June 26, 2022
INDOOR PLANT : CALATHEA ক্যালাথিয়া
June 23, 2022
Tibouchina বেগমবাহার গাছের প্রতিস্থাপন এবং পরিচর্যা
June 22, 2022
নতুন বাগানীদের জন্য
June 16, 2022
Rainy Season Flowering Plants বর্ষার সেরা ফুলগাছ
June 15, 2022
Nandini Flower Plant নন্দিনী ফুল গাছ
June 6, 2022
Miniature Alamonda মিনিয়েচার অ্যালামন্ডা
June 3, 2022
Indoor Plant : Rubber Plant রাবার গাছ
Chandramallika চন্দ্রমল্লিকা
চন্দ্রমল্লিকা পমপম ভ্যারাইটি
- শীতকালে ফুল ফুটে যাবার পরে গাছ ক্রমশ শুকিয়ে আসে
- তারপর একদম গোড়া থেকে নতুন নতুন সুট বেরোয়।
- অনেক সময় দেখা যায় ফুল শুকিয়ে যাবার পর ফুল কেটে দেওয়া হলে কোন কোন ভ্যারাইটি তে আবার এক দফা নতুন ফুল আসে।
- এই নতুন ফুল আসার ব্যাপারটা 22 শে মার্চের মধ্যে সম্পূর্ণ শেষ হয়ে যায়। এখান থেকে শুরু হয় আমাদের নতুন চারা তৈরি পালা।
- মোটা দানার বালি খুব পরিষ্কার করে দু-তিনবার ভালো জলে ধুয়ে নিয়ে হাতের তালু দিয়ে চালি টবে চেপে চেপে রাখতে হয়।
- তারপর মাদার প্লান্ট এর নিচের দিক থেকে যে ছোট ছোট কচি সুট নতুন বেরোয় তার থেকে বেছে নিয়ে ছোট ছোট সবুজ ডাল কেটে সেগুলো আধঘন্টা মত যেকোনো ফাংগিসাইড এর দ্রবণে ভিজিয়ে রাখতে হয়।
- এরপর চালি টবের বালিতে কাঠি দিয়ে ছোট ছোট ফুটো করে ওই ডাল গুলোতে রুট হরমোন লাগিয়ে বসিয়ে দিতে হয়।
- প্রতিদিন ঝারী করে জল এবং 4 / 5 দিন অন্তর অল্প ফাংগিসাইড দিতে হয়।
- একটু ছায়াচ্ছন্ন জায়গায় রাখা জরুরী।
- পোকার আক্রমন যেন না হয় খেয়াল রাখতে হয়।
- এই সময় আবহাওয়া টা একটু নরম হলে খুব ভালো হয়।
- কোনো ঘূর্ণিঝড় চারা তৈরীর খুব উপযুক্ত সময় হবে বলে মনে হয়।
- বালিতে বসানোর দিন পনেরো বাদেই খুব ভালো শেকড় এসে যায়। তখন এগুলো তুলে দু ইঞ্চি বা তিন ইঞ্চি টবে একেবারে ঝরঝরে মাটির সঙ্গে নদীর বালি মাটি মিশিয়ে অল্প ফাঙ্গিসাইড দিয়ে বসিয়ে দিতে হয়।
- এইসময়,পাঁচ দিন পর থেকে প্রতি পাঁচ দিন অন্তর খুব পাতলা খোল দেওয়া যেতে পারে।
- দিন কুড়ি এই টবে রাখার পর 4 ইঞ্চি টবে রিপটিং করে দিতে হবে।
- গাছটাকে দু-তিন ইঞ্চি সোজা বাড়তে দিতে হবে তারপর থেকে ক্রমাগত পিঞ্চিং করে করে ডাল বাড়াতে হবে। কিছুটা সোজা বাড়তে না দিলে গাছ যখন ঝোপালো হয়ে যায় তখন মাটি খুড়তে বা খাবার-দাবার দিতে খুব অসুবিধে হয়। কান্ডের প্রথম অংশটা সোজা থাকলে গাছ বড় হয়ে যাবার পর তাকে শেপ দিতে ও সুবিধা হয়,আর গাছের ডালের কোন ক্ষতি না করেই টবের মাটিতে কাজ করা যায়।
