COMPLETE CARE OF PLANTS

WELCOME TO OUR BLOG

April 16, 2022

Alovera

ALOVERA ঘৃতকুমারী
এটি ক্যাকটাস বা ফণীমনসা জাতীয় ভেষজ উদ্ভিত।
  • এর হাজারো গুণ।
  • ত্বকের উজ্জল্ল থেকে শরীরের নানা সমস্যার সবেতেই এর জুড়ি মেলা ভার।
রাস্তাঘাটে কিংবা বাজারে খুবই সহজলভ্য এই উদ্ভিদ। রস হিসেবে খাওয়া যায় আবার ত্বকের প্রদাহে প্রতিষেধক হিসেবেও লাগানো যায়। এতে রয়েছে ক্যালসিয়াম, সোডিয়াম, জিংক, আয়রন, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ফলিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড ও ভিটামিন-এ, বি৬ ও বি২, যা স্বাস্থ্যরক্ষার বিভিন্ন কাজে লাগে।
এই অ্যালোভেরা গাছ টি খুব সহজেই একটু ছড়ানো পাত্রে আমরা বাড়ির বাগান এ বড়ো করে তুলতে পারি।
এই গাছ এর উপযুক্ত মাটি : ১ ভাগ সাধারণ বাগানের মাটি + ১ ভাগ ভার্মি কম্পোস্ট + ১ ভাগ নদীর সাদা বালি

সূর্যালোক : এই গাছকে সরাসরি সূর্যের আলো দেওয়া যায় আবার একটু ছায়া জায়গাতেও রাখা যায়।

জলের ব্যবস্থা : সরাসরি সূর্যালোক এ রাখলে নিয়মিত জল দিতে হবে যদি জলনিকাসী ব্যবস্থা ভালো থাকে, ছায়া যুক্ত জায়গায় রাখলে ওপরের মাটি শুকিয়ে গেলে জল দিতে হবে।

সার : মাস এ একবার এন পি কে ১৯-১৯-১৯ বা ২০-২০-২০ গাছ এর চারিপাশে ১/২ চা - চামচ ছড়িয়ে দিতে হবে।

** পাতায় কালো ছোপ প্রতিকার : পাতায় কালো ছোপ বা দাগ দুর করতে ১ চা চামচ চুন (পান এর দোকান এর ) ১ লিটার জল এ মিশিয়ে ১৫ দিন অন্তর ১ বার স্প্রে করতে হবে। 


**** এই গাছ ,সার এবং কীটনাশক কিনতে চাইলে যোগাযোগ করুন SIMPLE PLANT SOLUTION ৮২৯৬৫৯০৬৬৩ নম্বরে *****


0 comments:

Post a Comment