং ফুল গুলিও কেটে ফেলতে হবে। সাথে সমস্ত পাতা বোঁটা রেখে কেটে ফেলতে হবে।
(৫) মাস এর একবার অবশ্যই ফুরাডন বা থাইমেট ১ চা চামচ টব এ ছড়িয়ে জল দিয়ে দিতে হবে।
**** এই গাছ ,সার এবং কীটনাশক কিনতে চাইলে যোগাযোগ করুন SIMPLE PLANT SOLUTION ৮২৯৬৫৯০৬৬৩ নম্বরে *****
0 comments:
Post a Comment