- 22 শে মার্চ থেকে একুশে জুন অব্দি এই পর্বে মূলত চারা তৈরি হবে এবং ক্রমশ টবে একেবারে রুট বাউন্ড হয়ে যাবে। এই পর্বে যত ভালো রুটিং হবে পরবর্তীকালে গাছ ততই ঝোপালো হতে পারবে। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই পর্বে গাছের শেকড় তৈরি হবার উপযুক্ত খাবার বেশি করে দিতে হবে।
- একুশে জুনের পর ২/৩ ইঞ্চি টব থেকে ৪ ইঞ্চি টবে দিতে হবে। রিপোর্টিং করার পর এক থেকে দেড় মাস পর্যন্ত ৪ ইঞ্চি তে থাকবে তারপর ৮ ইঞ্চি তে ট্রান্সফার করতে হবে।
June 2, 2022
মাস অনুযায়ী গাছ
মাস অনুযায়ী কি গাছ লাগাবেন বুঝে উঠতপারছেন না? তাহলে পুরোটা পড়ুন।
গ্রীষ্মকালে লাগাতে পারেন :
(১) গন্ধরাজ
(২) রজনীগন্ধা
(৩) সুর্যমুখী
(৪) জিনিয়া
(৫) পিটুনিয়া
(৬) সিলোসিয়া বা মোরগঝুঁটি
(৭) দোপাটি
(৮) ক্যালিয়েন্ড্রা বা মণিকুন্তলা
(৯) ব্রানফেলসিয়া বা বিচিত্রা (yesterday-today-tomorrow)
বর্ষার ফুল হিসেবে টবের জন্য ভালো :
(১) হাইড্রেঞ্জিয়া
(২) বেলি
(৩) জুঁই
(৪) চাঁপা
(৫) পত্রলেখা বা মুসেন্ডা
(৬) তুষারমোতি বা পোর্টল্যান্ডিয়া
(৭) দোপাটি
(৮) জিনিয়া
(৯) সুর্যমুখী(ছোট)
(১০) স্থলপদ্ম
(১১) মালতীলতা
শীতকালের জন্য :
(১) গাঁদা
(২) গোলাপ
(৩) ন্যাস্টারশিয়াম
(৪) প্যানজি
(৫) পিটুনিয়া
(৬) ভারবেনা
(৭) ক্যামেলিয়া
(৮) ডালিয়া
(৯) চন্দ্রমল্লিকা
(১০) কারনেশন
(১১) স্যালভিয়া
(১২) জারবেরা
(১৩) এজালিয়া
আপনি যদি সারা বছর ফোটে এমন ফুলের গাছ লাগাতে চান তাহলে :
কাঞ্চন (সাদা)
জবা
কামিনী
করবী
অলকানন্দা বা অ্যালামন্ডা
জয়তী বা জ্যাট্রোফা
হাজারপুটিয়া
নয়নতারা
সন্ধ্যামালতী বা সন্ধ্যামণি
কয়েক বছর বাঁচা স্থায়ী স্বভাবের গাছগুলো হলো :
বেলি
জুঁই
বাগানবিলাস বা বোগেনভিলা
গোলাপ
জবা
করবী
গন্ধরাজ
কাঞ্চন
কুন্দ
চাঁপা
মুসেন্ডা
কামিনী
অ্যালামন্ডা
স্থলপদ্ম
পোর্টল্যান্ডিয়া
ব্রানফেলসিয়া
ক্যামেলিয়া
টগর
শিউলি
পয়েনসেটিয়া
ছাদবাগানের জন্য এসব গাছ ভালো। সেখানকার জন্য এই বর্ষাতেই এসব গাছের চারা জোগাড় করে লাগিয়ে ফেলতে পারেন।
তবে যাঁরা মাত্র কয়েকটা গাছ লাগিয়ে এবারই টবে গাছ লাগানোর হাতেখড়ি দিতে চান তাঁদের বলব, সহজে মরে না এবং একটু কম যত্ন নিলেও ফুল ফোটে, এমন সব গাছ লাগাতে। এ রকম ফুলের গাছগুলো বেশ পরিচিত, সহজে পাওয়া যায়। এর মধ্যে নয়নতারা, সন্ধ্যামণি, দোলনচাঁপা, কলাবতী, অ্যালামন্ডা, গাঁদা, বেলি, নাইটকুইন, হাসনাহেনা, রঙ্গন, মুসেন্ডা, কুঞ্জলতা, পর্টুলেকা বা টাইমফুল প্রভৃতি লাগানোর জন্য পছন্দ করতে পারেন। লাগাতে পারেন ফুল দেওয়া বিভিন্ন ক্যাকটাস (যেমন-ইউফরবিয়া), এগুলো সহজে মরে না।
***** এই গাছ ,সার এবং কীটনাশক কিনতে চাইলে যোগাযোগ করুন SIMPLE PLANT SOLUTION ৮২৯৬৫৯০৬৬৩ নম্বরে *****