সুন্দর সুগন্ধি ফুল এই স্টক । শীতকালীন এই গাছের সম্পূর্ণ পরিচর্যা আলোচনা করা যাক।
স্টক গাছের মাটি প্রস্তুতি : এই গাছ উচ্চ জলনিকাশি সম্পন্ন মাটি পছন্দ করে।
সাধারণ বাগানের মাটি ১ ভাগ + ২ ভাগ নদীর সাদা বালি ( silver sand ) + ১ ভাগ ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা পাতা পঁচা সার। এই ভাবে মাটি তৈরি করে ১০-১২ ইঞ্চি টব প্রতি ১/২ চা চামচ ফসফেট এবং ১/২ চা চামচ পটাশ ( এস ও পি ) মিশিয়ে নিতে হবে এবং ৮ ইঞ্চি টব প্রতি [ ১/২ চা চামচ ফসফেট এবং ১/২ চা চামচ পটাশ ( এস ও পি ) মিশিয়ে এর থেকে ১ চা চামচ] মিশিয়ে নিতে হবে।
স্টক গাছ কোন জায়গায় রাখতে হবে : এই গাছ ৮-১০ ঘণ্টা সরাসরি সূর্যের আলো পছন্দ করে। প্রতিস্থাপন এর পর ২-৩ দিন সেমি শেড এ রেখে গাছ সতেজ হয়ে গেলে একদম সারাদিন যেখানে সূর্যের আলো পরে সেখানে রাখতে হবে।
জলের ব্যবস্থাপনা : এই গাছ নিজের মাটি ভেজা ভেজা পছন্দ করে না। প্রতিস্থাপন এর পর সম্পূর্ণ জল দেওয়ার পর যখন দেখা যাবে ওপরের মাটি হালকা শুকিয়ে আসছে তখন আবার জল দিতে হবে।
খাবারের ব্যবস্থাপনা : আগের ব্লগ এ বলা শীতকালীন তরল সার ১০ দিন অন্তর অন্তর দিলেই যথেষ্ট এবং এর সাথে সমান অনুপাতের এন পি কে (১৯-১৯-১৯ বা ২০-২০-২০) প্রতি ১৫-২০ দিন অন্তর ১/২ চা চামচ করে মাটিতে ছড়িয়ে দিলে অথবা ১ লিটার জলে ১ গ্রাম দিয়ে মিশিয়ে এর থেকে ২৫০ মিলি গাছ এর মাটিতে দিলে আরো ভালো রেজাল্ট পাওয়া যাবে ।
টিপস :
(১) ফুল হয়ে যাওয়ার সাথে সাথে ঐ ফুলের নিচ থেকে পিঞ্চিং করলে আবার নতুন শাখা হবে এবং তাতে প্রচুর ফুল আসবে ।
(২) প্রতিস্থাপন এর এক সপ্তাহ পর থেকে রোগোর বা টা ১ লিটার জলে ৩০ ফোঁটা দিয়ে ভালো করে মিশিয়ে স্প্রে করতে হবে ১০-১৫ দিন অন্তর।
এই ভাবে স্টেপ ফলো করলে শীতকালে এই গাছে ফুলে ভরে যাবে।
**** এই গাছ ,সার এবং কীটনাশক কিনতে চাইলে যোগাযোগ করুন SIMPLE PLANT SOLUTION ৮২৯৬৫৯০৬৬৩ নম্বরে *****
0 comments:
Post a Comment